BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 16, 2021

uploads/trade_daily/digest_photo_BGMEA_BEZA__1615879686.jpeg
BGMEA News
Some 41 apparel manufacturers have got allotment of industrial plots at Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar (BSMSN) to establish garment factories in the park. The Bangladesh Economic Zones Authority (BEZA) signed land lease agreements with the apparel makers who are members of the BGMEA on 15 March. Principal Secretary to the Prime Minister Dr. Ahmad Kaikaus attended the agreement signing ceremony as chief guest. NBR Chairman Abu Hena Md. Rahmatul Muneem, Secretary of Local Government Division Helal Uddin Ahmed, Secretary of the Ministry Md Mustafizur Rahman PAA and BGMEA President Dr. Rubana Huq attended the program as special guests. BEZA Chairman Paban Chowdhury presided over the event. In her address, BGMEA President Dr. Rubana Huq expressed profound gratitude towards the Honorable Prime Minister of Bangladesh for extending government’s support to the RMG industry, especially for setting up a garment village at Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar. Shed thanked BEZA for developing and leasing land to the apparel manufacturers, and urged them to withdraw VAT on the land lease. 
uploads/trade_daily/digest_photo_BGMEA_NEWS_Dr_edit__1615879686.jpg

BGMEA News
Dr. Rubana Huq included in National Human Rights Commission The government has appointed Dr. Rubana Huq, the President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) as a committee member of the Business and Human Rights and Corporate Social Responsibility, NHRCB. With this appointment she is now a part of the National Human Rights Commission of Bangladesh (NHRCB), a national advocacy institution for human rights promotion and protection.

uploads/trade_daily/digest_photo_BD_Pratidin_RMG__1615879686.jpg

বাংলাদেশ প্রতিদিন
তৈরি পোশাকে বিশ্বসেরার হাতছানি করোনা মহামারীর পরও দেশের তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে হটিয়ে আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০তম বছরে এসে এখন বাংলাদেশের গার্মেন্ট শিল্প নতুন এক স্বপ্ন দেখছে। বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে বস্ত্র ও পোশাক খাতে এখন আনুমানিক বিনিয়োগের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলারের মতো। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জনগুলোর মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান অসামান্য। শুধু রপ্তানি আয়ের ৮৩ শতাংশ অর্জনই নয়, ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শিল্পায়নের প্রাথমিক ভিত্তি স্থাপন এবং সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিগত দশকগুলোতে নীরব সৈনিকের ভূমিকা পালন করে চলছে আমাদের গর্বের পোশাক খাত। অর্থাৎ একটি টেকসই শিল্প বিনির্মাণে আমাদের অর্জন অনেক, তবে অনেকটা পথ এখনো আমাদের পাড়ি দিতে হবে। বিশেষ করে শিল্পের সক্ষমতা বৃদ্ধির জায়গায় আমাদের আরও কাজ করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নীতি সহায়তারও প্রয়োজন হবে। বিশেষ করে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং পণ্য ও বাজার বহুমুখীকরণই হবে শিল্পকে টেকসই করার আমাদের প্রধান কৌশল ও করণীয়।

uploads/trade_daily/digest_photo_KK_Loss_edit__1615879686.jpg

কালের কন্ঠ
ক্ষতি পোষানোর স্বপ্নে ফের ধাক্কা রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। ফলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের বাজারে কাঙ্ক্ষিত গতি আসছে না। জানতে চাইলে বিজিএমইএ ড. রুবানা হক কালের কণ্ঠকে বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মুহূর্তে সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং অতি সংক্রমণশীল নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সারা বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এরই মধ্যে লকডাউন বা অবরুদ্ধ অবস্থা জারি করেছে বেশ কয়েকটি দেশ। ইউরোপে আবারও লকডাউন আরোপ করা হলে মৌসুমের বড় বিক্রি হারাবে ক্রেতারা এবং এতে নতুন ক্রয়াদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সেটি হলে অনেক কারখানায়ই প্রয়োজনীয় ক্রয়াদেশ থাকবে না। আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যালোচনা করছি। আমাদের সদস্য কারখানাগুলোকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সার্কুলারের মাধ্যমে আহ্বান জানিয়েছি।’

