BGMEA DAILY DIGES
News published in media related to RMG: Today’s RMG News

July 31, 2021

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_1_August__1627712243.jpg
বনিক বার্তা
আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রফতানিমুখী শিল্প খুলে দেওয়ার বিষয়ে জানানো হয় । প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা আরোপিত বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো। এর আগে গতকাল বৃহস্পতিবার গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন ব্যবসায়ী নেতারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এ অনুরোধ জানান তারা।
uploads/trade_daily/digest_photo_Samakal_BGMEA_President__1627712243.jpg

সমকাল
বিজিএমইএ সভাপতির আশ্বাস: স্বাস্থ্যবিধি মানায় কোনো অবহেলা থাকবে না কারখানা খোলার দিন ১ আগস্ট থেকেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করবে প্রতিটি পোশাক কারখানা। এ ব্যাপারে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ ব্যাপারে কঠোর সুরক্ষা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা না করার জন্য সংগঠনের সব সদস্য কারখানাকে গতকালই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল ১ আগস্ট থেকে কারখানা খোলার সরকারি সিদ্ধান্ত জানার পর সমকালকে এসব কথা বলেছেন বিজিএমইএ সভাপতি।

uploads/trade_daily/digest_photo_bgmea-logo-4-1546449048792__1627713287.jpg

সময়ের আলো
৮০ ভাগ শ্রমিক চলে এসেছে, তাদের দিয়েই কারখানা চলবে: বিজিএমইএ মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর দিনই শুক্রবার সরকার জানাল আগামীকাল রোববার থেকে খুলবে পোশাক শিল্পসহ সব ধরনের রফতানিমুখী শিল্প-কারখানা। প্রশ্ন দেখা দিয়েছে, ঈদের ছুটিতে গ্রামে থাকা শ্রমিকরা এক দিনের মধ্যে কীভাবে আসবে, আর কাজেই বা কীভাবে যোগ দেবে। এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম সময়ের আলোকে বলেন, ঈদের ছুটিতে যেসব শ্রমিক বাড়ি গেছে তাদের ৮০ ভাগই কোনো না কোনোভাবে ঢাকায় বা আশপাশের জেলায় চলে এসেছে। তাদের দিয়েই রোববার থেকে কারখানা চালানো হবে। তিনি বলেন, এমনিতে এবার অনেক শ্রমিক ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যায়নি। যারা গেছে তাদের অধিকাংশই চলে এসেছে। তবে এখনও ২০ শতাংশের মতো শ্রমিক গ্রামের বাড়িতে আছে। তাদের এখনই বা শনিবারের মধ্যেই চলে আসতে হবে বিষয়টি তেমন নয়। লকডাউন প্রত্যাহার হলে গাড়ি চলাচল শুরু হলে তাদের এলেই চলবে।

uploads/trade_daily/digest_photo_B_Post_Vacciniting__1627713287.jpg

The Business Post
VACCINATING WORKERS BGMEA seeks US, EU supports Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Faruque Hassan sent three separate letters to the US Ambassador to Bangladesh Earl R Miller, European Union Ambassador in Dhaka Rensje Teerink and Marks and Spencer (M&S) Country Director Shwapna Bhowmick, making the call. “Bangladesh government has been very supportive of providing us the necessary vaccines, but the stock of available vaccines is the key issue in mass vaccination of the RMG workers,” said Faruque Hassan in the letter. “Given the success of the vaccination in the factories, and the success in the general Covid-19 vaccination programme and process with app-based registration and certification, we believe that Bangladesh is capable of successfully vaccinating the population if sufficient vaccines are available,” it said. “The speed of vaccination … for combating the Covid-19 pandemic depends on the availability of vaccines. We seek your help and assistance in procuring vaccines for RMG workers and people of Bangladesh.”

uploads/trade_daily/digest_photo_S_Alo_Labor_minister__1627713287.jpg

সময়ের আলো
শ্রমিক ছাঁটাই না করতে শ্রম প্রতিমন্ত্রীর অনুরোধ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় সকল প্রকার কল-কারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই এবং কোনো প্রকার শিল্প-কলকারখানা লেঅফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এক বিবৃতিতে আরএমজি এবং নন-আরএমজিসহ সব ধরনের শিল্প এবং কল-কারখানামালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি এ অনুরোধ জানান। করোনা মহামারি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য দুর্যোগ উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসঙ্গে এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

uploads/trade_daily/digest_photo_N_Age_RMG_Exporters__1627713287.jpg

The New Age
RMG exporters seek exemption from submitting VAT clearance certificate Apparel exporters have urged the National Board of Revenue to exempt them from submitting VAT clearance certificate to private inland container depots for releasing goods to maintain the export chain smooth amid the Covid crisis. The submission of VAT clearance certificate will make a delay in the export chain of the country, said a statement issued by the Bangladesh Garment Manufacturers and Exporters Association and the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. Exporters said that they had been using private ICDs for imported raw materials for long without issuing any VAT certificate but at this crisis time the submitting of VAT clearance certificate would impact export earnings.

uploads/trade_daily/digest_photo_P_Alo_BIDA__1627713287.jpeg

প্রথম আলো
বিধিনিষেধ উঠে গেলেই কারখানায় পরিদর্শন শুরু সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উঠে গেলে সারা দেশে শিল্পকারখানায় পরিদর্শন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নেতৃত্বে গঠিত কমিটি। কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র আছে কি না, থাকলে সেটি কার্যকর কি না, অবকাঠামো ঠিক আছে কি না, অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, কমিটি এসব বিষয় দেখবে। সরেজমিন প্রতিবেদন সরকার ঘোষিত ২৪ সদস্যের জাতীয় কমিটির কাছে হস্তান্তর করবে। অবশ্য পোশাক কারখানা এই পরিদর্শনের বাইরে থাকবে।

uploads/trade_daily/digest_photo_B_Post_RMG_Industry__1627713287.jpg

The Business Post
RMG industry needs to develop homegrown leaders : SM Khaled, Managing Director Snowtex Group It is high time our very own people took the leadership of the garments industry rather than hiring top management from foreign experts. The graduates are enhancing their productivity knowledge and making them competitive with the concept of modern technology, fresh innovative ideas and usages of sophisticated machines to develop and design the specialized product. Now the garment sector is feeling the necessity of their own people to lead the country’s garment industry beyond the utmost level to overcome all the barriers of the industry.

uploads/trade_daily/digest_photo_FE_Two_New__1627713287.jpg

The Financial Express
Two new ICDs months away The construction of two new private inland container depots (ICDs) in Chattogram is going on in full swing, and those may come into operation within the next six to eight months. The ICDs are - Bay Link Containers in Barabkunda area, approximately 35 kilometres off the Chittagong Port, and Anchorage Containers Depot, about 10 kilometres. When completed, two ICDs together will be able to store more than 12,000 TEUs (20-foot equivalent units) of containers at a time.

uploads/trade_daily/digest_photo_P_Alo_National_Tropphy__1627713287.jpg

প্রথম আলো
জাতীয় রপ্তানি পদক পাচ্ছে যে ৬৬ প্রতিষ্ঠান পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭-১৮ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি (পদক) পাচ্ছে ৬৬টি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ৬৬ প্রতিষ্ঠানের কোনটি, কী পদক পাচ্ছে তা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড। পুরস্কারটির নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর নামে পুরস্কার এবারই প্রথম চালু করা হয় এবং এখন থেকে প্রতিবছরই এটি দেওয়া হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এ ছাড়া রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে তারাশিমা অ্যাপারেলস। তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে স্বর্ণপদক স্কয়ার ফ্যাশনস লিমিটেড। রৌপ্য পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ।