BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

December 04, 2021

uploads/trade_daily/digest_photo_TBS_momen__1638593613.jpg
The Business Standard
Foreign Minister AK Abdul Momen urged the United States to lift import duties on Bangladeshi readymade garments, produced from cotton imported from the USA. He also called for increased and diversified US investment in Bangladesh. About 14% of the total local demand for cotton in the garment industry is met by imports from the US, and the US is the main export market for garments produced from cotton. However, in the case of RMG exports to the US, the tariff is up to 56%.
uploads/trade_daily/digest_photo_1_Dailysun_BGMEA_seeks__1638593613.jpg

The Daily Sun
BGMEA seeks Russia’s cooperation for RMG exports to their market BGMEA President Faruque Hassan has sought cooperation from the Russian government for resolving the trade barriers and paving the way to exporting readymade garments and other products to the Russian market. The BGMEA president said this while meeting with Ambassador of Russia to Bangladesh Alexander Vikentyevich Mantytskiy at BGMEA PR office in the capital on Thursday. They had discussions on various trade related issues especially how bilateral trade between Bangladesh and Russia could be enhanced further. BGMEA President Faruque Hassan also said that Russia is a promising market where demand for Bangladeshi garments is huge. But transactions in banking channels and tariff complications are major barriers to boosting RMG exports to Russia, he added.

uploads/trade_daily/digest_photo_JNews_BCBCI__1638593613.jpg

জাগো নিউজ২৪
যুক্তরাজ্যে বাণিজ্য বাড়াতে বিবিসিসিআইকে অনুরোধ বিজিএমইএর বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে উদ্যোগ নেওয়ার জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (বিবিসিসিআই) অনুরোধ করেছে বিজিএমইএ। একই সঙ্গে বিবিসিসিআইকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কথা বলা হয়। সম্প্রতি গুলশানে বিজিএমইএ পিআর অফিসে সাক্ষাৎকালে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদকে এ আহ্বান জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এসময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, বিবিসিসিআই উত্তর পূর্ব অঞ্চল সভাপতি মাহতাব মিয়া, বেঙ্গল ডাচ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জি আর চৌধুরী এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলামও উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_DS_Exports__1638593613.jpg

The Daily Star
Exports surge in Nov, fetch another $4b Bangladesh's exports surged in November as it raked in $4.04 billion, reflecting the strong demand for apparels from the country following reopening of US and European economies from the severe fallout of Covid-19, official figures showed yesterday. Faruque Hassan, president of BGMEA, said the shipment of apparel items had started soaring since September. "The garment shipment will continue to grow up to next January as we are already booked with an increased volume of orders from international retailers and brands." He expects garment shipment to grow by at least 30 per cent year-on-year at the end of the current fiscal year.

uploads/trade_daily/digest_photo_B_Post_Japan_S_Korea__1638593613.jpg

The Business Post
Japan, S Korea can be Bangladesh’s next big apparel markets BGMEA President Faruque Hassan said they were focusing on boosting their presence in the Asian market. “Japan and Korea are our top priority. As part of our apparel diplomacy, we have already met ambassadors of both countries and expressed our interest. Now we need roadshows and business dialogues,” he said, hoping to arrange roadshows in Japan and Korea next year. Bangladesh currently enjoys duty-free access to Japan, and the government is trying to sign a preferential trade agreement or free trade area agreement with Korea.

uploads/trade_daily/digest_photo_Ajker_pottrika_Brazil_edit__1638593613.jpg

আজকের পত্রিকা
ব্রাজিলে বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা ‘মারকোসুর’-এর শুল্ক ব্যবস্থা এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘রপ্তানি বাজার সম্প্রসারণে আমরা বেশ আগে থেকেই লাতিন আমেরিকার ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, মেক্সিকোসহ বিভিন্ন দেশের আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে শুল্কজনিত বাধা এবং অতিরিক্ত শুল্কের কারণে এসব দেশে রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না।’ ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে উল্লেখ করে বিজিএমইএ সহসভাপতি আরও বলেন, ‘ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে রপ্তানির ক্ষেত্রে এ অঞ্চলের বাণিজ্য জোট মারকোসুরের যৌথ কাস্টমস ইউনিয়নের একটি বড় বাধা রয়েছে। আমাদের পক্ষ থেকে এ বাধা অতিক্রমের জন্য “অ্যাপারেলস ডিপ্লোমেসি” চালানো হচ্ছে। তবে বিষয়টিতে সরকারের জরুরি কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন।’