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_Poshak__1615879686.jpg

বণিক বার্তা
রিয়াজ উদ্দিন, এম নুরুল কাদের ও আনিসুর রহমান সিনহা: পোশাক শিল্পের অগ্রজরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল অনেকটা শূন্য থেকেই। পদ্ধতিগত পশ্চাদপদতায় উৎপাদনশীলতা ছিল কম। রফতানি পণ্য বলতে প্রধানত কৃষিপণ্যকেই বোঝানো হতো। শিল্প খাতেরও বিকাশ হচ্ছিল ধীরগতিতে। সত্তর দশকের শেষভাগের সে স্থবিরতাকে কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের পদযাত্রার সূচনা করেন দুই উদ্যোক্তা—রিয়াজ উদ্দিন ও এম নুরুল কাদের। তাদের গড়ে দেয়া ভিতকে কেন্দ্র করে শিল্পটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন আনিসুর রহমান সিনহা। বৈশ্বিক পর্যায়ে দেশের তৈরি পোশাক শিল্পের আজকের অবস্থান গড়ে দেয়ার পেছনে মোটাদাগে এ তিনজনকেই কৃতিত্ব দিয়ে থাকেন খাতসংশ্লিষ্টরা।

uploads/trade_daily/digest_photo_NEWS_3__1615879686.jpeg

BGMEA News
Dr. Rubana Huq elected in steering committee of UNFCCC Fashion Charter for Climate Action BGMEA President Dr. Rubana Huq has been elected as the supplier representative at the Steering Committee of the Fashion Charter UNFCCC Fashion Charter for Climate Action for 2021-2022 for her continuous support and commitment to climate action. As a steering committee member of this high-level board representing global fashion suppliers, Dr. Huq will be supporting the manufacturers toward meaningful actions across the world. The Fashion Industry Charter for Climate Action was launched at COP24 in Katowice, Poland in December 2018 with an aim to achieve net-zero emissions by 2050.BGMEA signed the charter as a supporting organization back in 2019 with a commitment to support this global initiative and was actively engaged in all the global and national initiatives of this domain. The Fashion Industry Charter for Climate Action goes beyond industry-wide commitments. Work under the Fashion Charter for Climate Action is guided by its mission to drive the fashion industry to net-zero Greenhouse Gas emissions no later than 2050 in line with keeping global warming below 1.5 degrees. It also includes a target of 30% GHG emission reductions by 2030 and a commitment to analyze and set a decarbonization pathway for the fashion industry drawing on methodologies from the Science-Based Targets Initiative. The charter membership has grown to 117 brands, suppliers and retailers and 41 supporting organizations and it is steered by a committee composed of global sustainability leaders. The plans of Working Groups will now be tailored to move from commitments to implementation and the newly formed Steering Committee will be crucial in helping prioritize and plan action-oriented projects from now to COP26 and beyond.

