BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 01, 2024

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-01_at_12.44.37_AM__1727765445.jpeg
প্রথম আলো
শ্রমিক–কর্মচারীদের পাশাপাশি কারখানার নিরাপত্তা চাইলেন সাভারের আশুলিয়ার কয়েকজন তৈরি পোশাকশিল্পমালিক। তাঁরা বলেছেন, অন্যায় দাবি ও গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। একেক দিন একেক কারখানার শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে বের হয়ে যাচ্ছেন। তারপর তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিচ্ছেন। এভাবে চলতে থাকলে কারখানা রুগ্‌ণ হয়ে যাবে। তাতে বিপুলসংখ্যক শ্রমিক বেকার হবেন। রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি তৈরি পোশাকশিল্পের মালিক। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি আসিফ আশরাফ, পরিচালক মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, ডেকো লিগেসির ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন প্রমুখ।
uploads/trade_daily/digest_photo_Bonik'__1727765445.jpg

বণিক বার্তা
নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান : আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএর দুঃখ প্রকাশ আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।সংঘর্ষের ঘটনায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে নিহত শ্রমিক কাউসার হোসেন খাঁনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী তার সকল পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে। বিজিএমইএ পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে।

uploads/trade_daily/digest_photo_J_news__1727765445.jpg

জাগো নিউজ২৪
Apparel exports rise by 2.88% in July Abdullah Hill Rakib, Acting President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), described the growth as a positive start to the fiscal year but expressed concern over labour unrest that lasted for three weeks. "Production has been disrupted for over 20 days in Savar and Ashulia due to labour protests, leading to delays in shipments," Rakib said. Exporters have been forced to use air transport, which adds significant costs, he added. “We have to wait to comment on the future direction of export growth,” he said.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-01_at_1.47.37_AM__1727768879.jpeg

সমকাল
অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সেবা গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর্থিক সেবার বিভিন্ন প্লাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আনা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সাধারণ মানুষ সেবা প্রদানকারীর কাছে না গিয়ে যত বেশি সেবা অটোমেটেড পদ্ধতিতে পাবেন ততই দুর্নীতি কমবে। সোমবার অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে সহজে ও সাশ্রয়ীভাবে প্রদানের জন্য তৈরি করা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা আজ। তিনি বলেন, উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্লাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখার জন্য দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে।

uploads/trade_daily/digest_photo_S_Alo__1727765445.jpg

সময়ের আলো
নিহত গার্মেন্টস শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিল বিজিএমইএ আশুলিয়ায় সংঘর্ষে নিহত শ্রমিক কাউসার হোসেন খাঁনের পরিবারকে তাৎক্ষনিক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিল পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী তার সকল পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও কামনা করা হয়। বিজিএমইএ’র পক্ষ থেকে আরো জানানো হয়, সংঘর্ষের ঘটনায় আহত আইন-শৃঙ্খলা বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে নিহত শ্রমিক, কাউসার হোসেন খাঁনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী তার সকল পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে।

uploads/trade_daily/digest_photo_kk__1727765445.jpg

কালের কন্ঠ
ব্যাবসায়িক পরিবেশ উন্নত করতে সংস্কারের রূপরেখা দিল ফিকি দেশে বিনিয়োগ ও ব্যাবসায়িক পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের একটি রূপরেখা দিয়েছে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। এ নিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ফিকি প্রতিনিধিদলের মধ্যে গত রবিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফিকির নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি জাভেদ আখতার। বৈঠকে ড. সালেহউদ্দিন সার্বিক সহযোগিতার জন্য ফিকিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেন।