June 15, 2021
বণিক বার্তা
তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীর এক হোটেলে গতকাল তৈরি পোশাক শিল্পে গৃহীত প্রকল্প নেটওয়ার্ক টু ইন্টিগ্রেট প্রডাক্টিভিটি অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের (এনআইপিওএসএইচ) চতুর্থ নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। নেটওয়ার্ক সভায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, প্রতি বছর আমাদের উৎপাদন ব্যয় বাড়ছে, নিম্নতম মজুরিও কয়েকবার সংশোধিত হয়েছে। কিন্তু যেকোনো কারণে হোক, আমাদের উৎপাদনশীলতা বাড়ছে না এবং এটি শিল্পের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অন্যতম বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।
The Business Post
BGMEA chief emphasizes importance of enhanced productivity
BGMEA President Faruque Hassan on Monday said lack of enhanced productivity is one of the major impediments for the sustenance of the industry. “Every year our cost of production is increasing, minimum wage has also been revised several times but we have somehow not been able to enhance our productivity which is one of the major impediments for the sustenance of the industry," he said. Against this backdrop, the BGMEA chief said BGMEA initiated a centre on efficiency innovation and occupational health and safety. A network to integrate productivity and occupational safety and health, called NIPOSH has been initiated by the centre. "The NIPOSH initiative is the first stepping stone toward our centre of innovation and efficiency,” he said while addressing meeting of the network at a city hotel.
The Dhaka Tribune
Businesses demand more than just 'business-friendly' budget
The business community remains unconvinced about how "business-friendly" the national budget for fiscal year 2021-22 is, which is why they are demanding more concessions for sustaining their businesses. Most of the business associations voiced their demands or deprivations, despite Finance Minister AHM Mustafa Kamal labelling the budget as "pro-business." The major three organizations of the apparel sector, BGMEA, BTMA and BGAPMEA applauded the budget for continuing 1% export incentives, continuation of the existing 0.5% source tax, the reduction of corporate tax, and continuation of all conventional cash assistance. But BGMEA President Faruque Hassan said that the national budget excluded some proposals proposed by the BGMEA aimed to support the apparel industry. “Now we demand continuation of the existing rate of 0.5% for long-term business planning though we proposed to reduce it to 0.25%. The frequent changes of source tax would hamper business plans,” he also said.
The Daily Star
Rising yarn prices threaten garment export recovery
Local garment exporters are feeling the pinch of a sudden unusual rise in yarn prices in the local and international markets, a development that is threatening to derail the recovery of the apparel shipment from the pandemic-induced slowdown. Yarn prices rose 40 per cent between December and June because of the cotton price hike in the international futures markets, exporters say. Yarn accounts for 50 per cent of the cost to produce a t-shirt or a garment item, while button, zippers and other accessories comprise the rest. The increase in yarn price has pushed up the production cost of a finished exportable garment item by 25 per cent. But buyers are offering a 5 per cent to 10 percent increase.
সারা বাংলা
নন-কটনে ‘বিশেষ নজর’ পোশাক মালিকদের
বিশ্ব বাজারে পোশাকের ফ্যাশনে পরিবর্তন ঘটছে। ম্যান মেইড ফাইবারে (নন-কটন) তৈরি পোশাকের দিকে ঝুঁকছে ক্রেতারা। দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরাও এখন নন-কটনের বাজারে বিশেষ মনযোগ দিতে চান। এ জন্য সরকারের নীতি সহায়তার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। বাজার সম্প্রসারণে নন-কটন ফাইবার অমাদানিতে থাকা বিদ্যমান শুল্ক উঠিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে তাদের। দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ও প্রভাবশালী সংগঠন বাংলাদেশে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, বিগত চার দশকে আমাদের তৈরি পোশাক রফতানি ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও আমাদের পণ্যের ম্যাটেরিয়াল ডাইভারসিফিকেশন হয়নি বললেই চলে। ২০১৮-১৯ অর্থবছরে রফতানি অনুযায়ী আমাদের মোট পোশাক রফতানির প্রায় ৭৪ দশমিক ১৪ শতাংশই ছিল কটনের তৈরি, যা দশক পূর্বে ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৬৯ শতাংশ।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন
নৈতিক পোশাকে অনৈতিক মূল্য হাঁকাচ্ছেন ক্রেতারা
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নৈতিক ব্যবস্থাপনায় কারখানা পরিচালনা করে পোশাক পণ্য উৎপাদন করলেও ক্রেতারা নৈতিক মূল্য দেয় না। যদিও নৈতিক পোশাক উৎপাদনে এখন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ক্রেতারা নৈতিকতার মানদন্ড বজায় রেখে সঠিক মূল্য দিচ্ছে না। যদিও পোশাক পণ্য উৎপাদনের অন্যতম উপকরণ তুলা ও সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম বাড়ছেই। তথ্যমতে, টেকসই, স্বাস্থ্যসম্মত ও ন্যায়নীতি অনুসরণ করে ভবন ও শহর প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রাখায় ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছে বিজিএমইএ।
সময়ের আলো
করোনাকালে আশা জাগাচ্ছে পোশাক রফতানি
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সময়ের আলোকে বলেন, যদিও করোনার কারণে তৈরি পোশাক শিল্পের সার্বিক কার্যক্রমে স্বাভাবিক অবস্থা এখনও ফিরে আসেনি। তবুও ধীরে ধীরে আমরা করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। গত বছরও করোনা ছিল, এবারও করোনা আছে। কিন্তু গত বছরের চেয়ে এবার তৈরি পোশাকের রফতানি আয় বৃদ্ধির কারণ হচ্ছে কারখানা খোলা রাখা। গত বছর করোনা শুরুর পর থেকে হঠাৎ করেই বিদেশি ক্রেতারা একদিকে রফতানি আদেশ বন্ধ করে দেয়, অন্যদিকে আগের দেওয়া রফতানি আদেশ বাতিল করে দেয়। তা ছাড়া কারখানাও বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পোশাক রফতানি একেবারে থমকে যায়। এ বছরের পরিস্থিতি গত বছরের চেয়ে কিছুটা ভালো। কারখানা খোলা আছে, রফতানি আদেশ আসছেÑ এসব কারণে পোশাক রফতানিও বাড়ছে। তার সুফল মিলছে রফতানি বাণিজ্যে।
The Daily Star
Bangladesh reelected as deputy member of ILO’s governing body
Bangladesh has been re-elected as a deputy member of the governing body of the International Labour Organisation (ILO) from the Asia-Pacific region for 2021-2024. The election was held virtually in Geneva during the ongoing 109th International Labour Conference (ILC) today, according to a statement from the permanent mission of Bangladesh in Geneva, Switzerland. Bangladesh secured the first position among the candidates of the Asia-Pacific region by bagging the highest 210 votes.
বণিক বার্তা
কভিডের প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে ইপিজেডে: বন্ধ হয়েছে এক ডজন কারখানা
হংকংভিত্তিক মাস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লেনি ফ্যাশনস লিমিটেড। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) এ কারখানা গত ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গেছে। কভিড-১৯-এর প্রভাবে ছয় হাজার কর্মীর এ প্রতিষ্ঠানের বিপুল অর্থের ক্রয়াদেশ বাতিল করে দেয় পোশাকের ক্রেতারা। ফলে লোকসান ঠেকাতে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় কারখানাটি। লেনি ফ্যাশনসের মতো বন্ধ হয়েছে ডিইপিজেডে থাকা একই মালিকানাধীন লেনি অ্যাপারেলসও। শুধু ডিইপিজেড নয়, দেশের মোট আটটি ইপিজেডের পাঁচটিতে কারখানা বন্ধ হয়েছে এক ডজন, যার বেশির ভাগই বন্ধ হয়েছে কভিডের প্রভাবে কার্যাদেশের অভাবে কারখানা পরিচালনার অক্ষমতার দরুন। কারখানা বন্ধের পাশাপাশি শ্রমিক অসন্তোষ ইপিজেডগুলোতে কভিডের প্রভাব দৃশ্যমান করে তুলছে।
কালের কন্ঠ
করোনার টিকা নেওয়া যাত্রীদের স্পেন ও ফ্রান্স থেকে বিমান ভ্রমণ উন্মুক্ত: উইলি ওয়ালশ, মহাপরিচালক, আইএটিএ
করোনার টিকা নেওয়া যাত্রীদের স্পেন ও ফ্রান্স থেকে বিমান ভ্রমণ উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, ফ্রান্স ও স্পেনের এমন পদক্ষেপ ইউরোপের অন্যান্য দেশকেও তাদের সীমান্ত উন্মুক্ত করে দিতে আগ্রহী করে তুলবে।
কালের কন্ঠ
চীনের তিন বন্দরে জাহাজজট: বাংলাদেশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির শঙ্কায়
চীনের দক্ষিণাঞ্চলে নতুন করে কভিড সংক্রমণ দেখা দেওয়ায় সেখানকার তিনটি সমুদ্রবন্দরে বড় ধরনের জাহাজজট দেখা দিয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ৬৮টি পণ্যবাহী কনটেইনার জাহাজ ওই সব বন্দর জেটিতে ভেড়ার জন্য সাগরে অপেক্ষায় আছে। প্রতিদিন এই জাহাজজটের সারি দীর্ঘ হচ্ছে। জাহাজজটের কারণে বিশ্বের শীর্ষ শিপিং লাইনগুলো এসব বন্দর এড়িয়ে চলছে; এর নেতিবাচক প্রভাব পড়েছে সমুদ্রপথে বিশ্বের পণ্য সরবরাহ চক্রে। বাংলাদেশ থেকে গার্মেন্টশিল্পের কাঁচামাল, কাপড়, খাদ্যদ্রব্য এবং রাসায়নিক পণ্য এসব বন্দর থেকে জাহাজীকরণ হয়। কিন্তু জাহাজজটের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।