uploads/trade_daily/digest_photo_KK_Omicrown_export__1638593613.jpg

কালের কন্ঠ
ওমিক্রন নিয়ে শঙ্কা পোশাক মালিকদের: রপ্তানি আয় বেড়েছে ৩১% প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের রপ্তানি আয় ভালো হওয়ায় রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘বিগত কয়েক মাসে রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হলেও আমাদের কারখানাগুলো অতিমারির ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। ওমিক্রন ভেরিয়েন্টের আগমনে বৈশ্বিক অর্থনীতি এরই মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গত বছরের মতো এই বছরেও বড়দিনের বিক্রি ক্ষতিগ্রস্ত হলে কারখানাগুলো তাদের উৎপাদন চালিয়ে নিতে হুমকির মধ্যে পড়বে।’

uploads/trade_daily/digest_photo_S_News_Russia__1638593613.jpg

সময় নিউজ২৪
রাশিয়ায় বাজার সম্প্রসারণে সহযোগিতা চায় বিজিএমইএ রাজধানীর গুলশানে বিজিএমইএ এর জনসংযোগ কার্যালয়ে ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি। এসময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী ও রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্তন ভেরেশচাগিন উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রাশিয়া একটি সম্ভাবনাময়ী বাজার। এ বাজারে বাংলাদেশের পোশাকজাতীয় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু রাশিয়ায় পোশাক রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে লেনদেন এবং শুল্ক জটিলতা।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_Export__1638593613.jpg

বণিক বার্তা
রফতানিতে ওভেন পোশাকের অংশ কমছে বাড়ছে নিটওয়্যারের বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বণিক বার্তাকে বলেন, মোট রফতানিতে নিট ও ওভেন পোশাকের অংশগ্রহণের সাম্প্রতিক চিত্রে কভিডের অবদান আছে। কভিড-পরবর্তী পোশাকের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আবাসস্থলে আবদ্ধ থাকার ফলে বাইরে পরিধানের পোশাক অর্থাৎ ওভেন পোশাকের ব্যবহার কমিয়ে দিয়েছে। অন্যদিকে একই কারণে বেড়েছে নিট পোশাকের। তবে ম্যান মেড ফাইবার বা কৃত্রিম তন্তুজাত পোশাকের ব্যবহার বেড়েছে। যার মধ্যে অনেক পণ্য নিটওয়্যার হিসেবেই গণ্য হচ্ছে। এ ধারাও ওভেনের অংশ কমিয়ে দিচ্ছে মোট রফতানিতে। মানুষ এখন ইজি ক্লদিং ব্যবহারের দিকে বেশি মনোযোগী। এর প্রভাবও দেখা যাচ্ছে।

uploads/trade_daily/digest_photo_sangbad_5_months__1638593613.jpg

সংবাদ
পাঁচ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ২০২১ সালের অক্টোবরে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি করেছি এবং নভেম্বরে সেটি ৩ দশমিক ২ ডলারে নেমে এসেছে। যদিও সাধারণত একই বছরের পর পর মাসের রপ্তানির মধ্যে তুলনা করা হয় না, কেননা এটি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তিনি বলেন, টেক্সটাইল, ডাইস ও রাসায়নিকসহ অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। ফ্রেইট খরচ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এটা স্পষ্ট যে, রপ্তানি মূল্যের যে আপাত বৃদ্ধি হয়েছে, তা মূলত কাঁচামালের মূল্য বৃদ্ধি জনিত ব্যয়কে সমন্বয় করেছে। সুতরাং যে রপ্তানি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, তা কোনভাবেই প্রকৃত প্রবৃদ্ধি নয়।

uploads/trade_daily/digest_photo_KK_Business_easy__1638593613.jpg

কালের কন্ঠ
ব্যবসা সহজীকরণে আরো জোর দেওয়ার তাগিদ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ২৫ বছরে বেশ ইতিবাচকভাবেই এগিয়েছে। এ সময় বিপুল পরিমাণ বিনিয়োগও এসেছে। এই বাণিজ্য আরো বাড়ানোর সম্ভাবনা আছে। তবে এ জন্য বাংলাদেশকে ব্যবসা সহজীকরণসহ শ্রম অধিকার নিশ্চিত করতে আরো গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।