BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

January 20, 2022

uploads/trade_daily/digest_photo_DS_BGMEa__1642654368.jpg
The Daily Star
Faruque Hassan, president of BGMEA, has requested German clothing brand KiK to support and collaborate with their suppliers in the country to build their capacities in manufacturing apparel products. The leader of the garment makers' platform made the call at a meeting with Ansgar Lohmann, head of corporate social responsibility of KiK Textilien, and Nadine Reifenrath, social compliance manager, at the BGMEA Gulshan office in Dhaka.
uploads/trade_daily/digest_photo_TBS_BGMEA__1642654368.jpg

The Business Standard
DelMorgan willing to support BGMEA in strategic financial requirements Dr Samir Asaf, managing director of DelMorgan and Co, paid a courtesy call on BGMEA President Faruque Hassan at BGMEA's PR office in Gulshan in the capital on 19 January. They discussed different issues including the future growth potential in the RMG sector of Bangladesh.DelMorgan and Co, a US-based investment bank, expressed interest in exploring opportunities to work together in support of BGMEA members' strategic financial requirements.

uploads/trade_daily/digest_photo_Inquilab__1642654368.jpg

ইনকিলাব
রফতানির পালে নতুন হাওয়া জানতে চাইলে রফতানিমুখী তৈরী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সাধারণত যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় দেশগুলো পোশাক রফতানির প্রচলিত বাজার হিসেবে পরিচিত। এর বাইরে চিলি, চীন, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার বাজার পোশাক রফতানির নতুন বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ দেশগুলোতে পোশাক রফতানি গাণিতিক হারে বাড়ছে। ডেনিম এক্সপার্ট লিমিটেড ও বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, ওমিক্রনের কারণে বায়াররা ডেলিভারি স্লো করে দিয়েছেন। তবে ভালো খবর হলো এখন পর্যন্ত দেশের পোশাক খাতে কোনো অর্ডার বাতিল হয়নি। ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি ও বিজিএমইএর সহ-সভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, ওমিক্রনের কারণে গত ডিসেম্বর থেকেই অর্ডার কমে আসছে। অর্ডার এখন কমলেও আমাদের সমস্যা নেই। কারণ আমাদের কাছে যে অর্ডার রয়েছে, তা দিয়ে আগামী জুন পর্যন্ত কাজ করতে পারব।

uploads/trade_daily/digest_photo_N_Age_RMG_Exports__1642654368.jpg

The New Age
RMG exports increases by 24pc in non-traditional market Apparel sector is steadily expanding its exports in the non-traditional market as the shipment of clothes to such destinations has increased by 24.26 per cent in the first six months of the current fiscal year 2021-22.Taking to BSS, BGMEA president Faruque Hassan said that garment exports to non-tradition markets, such as Australia, Brazil, Mexico, Turkey, South Africa and Russia, are growing rapidly. At present, entrepreneurs are very interested for exporting garments to new markets, but BGMEA is encouraging them not to rely totally on this market, he said. For consolidating the Bangladesh’s position in these new export destinations, the BGMAE president suggested increasing cash incentive to 5 per cent from existing 4 per cent.

uploads/trade_daily/digest_photo_Ajker_pottrika__1642654368.jpg

আজকের পত্রিকা
আমদানিতে ব্যয় বাড়ল ২০ শতাংশ আমদানি ব্যয় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক মালিক ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহসভাপতি শহীদউল্লাহ আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার পরে আমাদের অর্থনীতি দ্রুত সময়ে ঘুরে দাঁড়াচ্ছে। শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোদমে চালু হয়েছে। আমাদের পোশাক খাতে কার্যাদেশ বেড়েছে। এতে বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি বেড়ে গেছে। বেড়েছে অন্যান্য পণ্যের আমদানিও। এমনকি আমাদের নতুন করে এলসি খোলার হার বেড়েছে। আর আমদানি ও রপ্তানি দুটোই বেড়ে যাওয়ায় বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না।’

uploads/trade_daily/digest_photo_D_Rupanror_container__1642654368.jpg

দেশ রুপান্তর
চিঠিতে সাড়া নেই আমদানিকারকদের: অপারেশনাল কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা ইয়ার্ডে জমে থাকা আমদানি পণ্যের কন্টেইনার নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দ্রুত পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকদের চিঠি দিয়েও আশানুরূপ সাড়া মিলছে না। বর্তমানে ধারণ ক্ষমতার ৮৪ শতাংশের বেশি কন্টেইনার জমেছে সেখানে। ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। বন্দর কর্মকর্তারা বলছেন, সপ্তাহের তিন দিনই স্বাভাবিকের তুলনায় অনেক কম কন্টেইনার ডেলিভারি নিচ্ছেন আমদানিকারকরা। বিশেষ করে বন্ধের দিনগুলোতে আমদানি পণ্য ডেলিভারি কম হচ্ছে। ফলে বন্দর ইয়ার্ডে কন্টেইনারের পরিমাণ বাড়ছে।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_6_mon__1642654368.jpg

বণিক বার্তা
ছয় মাসে গার্মেন্ট শ্রমিকদের ১৮ কোটি টাকা সহায়তা প্রদান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শতভাগ রফতানিমুখী গার্মেন্ট শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে সহায়তা হিসেবে গত ছয় মাসে ১৮ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা দেয়া হয়েছে। শ্রমিকের মৃত্যুজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় এসব সহায়তা দেয়া হয়। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. সেলিনা আক্তার এ তথ্য জানান।

uploads/trade_daily/digest_photo_NB_Export__1642654368.jpg

নিউজ বাংলা২৪
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা দাম বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না। গ্যাসের দাম বাড়ালে উৎপাদন খরচ বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে। ব্যাহত হবে শিল্পোৎপাদন।’ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে পাওয়ার, এনার্জি, ইউটিলিটিস বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি। মতিঝিলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যরা। দাম বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না। গ্যাসের দাম বাড়ালে উৎপাদন খরচ বাড়বে, যা শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে। ব্যাহত হবে শিল্পোৎপাদন।’

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_Cip__1642654368.jpg

বণিক বার্তা
আজ সিআইপি কার্ড পাচ্ছেন ১৭৬ ব্যবসায়ী পণ্য রফতানিতে অবদান রাখায় দেশের ১৩৮ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করেছে সরকার। এছাড়া পদাধিকারবলে ট্রেড ক্যাটাগরি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৩৮ পরিচালকও পেয়েছেন সিআইপি মর্যাদা। দুই ধরনের সিআইপি মিলিয়ে ২০১৮ সালের জন্য মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে এরই মধ্যে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।