uploads/trade_daily/digest_photo_Samakal_Jemon_edit__1615879686.jpg

সমকাল
সম্পাদকীয় ও মন্তব্য পোশাকশিল্প: যেমন বিজিএমইএ নেতৃত্ব চাই সাম্প্রতিক সময়ে আমরা সাধারণ সদস্যরা একটা সাংগঠনিক পরিবর্তনের হাওয়া অনুভব করছি। আমাদের ভাবমূর্তির অনেকাংশেই উন্নতি ঘটেছে। দুঃখের সঙ্গে স্বীকার করতে হয়, সাধারণ সদস্যদের দেখভাল করার মতো নেতৃত্ব দীর্ঘদিন ছিল না। যখন শ্রমিক অসন্তোষের মতো ঘটনা ঘটত, আমরা কারখানা মালিকরা কাউকে খুঁজে পেতাম না। কিন্তু আসন্ন নির্বাচনের মধ্য দিয়েও আমাদের প্রয়োজন এমন নেতৃত্ব, যারা শিল্পের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারেন। এই নির্বাচনে এমন নেতৃত্ব আসা উচিত, যারা ব্যবসায় বা রপ্তানির সঙ্গে সরাসরি জড়িত। একটা পরিচ্ছন্ন শিল্পবান্ধব বিজিএমইএ গড়তে আমাদের এ ধরনের ভাবধারার নেতৃত্বের বিকল্প নেই।

uploads/trade_daily/digest_photo_Reuters_DS_Fashion__1615879686.jpg

The Reuters
Fashion brands urged to fix 'broken industry' with pledge on workers' pay Fashion brands should fix their “broken industry” by ensuring millions of pandemic-hit workers receive their full wages and by guaranteeing severance pay if jobs are cut, a coalition of more than 200 rights groups said on Monday. The #PayYourWorkers campaign said brands and retailers that made a profit in 2020 - like Nike, Amazon and Next - could stop garment workers “going hungry” and set up a severance fund by paying manufacturers the equivalent of $0.10 more per t-shirt. “This is the minimum brands should do on the way to the living wages which must become the standard of a post-pandemic recovery,” said Ineke Zeldenrust from the Clean Clothes Campaign, a coalition member. 

uploads/trade_daily/digest_photo_N_Age_BD__1615879686.jpg

The New Age
Bangladesh to seek remedy for Indonesia safeguard duty Bangladesh government will seek remedy from safeguard duty imposed by Indonesia on global import of apparel and clothing products as Bangladesh’s export does not harm Indonesian local industry, Bangladesh trade officials said. At a bilateral consultation meeting to be held today on the imposition of safeguard measures on the products, Bangladesh will either seek waiver from payment of the duty or remedial coverage for export losses due to the imposition of the duty, they said. Representatives from foreign ministry, textiles and jute ministry, Bangladesh Trade and Tariff Commission, Bangladesh embassy in Jakarta, Bangladesh Garment Manufacturers and Exporters Association and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association will attend the consultation to be held virtually.

uploads/trade_daily/digest_photo_KK_FACTORY_Shreda__1615879686.jpg

কালের কন্ঠ
সেমিনারে স্রেডার চেয়ারম্যান: কারখানার ছাদে প্যানেল করে উৎপাদন হচ্ছে সৌরবিদ্যুৎ দেশের বিভিন্ন শিল্প-কারখানার অব্যবহৃত ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করছি। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ছাদে সোলার হোম সিস্টেম স্থাপন করা হলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির অবদান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন স্রেডার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল সোমবার রাজধানীর আইইবি ভবনের গোমতী কনফারেন্স হলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ বিষয়ে সেমিনারে এসব কথা বলেন স্রেডার চেয়ারম্যান।

uploads/trade_daily/digest_photo_TBS_serai__1615879686.jpg

the Business Standard
Serai shines global spotlight on Bangladeshi apparel suppliers Serai, the digital B2B platform by HSBC that makes global trade easier, recently ran a two-day virtual event that allowed Bangladeshi RMG manufacturers to showcase new technologies and products to interested global buyers. The interactive event, titled 'Your new sourcing destination, Bangladesh', was participated in by 14 Bangladeshi suppliers, presenting their products to over 30 international buyers and brands from Asia, Europe, Australia and North America, said a press release. "Bangladesh is a key market for Serai and we believe in the potential of its RMG sector. COVID-19 has made it tough for local suppliers to connect with international buyers. This intimate and closed-door event is just one example of how Serai connects buyers, brands, suppliers and manufacturers globally to grow their business." said Vivek Ramachandran, CEO, Serai.

