BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 27, 2022

uploads/trade_daily/digest_photo_P_Alo_edit__1656306309.jpg
প্রথম আলো
জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাংকফুর্টের মেসেতে চার দিনব্যাপী (২১ থেকে ২৪ জুন) প্রযুক্তিগত টেক্সটাইল আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। এতে বাংলাদেশসহ পৃথিবীর ৬৩ দেশের মোট ২ হাজার ৩০০টি টেক্সটাইল কোম্পানি ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান অংশ নেয়। ২১ জুন মেলার প্রথম দিনে বিকেলে বিজিএমইএ’র প্রতিনিধিরা একটি প্রেস কনফারেন্স মিলিত হন। বিজিএমইএ’র সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘এ মুহূর্তে দরকার আমাদের পোশাক খাতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটানো। শ্রমিকদের ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় উন্নত অবকাঠামো ও প্রযুক্তি ব্যবহার করা।’
uploads/trade_daily/digest_photo_BSS__1656306309.jpg

BSS
'Techtextil' fair opens door to $200b technical textile market The participation of Bangladeshi companies in 'Techtextil 2022' for the first time has opened the door to export high-value technical textile products in the US$200 billion global technical textile market.Techtextil and Heimtextil fairs were held from 21 to 24 June in Frankfurt, Germany, said a press release.An official press conference was organized on the occasion on 22 June 2022. BGMEA Vice President Shahidullah Azim and representatives of all the participating companies were present at the press conference.

uploads/trade_daily/digest_photo_Samakal_LDC__1656306309.jpg

সমকাল
এলডিসি সুবিধা অব্যাহত থাকার আশা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পরও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় অগ্রাধিকারমূলক সুবিধা আরও কয়েক বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ, সম্প্রতি ডব্লিউটিওর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে সব দেশ একমত হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ডব্লিউটিওর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। সংবাদ সম্মেলনে ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_DS_bangladesh_bank_bb__1656306309.jpg

The Daily Star
Bangladesh Bank updates environmental, social risk management guideline The Bangladesh Bank yesterday published the updated version of its guideline on environmental and social risk management (ESRM) for banks and financial institutions to help the country attain development goals and address the sustainability agenda in the financial sector. The central bank released the ESRM guideline in 2017.

uploads/trade_daily/digest_photo_DT_holding__1656306309.jpeg

The Dhaka Tribune
Editorial: Holding buyers accountable It is excellent news to learn that the much-awaited employment injury scheme (EIS) was launched in the country's readymade garment (RMG) sector. The question here is this: Where is the response from the foreign buyers who buy our RMG products? It is indeed very disappointing that, nearly a decade removed from the Rana Plaza disaster, since which Bangladesh has made a concerted effort to better its RMG industry across all avenues, buyers continue to be reluctant to pay a just and fair price for our RMG products. Buyers can no longer be allowed to be hypocritical, expecting higher standards and better working conditions across the industry, but refusing to hold up their end of the bargain through higher prices.

uploads/trade_daily/digest_photo_J_NEWS_edit__1656306309.jpg

জাগো নিউজ২৪
ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ করোনা মহামারীর কারনে দুই বছর বন্ধ থাকার পর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে চার দিনের গ্রীষ্মকালীন বিশেষ হোম টেক্সটাইল এবং টেক টেক্সটাইল মেলা।এ বছর ৬৩টি দেশ থেকে প্রায় দুই হাজার তিনশটি কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এ মেলায় অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ থেকে নোমান টেরি টাওয়েল, যাবের যুবায়ের ফেব্রিক্স, মম টেক্স এক্সপো, শাবাব ফেব্রিক্সহ কয়েকটি কোম্পানি অংশ নিয়েছিল। এছাড়া বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশের একটি ব্যবসায়িক দল প্রথমবারের মতো এ মেলায় অংশ নেয়। তাছাড়া, বিশেষ এ মেলায় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল।

uploads/trade_daily/digest_photo_TBS_ctg_customs__1656306309.jpg

The Business Standard
C&F agents will go on strike on June 28, 29 C&F agents will observe a full-day strike on 28 and 29 June at all customs stations in the country, including Chittagong Custom House, initiated by the Federation of Bangladesh Customs Clearing and Forwarding Agents Association to realize various demands, including amendment of Licensing Rules-2020 by the National Board of Revenue (NBR).

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_ist__1656306309.jpg

বণিক বার্তা
প্রথমার্ধে রেকর্ড বস্ত্র ও পোশাক রফতানি ভিয়েতনামের চলতি বছরের প্রথমার্ধে বস্ত্র ও পোশাক রফতানি রেকর্ড সর্বোচ্চে দাঁড়াতে পারে। সম্প্রতি ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভু ডুক গিয়াং জানান, জানুয়ারি থেকে জুনের মধ্যে ভিয়েতনামের বস্ত্র ও পোশাক রফতানি ২ হাজার ২০০ কোটি ডলার ছাড়াতে পারে। এমনটা হলে তা হবে ছয় মাসের সময়সীমায় দেশটির ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ রফতানি। খবর নিক্কেই এশিয়া।

uploads/trade_daily/digest_photo_P_Alo_dollar_edit__1656306309.jpg

প্রথম আলো
ডলার–সংকট: ব্যাংকে ডলার ১০০ টাকা ছুঁই ছুঁই আমদানি খরচ বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে মার্কিন ডলারের চরম সংকট তৈরি হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এ জন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। এরপরও যেন কিছুতেই বাগে আসছে না ডলারের তেজি ভাব। বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, বাজারে তার চেয়ে ৩-‍৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_P_Alo_rupee_edit__1656306309.jpg

প্রথম আলো
রুপির পড়তি মান নিয়ে ভারতে শঙ্কা ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা রুপির মান ক্রমেই কমছে। তবে শুধু রুপি নয়, দক্ষিণ এশিয়াসহ অনেক দেশেই ডলারের সাপেক্ষে স্থানীয় মুদ্রার মান পড়ছে। ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি।বিশ্লেষকদের মতে, এ মুহূর্তে ডলারের সাপেক্ষে অন্যান্য মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ থাকলেও প্রধান কারণ দুটি। এক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পেট্রোলিয়াম থেকে রকমারি পণ্য—সবকিছুরই দাম বেড়েছে। অর্থাৎ ডলারের অঙ্কে সেই পণ্যগুলোর দাম বেড়েছে।