BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 07, 2021

uploads/trade_daily/digest_photo_Gajo_News_italian_ডহিট__1623042924.jpg
জাগো নিউজ২৪.কম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ইতালি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা। রোববার (৬ জুন) বিজিএমইএ অফিসে তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রাষ্ট্রদূত। বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন বিশেষ করে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালন ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতার জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। আলোচনা সভায় বিজিএমইএর সহ-সভাপতি মো. শহীদউল্লাহ আজীম, সহ-সভাপতি মিরান আলী এবং সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
uploads/trade_daily/digest_photo_TBS_Italian__1623042924.jpg

The Business Standard
Italian ambassador praises sustainable development of RMG sector In the last few years, the various steps taken by the government and entrepreneurs for the sustainable development of the readymade garment sector in Bangladesh are getting international recognition from various parties. This time, the praise came from the European country Italy on Sunday. Italian Ambassador to Bangladesh Enrico Nunziata praised the progress made in the security, sustainable development and social compliance of the garment sector. During a meeting with BGMEA President Faruque Hassan at the BGMEA office in the capital's Gulshan, Enrico Nunziata assured that Italy would continue to support the sustainable development of the garment industry in Bangladesh. 

uploads/trade_daily/digest_photo_KK_Budget__1623042924.jpg

কালের কন্ঠ
জাতীয় বাজেট ২০২১-২২ : প্রতিক্রিয়া: নগদ সহায়তার ওপর ১০% কর প্রত্যাহারের দাবি সংকটময় মুহূর্তে বাজেটে নগদ সহায়তার ওপর আরোপ করা ১০ শতাংশ কর প্রত্যাহার পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে পোশাক খাত ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিজিএমইএর বেশ কিছু প্রস্তাব ছিল, যা শিল্পের ঘুরে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য অপরিহার্য ছিল। তবে প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন হয়নি। শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_TBS_Budget__1623042924.jpg

যুগান্তর
বস্ত্র খাতের উদ্যোক্তারা নতুন জটিলতায় পড়বে প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইনে প্রচ্ছন্ন রপ্তানিকারকের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা বস্ত্র খাতের বিকাশকে বাধাগ্রস্ত করবে। এই উদ্যোগ রপ্তানি খাতবান্ধব নয়। এতে বস্ত্র খাতের উদ্যোক্তারা নতুন জটিলতায় পড়বে। বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে রোববার এ কথা জানিয়েছে বিটিএমএ। রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের পক্ষে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।

uploads/trade_daily/digest_photo_FE_Garment_Accessories__1623042924.jpg

The Financial Express
Budget Reaction: Garment accessories makers feel deprived Garment accessories and packaging manufacturers of the country think the new budget has once again deprived them. Bangladesh Garments Accessories and Packaging Manufacturers and Exporters Association (BGAPMEA) in a budget reaction on Sunday expressed frustration, as their demands for reducing corporate tax and source tax and providing cash incentive have not been addressed in the proposed budget for fiscal year 2021-22. "The government has proposed the budget taking the pandemic into consideration, but we are deprived as usual," BGAPMEA President Abdul Kader Khan said in the statement. "Though the export-import policy mentioned about providing equal facilities to both direct and deemed exporters, our sector never gets the equal facilities," he noted. 

uploads/trade_daily/digest_photo_P_Alo_Tax__1623042924.jpg

দৈনিক প্রথম আলো
অভিমত: কর অব্যাহতি সুবিধা বিনিয়োগ বাড়াবে; সৈয়দ মোহাম্মদ তানভীর, সহসভাপতি, চট্টগ্রাম চেম্বার করোনার সময়ে দেশের ব্যবসা–বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাত যত বেশি সহযোগিতা পাবে, তত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে এবারের বাজেট ভালো হয়েছে বলতে হবে। প্রস্তাবিত বাজেটে আমদানি নির্ভরতা কমিয়ে যাতে দেশীয় শিল্পের সুরক্ষা হয়, সে জন্য কয়েকটি খাতে ১০ বছরের জন্য কর ছাড় দেওয়া হয়েছে, এটা খুবই ইতিবাচক। বাজেটে অটোমোবাইল, থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, হার্ডওয়্যার, গৃহস্থালি পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ১০ বছরের জন্য কর অব্যাহতি দেওয়ার ঘোষণা খুবই ইতিবাচক পদক্ষেপ। দীর্ঘ সময় কর ছাড় দেওয়ার ফলে উদ্যোক্তারা এসব খাতে বিনিয়োগে উৎসাহী হবে।

