BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 04, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-04_at_12.12.04_PM__1762237446.jpeg
প্রথম আলো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রথম আলো বাংলাদেশের রপ্তানি খাতের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর এই তালিকা তৈরি করেছে। এনবিআরের পরিসংখ্যান থেকে স্থানীয় বা প্রচ্ছন্ন রপ্তানি ও নমুনা রপ্তানি বাদ দিয়ে প্রকৃত রপ্তানির হিসাব নেওয়া হয়েছে। জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বন, ‘এটি খুবই ইতিবাচক যে আমাদের দেশের কয়েকটি কোম্পানি অর্ধবিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি যদি ভ্যালু অ্যাডেড বা বেশি মূল্যের পোশাক উৎপাদনে নজর দেয়, তাহলে কোম্পানিগুলোর এই অগ্রগতি টেকসই হবে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট-বড় সব ব্যবসায়ীর জন্যই রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। স্থিতিশীলতা থাকলেই ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী হন। সে জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন লাগবে।
uploads/trade_daily/digest_photo_bonik__1762237446.jpg

বণিক বার্তা
তিন মাস ধরে কমছে রফতানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে ৭.৪৩ শতাংশ এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অতিরিক্ত শুল্ক আরোপ ইস্যুতে জুলাই ও আগস্টে আমাদের রফতানি খাত কিছুটা চাপে ছিল। সেটির প্রভাব সেপ্টেম্বরেও কিছুটা মেনে নেয়া যায়। কিন্তু অক্টোবরে এসে আমাদের রফতানি এতটা কমে যাওয়া অবশ্যই ‍অ্যালার্মিং। এ বিষয়ে আমাদের নীতিনির্ধারকদের সতর্ক হওয়া দরকার।’ রাইজিং ফ্যাশনস লিমিটেডের এ ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে রফতানিমুখী অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপি হয়ে যাওয়ায় অনেক উদ্যোক্তা কাঁচামাল আমদানি করতে পারছেন না। ব্যাংক ঋণের সুদহারও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা খুবই কঠিন।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-04_at_11.14.27_AM__1762237446.jpeg

দৈনিক আমাদের সময়
নগদ টাকার চাহিদা মেটাতে রপ্তানিকারকদের নতুন সুবিধা : বৈদেশিক মুদ্রা সোয়াপ করে টাকা তোলা যাবে রপ্তানিকারকদের নগদ টাকার চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রা ও টাকা সোয়াপ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা (ডলার, ইউরো ইত্যাদি) না ভাঙিয়ে তার বিপরীতে টাকার সুবিধা নিতে পারবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সোয়াপ হলো- এমন এক ধরনের চুক্তি, যেখানে রপ্তানিকারক সাময়িকভাবে তার বৈদেশিক মুদ্রা ব্যাংককে দেবে এবং নির্দিষ্ট সময় পর একই পরিমাণ মুদ্রা ফেরত নেবে। এই সময়ের মধ্যে ওই টাকার সুবিধা ব্যবহার করতে পারবে রপ্তানিকারক। অর্থাৎ রপ্তানিকারক ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা ধরে রাখার পাশাপাশি টাকাও পাবেন, যা ব্যবসার নগদ সংকট কাটাতে সহায়তা করবে।

uploads/trade_daily/digest_photo_fe__1762237446.jpg

The Financial Express
Fast transition to elected govt will restore investor trust : Business leaders tell FE roundtable on business climate Speaking at a roundtable Monday in Dhaka, they also said reforms aligned with entrepreneurs' needs are to boost business confidence and ensure sustained private-sector growth. Shams Mahmud, president of BTCCI, said, "The interim government has introduced several reforms, but none is yet visible. It's time to pause further policy changes and focus on holding the election so an elected government can take up reforms with legitimacy." Inamul Haq Khan, Senior Vice-President of BGMEA, stressed that the transition from LDC status poses "existential challenges" for the sector, which contributes the highest share to the country's export earnings. "We must make sure that we get three years' time for LDC graduation. That is going to help us to actually sustain and survive," he said. Sharif Zahir, Chairman of United Commercial Bank (UCB), called for introduction of a 'fast-track' mechanism to expedite the resolution of non-performing loan (NPL) cases.

uploads/trade_daily/digest_photo_n_age__1762237446.jpg

The New Age
Exports decline for 3rd month Md Shehab Udduza Chowdhury, vice president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said the main reasons for the decline were buyers cutting back on orders amid fears of political instability before the election. ‘Moreover, the Chinese exporters redirecting their shipments to Europe to avoid high US tariffs, leading to a squeeze on Bangladesh’s market share, and Exporters struggling to open back-to-back letters of credit due to liquidity problems in troubled banks,’ he added. He also said that the buyers were slightly reducing orders as they don’t want to take full risk ahead of the February election.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-04_at_11.00.20_AM__1762237446.jpeg