uploads/trade_daily/digest_photo_S_Alo_BGMEA__1615879686.jpg

সময়ের আলো
নিঃস্বার্থভাবে কাজ করার শপথ ফোরাম প্রার্থীদের পোশাক খাতের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করার শপথ করেছেন বিজিএমইএ নির্বাচন-২০২১-এ ফোরাম মনোনীত সব প্রার্থী। রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘ফোরাম পর্ষদের পরিচিতি’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ শপথ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সংসদ সদস্য গাজী মো. শাহনেওয়াজ, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা, ফোরামের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং ফোরামের প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদসহ পোশাক কারখানা মালিকরা উপস্থিত ছিলেন। দেশের পোশাক ব্যবসায়ীদের শীর্ষ জোট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের প্যানেল গঠন করা হয়েছে, যারা নির্বাচিত হলে যেকোনো পরিস্থিতিতে বিজিএমইএ তথা বাংলাদেশের পোশাক খাতকে সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম।

uploads/trade_daily/digest_photo_Jugantor_abnormal__1615879686.jpg

যুগান্তর
অস্বাভাবিক গতিতে বাড়ছে শিল্পের কাঁচামালের দাম শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামালের দাম অব্যাহতভাবে বাড়ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে তুলা, স্টিল, সিমেন্টের কাঁচামাল, অপরিশোধিত তেল এবং বিভিন্ন যন্ত্রাংশ। গত দুই মাসে কোনো কোনো পণ্যের দাম বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ। এতে বেড়ে যাচ্ছে পণ্যের উৎপাদিত খরচ, যা দেশীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে বাড়তি দামের কারণে আগে নেওয়া রপ্তানির অর্ডারগুলো সরবরাহ করা যাচ্ছে না। নতুন অর্ডারও নেওয়া যাচ্ছে না। গত বছরের শুরুতে কিছুটা কমতে থাকে তুলার দাম। কিন্তু জুলাইয়ের পর আবারও বাড়তে থাকে। তখন আন্তর্জাতিক বাজারে প্রতি পাউন্ড তুলার দাম ছিল ৬৩ থেকে ৬৩ দশমিক ৩০ সেন্ট। বর্তমানে প্রতি পাউন্ড তুলা বিক্রি হচ্ছে ৭৯ থেকে ৮০ দশমিক ২৫ সেন্টে। এ হিসাবে মূল্যবৃদ্ধির হার সাড়ে ২৮ শতাংশের বেশি। মূলত চীনা কারখানার মালিকদের অতিরিক্ত আমদানির কারণে তুলার দাম বেড়েছে বলে স্থানীয় সূত্র জানায়। দাম আরও বাড়তে পারে-এমন আশঙ্কায় চীনা আমদানিকারকরা এবার অতিরিক্ত তুলা মজুত করেছেন। 

uploads/trade_daily/digest_photo_FE_Seven__1615879686.jpg

The Financial Express
Seven more sectors to be brought under regulations for minimum wages The government has initially identified seven more industrial sectors to set minimum monthly wages for the workers mainly to bring them under regulations, officials said. The sectors are tiles and ceramic industry, commercial amusement parks, battery manufacturing industry, dried fish, private airlines, stone crushing, and IT park.  At present, there are 43 formal industrial sectors including readymade garment (RMG), tannery, shrimp and pharmaceuticals. The minimum wage board under the labour ministry fixes minimum monthly wages for the workers of these sectors.

uploads/trade_daily/digest_photo_D_Rupantor_17-26__1615879766.jpg

দেশ রুপান্তর
১৭-২৬ মার্চ পর্যন্ত ঢাকায় চলাচল সীমিত রাখার অনুরোধ আগামীকাল ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় কোনো ধরনের সমাবেশ না করার পাশাপাশি চলাচল সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এই সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের নিরাপত্তার স্বার্থেই নগরবাসীকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।