uploads/trade_daily/digest_photo_DS_We_need__1623042924.jpg

The Daily Star
We need new ways to measure business success  Businesses are still judged almost entirely on growth. They might receive some nice plaudits on social media and in the press for sustainability work, but the only thing investors are interested in is growth. Attempts are being made to tackle this issue, with some investors suggesting they are monitoring their clients to see how they are tackling long term sustainability challenges. For instance, we are seeing the growth of Environmental, Social and Governance (ESG) and there is some evidence to suggest ESG factors, when integrated into investment analysis and portfolio construction, may offer investors potential long-term performance advantages.

uploads/trade_daily/digest_photo_DS_only__1623042924.jpg

The Daily Star
Only 2pc RMG workers vaccinated Only 2 percent of readymade garments workers were able to get Covid-19 vaccines, found a survey done jointly by South Asian Network on Economic Modeling and Microfinance Opportunities. Sixty-nine percent of workers said they were willing to get vaccinated if they were eligible to get the vaccine, said the report circulated by SANEM. The organisations interviewed a pool of 1,285 workers over phone on April 23, 2021, and found that only an insignificant minority was vaccinated. The workers were from Chattogram, Dhaka city, Gazipur, Narayanganj, and Savar. "On being asked whether they think they are eligible to get vaccinated, 36 percent of the respondents said they were eligible, 28 percent said they were not eligible, and 34 percent said they did not know if they were eligible," said the report done by SANEM and MFO.

uploads/trade_daily/digest_photo_Bd-Pratidin-07-06-21-F-01__1623042924.jpg

দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সংকট কাটছে না বৃহৎ শিল্প বিনিয়োগে; দীর্ঘমেয়াদি ঋণ দিতে চাচ্ছে না বেশির ভাগ বেসরকারি ব্যাংক দেশের বৃহৎ শিল্প খাতে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনাগ্রহ বেসরকারি ব্যাংকগুলোর। আর চাহিদা মতো ঋণ না পেয়ে ব্যাহত হচ্ছে শিল্প খাতে বিনিয়োগ। এতে সরকার বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার কমালেও তার সুফল পাচ্ছেন না উদ্যোক্তারা। যার ফলে বাধাগ্রস্ত হচ্ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। সরকারের কাছ থেকে আমানতসহ বিভিন্ন সুবিধা নিয়েও শিল্প খাতে বিনিয়োগে কোনো আগ্রহ দেখাচ্ছে না বেসরকারি ব্যাংকগুলো।

uploads/trade_daily/digest_photo_KK_Small__1623042924.jpg

কালের কন্ঠ
ছোটদের ঋণ পাওয়া সহজ করতে ডাটাবেইস তৈরির প্রস্তাব: করোনায় ৯৫% ছোট কারখানায় উৎপাদন কমেছে  করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া প্রণোদনার ঋণ মাঝারি ও বড় উদ্যোক্তারা পেলেও ছোটরা সেভাবে পাচ্ছেন না। এই সমস্যার সমাধানের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি ডাটাবেইস করার প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল রবিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও প্রিজম প্রকল্পের যৌথ ওয়েবিনারে করা এই পরামর্শের সঙ্গে একমত প্রকাশ করেন অর্থনীতিবিদরাও।

uploads/trade_daily/digest_photo_B_Post_Bepza_edit__1623042924.jpg

The Business Post
BEPZA signs $12m investment deals with 2 cos The Bangladesh Export Processing Zones Authority signed a lease agreement with two foreign companies on Sunday over the investment of $12 million in Chattogram and Mongla export processing zones. BEPZA had earlier signed investment agreements with 10 other companies and the total amount of investment reached $125.21 million during the current fiscal year 2020-21.