দৈনিক ইত্তেফাক
টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা টানা তৃতীয় মাসের মতো অক্টোবরেও কমেছে বাংলাদেশের পণ্য রপ্তানি আয়। আগের বছরের একই সময়ের তুলনায় এই হ্রাসের হার ৭.৪৩ শতাংশ। রপ্তানিকারকরা আশঙ্কা করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক এবং ব্যাংক খাতের চলমান সংকটের কারণে সামনের মাসগুলোতেও রপ্তানি আয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে না। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম.এ. রহিম ফিরোজ বলেন, “আমাদের অর্ডার আগের তুলনায় অনেক কমে গেছে। বড় ক্রেতারাও অর্ডার কমিয়েছে। এর ফলে নিটিং ও ডাইং ইউনিটের কাজও কমে গেছে। আগামী নির্বাচনের আগে অর্ডারের প্রবাহ বাড়ার সম্ভাবনা নেই।” বিজিএমইএ সহ সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, “পোশাক রপ্তানি কমার তিনটি প্রধান কারণ—নির্বাচনকালীন অস্থিরতার আশঙ্কায় ক্রয়াদেশ কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে চীনা রপ্তানিকারকরা ইউরোপীয় বাজারে প্রবেশ করার ফলে বাংলাদেশের অর্ডার কমে যাওয়া, এবং সমস্যাগ্রস্ত ব্যাংকের কারণে ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে না পারা।”

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-04_at_11.22.49_AM__1762237446.jpeg

The Daily Star
Exports fall for third consecutive month The country's merchandise shipments declined for a third month in a row in October, dropping 7.43 percent year-on-year to $3.82 billion, according to official data. The slowdown comes as global economic headwinds and uncertainty over United States trade policy weigh on the country's crucial garment sector. Faisal Samad, director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said demand for apparel slowed as US retailers and brands built up stocks between April and August to avoid higher tariff rates. He said domestic issues, including gas supply shortages in factories, high bank interest rates and the recent fire at Dhaka airport, had affected the shipments.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-04_at_10.51.59_AM__1762237446.jpeg

সমকাল
রপ্তানি কমলো টানা তিন মাস তৈরি পোশাকের এ পরিস্থিতির কারণ প্রসঙ্গে এ খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দীন আহমেদ গতকাল সমকালকে বলেন, পোশাকের রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চীনের আগ্রাসী রপ্তানি। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যে উচ্চ শুল্কের কারণে তারা অত্যন্ত কম দামে এখন ইইউর দেশগুলোতে রপ্তানি করছে। এ কারণে সেখানে বাংলাদেশের রপ্তানি কমছে। তিনি জানান, তৈরি পোশাকের দুই ধরনের পণ্য রয়েছে। নেভার আউট অব স্টক (এনওএস) এবং ফ্যাশন পণ্য। এনওএস ক্যাটেগরির পণ্য সারাবছর চলে। এসব পণ্যে তাৎক্ষণিক দর কমিয়ে বাজার দখলে নেওয়া চীনের জন্য সহজ। কারণ তাদের নিজস্ব সব ধরনের কাঁচামাল আছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন তাদের শুল্ক কমে আসার পর পরিস্থিতি হয়তো এ রকম থাকবে না। তবে সার্বিকভাবে এখন লিন সিজন। এ সময় সাধারণত পোশাকের চাহিদা কমই থাকে। আগামী জানুয়ারি পর্যন্ত এ অবস্থা চলতে পারে। আর আলাদা করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি মন্দ নয়।

uploads/trade_daily/digest_photo_ajker__1762237446.jpg

আজকের পত্রিকা
বৈদেশিক বাণিজ্য: দেশে চীনের ব্যাংক চান ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটির সঙ্গে এখন বাংলাদেশের বার্ষিক আমদানি-রপ্তানি ১৭ বিলিয়ন ডলারের বেশি। তবে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের বাণিজ্যিক ব্যাংক থাকলেও চীনের কোনো ব্যাংক নেই বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা-বাণিজ্যে সহায়তার জন্য একটি চীনা বাণিজ্যিক ব্যাংক হওয়া জরুরি। তাঁদের যুক্তি, এতে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করা গেলে ডলার সাশ্রয় হবে। তবে অর্থনীতিবিদের মতে, চীনা ব্যাংক যদি আসেও, তারা কী সেবা দেবে, তার ওপরই মূলত এর কার্যকারিতা নির্ভর করবে। ইউয়ানের স্বল্পতাও একটা সীমাবদ্ধতা। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ চীনা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে চীনা দূতাবাসে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

uploads/trade_daily/digest_photo_kk__1762237446.jpg

কালের কন্ঠ
নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার উন্নতি হবে না নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশেরও উন্নতি হবে না, অর্থনীতিতেও গতি ফিরবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। শ্রম আইন এবং শ্রমিক সংগঠন গঠনের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যুর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আগামী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার সুপারিশ করেছেন তাঁরা। আর জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদনের জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে গুলশানের একটি হোটেলে ইংরেজি দৈনিক ফিন্যানশিয়াল এক্সপ্রেস আয়োজিত অর্থনৈতিক সংস্কারবিষয়ক এক সেমিনারে এ কথাগুলো বলেন ব্যবসায়ীরা।