বিজিএমইএ তৈরি পোশাক শিল্পে দক্ষতা উন্নয়ন বিষয়ে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। দক্ষতা উন্নয়নে বিজিএমইএ’র গৃহীত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে এসইআইপি প্রজেক্ট, যা এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয় ও বিজিএমইএ কর্তৃক পরিচালিত হচ্ছে । এই প্রকল্পের আওতায় বর্তমানে সারা দেশে ৫০ এরও অধিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বিশেষ করে নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কারখানায় তাদেরকে চাকুরী দেয়া হচ্ছে। এর বাইরেও বিজিএমইএ পেশাগত নিরাপত্তা ও ঝুঁকি বিষয়ে আরও কিছু প্রকল্প নিয়ে কাজ করছে। উন্নয়ন সহযোগীগণ, স্থানীয় বেসরকারী সংগঠনসমূহ ও ইন্ডাষ্ট্রি একাডেমিয়া’দের সহায়তায় বিজিএমইএ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ থেকে প্রকল্পগুলোর সার্বিক তদারকি ও পর্যালোচনা করছেন পরিচালক আসিফ ইব্রাহিম।