BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

January 23, 2021

uploads/trade_daily/digest_photo_d1__1611382228.jpg
ইত্তেফাক
করোনা ভাইরাসের প্রভাবে বড় ধাক্কা খেয়েছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২০ সালে গত বছর সব মিলিয়ে রপ্তানি কমেছে ৫৭৩ কোটি ডলার বা প্রায় ৪৮ হাজার ৭০০ কোটি টাকার। এর মধ্যে পোশাক রপ্তানি কমে গেছে ৫৬০ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার ৬১৪ কোটি টাকা। দেশের মোট রপ্তানির ৮৩ শতাংশই আসে পোশাক খাত থেকে। তবে অন্যান্য খাতের পণ্যের তুলনায় গড়ে পোশাক পণ্যের রপ্তানি কমেছে বেশি হারে। সূত্র জানায়, গত বছর পোশাকের দরও কমে গেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২০ সালে নিটওয়্যার পণ্যে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ১২ ধরনের পোশাকের দর কমেছে আগের বছরের (২০১৯ সাল) তুলনায় ৩ দশমিক ৪৭ শতাংশ। আর আট ধরনের ওভেন পোশাকের রপ্তানি মূল্য কমেছে গড়ে ১ শতাংশ।
uploads/trade_daily/digest_photo_d2__1611382228.jpg

Sourcing Journal
Upstream Focus: In Conversation with BGMEA’s Faisal Samad Upstream Focus is Sourcing Journal’s series of conversations with suppliers, associations and sourcing professionals to get their insights on the state of sourcing, innovations in manufacturing and how to improve operations. In this Q&A, Faisal Samad, senior vice president of BGMEA, shares his perspective on retailer-manufacturer relationships and the outlook for Bangladesh’s garment producers. To read the news in PDF: https://www.tinyurl.com/FaisalSamad

uploads/trade_daily/digest_photo_d_sourcing_journal__1611382228.jpg

ইত্তেফাক
বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্রধান এ বি এম সামছুদ্দিন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের আগামী নির্বাচনে ফোরামের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন এ বি এম সামছুদ্দিন। গতকাল শুক্রবার ফোরাম নেতাদের এক বৈঠকে তাকে নির্বাচিত করা হয়। এ বি এম সামছুদ্দিন বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হান্নান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। দেশের পোশাক রপ্তানি বিশেষ করে সোয়েটার খাতে তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। পোশাকশিল্প খাতের বিভিন্ন দুর্যোগকালে তিনি সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব দুর্যোগ মোকাবিলা করেছেন। উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সংগঠনটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ফোরামের নেতা রুবানা হক।

uploads/trade_daily/digest_photo_d3__1611382228.jpg

প্রথম আলো
রুগ্ন কারখানার মালিকেরা সহজে মুক্তি পাচ্ছে না দেড় থেকে আড়াই দশক আগে ব্যবসা থেকে ছিটকে গেলেও ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেননি ১৩৩ তৈরি পোশাক কারখানার মালিকেরা। দীর্ঘদিন ধরে তাঁদের ঋণ ও সুদ মওকুফ করতে নানামুখী চেষ্টা-তদবির করছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে সরকার এখনই রুগ্‌ণ কারখানার মালিকদের ঋণ অবসায়নে আগ্রহ দেখাচ্ছে না। বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল বলেন, পোশাকশিল্পের ৯৮ শতাংশই দেশীয় উদ্যোক্তা। বিদেশিরা খাতটিতে আসতে চায় না। কারণ, ব্যবস্থাপনা খুবই জটিল। তাই নৈতিকভাবেই পোশাকশিল্পের অসফল উদ্যোক্তাদের সহায়তা করা দরকার। তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসায়ীদের জন্য এক্সিট পলিসি করার উদ্যোগ নিয়েছি। সরকারি-বেসরকারি পর্যায়ে দুটি ওয়ার্কিং কমিটি করা হয়েছে।’

uploads/trade_daily/digest_photo_Jugantor__1611382228.jpg

যুগান্তর
ব্যবসাবান্ধব নীতির অভাব: নয়া বিনিয়োগ তলানিতে পিছিয়ে উদ্যোক্তারা অর্থনীতিতে বিশ্বের সম্ভাবনাময় দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। রয়েছে বিশাল শ্রমশক্তি। উৎপাদিত পণ্য বিপণনে রপ্তানি ও দেশের ভেতরে রয়েছে বিশাল বাজার। কিন্তু সুনির্দিষ্ট কিছু প্রতিবন্ধকতায় সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। প্রতিযোগীদের তুলনায় প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ব্যবসাবান্ধব পলিসির অভাব। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসায় খরচ অত্যন্ত বেশি। বিভিন্ন জটিলতায় সময়ও বেশি লাগে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে, শিল্পোদ্যোক্তাদের দিক থেকে ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। সহজ ব্যবসা করা সংক্রান্ত বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে ১৭৬তম অবস্থানে বাংলাদেশ।

uploads/trade_daily/digest_photo_USA__1611382228.jpg

সমকাল
বাইডেন প্রশাসনের কাছে জিএসপি চাইবে বাংলাদেশ: ইউএসটিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের পরপরই সে দেশে স্থগিত থাকা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি ফিরে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে এ সুবিধা চাইবে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআরের কাছে এ বিষয়ে শিগগিরই চিঠি দেবে। পাশাপাশি আগামী মার্চ বা এপ্রিলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) বিষয়ক বৈঠকে জিএসপি ফিরে পাওয়ার শর্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, আগামী জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র জিএসপি কর্মসূচির মূল্যায়ন করবে। এর আগে মার্চ অথবা এপ্রিলে টিকফা বৈঠক হতে পারে। তার আগেই জিএসপি সুবিধা পুনর্বহালের অনুরোধ করে যুক্তরাষ্ট্রকে একটি চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_PVt_sector__1611382228.jpg

The Financial Express
Pvt ICDs run at half of capacity: RMG sector avoids off-docks for high charges, inefficiencies Around 50 per cent capacity of the country's 19 private inland container depots has remained unutilized as the government allows them to handle a limited number of imported products, industry insiders said. Private operators identified the duel-delivery system of some 38 imported products both from the port and private ICDs as one of the reasons for unutilized capacity. Earlier, the BGMEA expressed reservations about taking the delivery of import products from private ICDs. BGMEA president Dr Rubana Huq, in a letter to the NBR, alleged private operators have poor infrastructure, machinery, charge high and make unusual delays in delivering import products.

uploads/trade_daily/digest_photo_Turkey__1611382228.jpg

The Financial Express
Turkey keen to establish own economic zone in Bangladesh Turkish investors are keen to establish their own economic zone in Bangladesh with huge investments in energy, health care, ICT, textile and agri-processing sectors, said Turkey's Foreign Economic Relations Board (DEIK) President Nail Olpak. His made the remark at a webinar tiled ‘Turkey and Bangladesh: A New Era in Investment and Trade’, co-hosted by Bangladesh Investment Development Authority (BIDA) and DEIK on Thursday. Mr. Nail said “We are proud to see many prominent Turkish companies have already been investing to Bangladesh and we hope to see more in near-future”. Prime Minister’s Private Industry and Investment Adviser Salman Fazlur Rahman was present at the webinar as Chief Guest.