July 13, 2021
The Daily Sun
BGMEA calls end to RMG shipment crisis
Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Sunday urged the Chattogram Port Authority (CPA) to take immediate measures to address the crisis centring shortage of container and vessel for export of readymade garments (RMG). In an urgent letter, the BGMEA President Faruque Hassan said the shipping companies play the key role for shipping the export goods. But, they are not taking step to ship the container loads of export goods from the private inland container depots (ICDs), he alleged. They are also not bringing empty containers for loading the goods despite having agreement for transportation, he said. Consequently, hundreds of truckloads of export goods remained waiting at the gates of ICDs, said Faruque. It caused the exporters to pay demurrage for truck and resulted in shortage of truck, said the BGMEA boss. The BGMEA in the letter also put forwarded 10 proposals to get rid of the crisis centring export of the RMG.
The New York Times
BGMEA’s response to a report published by the New York Times
A report headlined “Dozens Die as Another Factory Fire Strikes Bangladesh” published in the New York Times on July 9, 2021, has drawn our attention. We are extremely disappointed by the spurious claims made in the report that unjustifiably attempted to malign the apparel industry of Bangladesh. The fire incident that occurred on July 9 in Narayanganj was not in any ready-made garment (RMG) factory. It is an extremely unfortunate event that happened in the juice factory and we express our deepest grief. The report maliciously linked this tragic incident to the RMG industry and falsely mentioned that ‘despite a public outcry after the tragedies, conditions in many factories have remained largely unchanged, and fires are common. This is completely untrue and gives a false impression about the RMG industry of Bangladesh because such is not the case here in the industry.
জনকন্ঠ
ঈদের ছুটিতে গার্মেন্টস শ্রমিকদের গ্রামে যাওয়া ঠেকানোই চ্যালেঞ্জ
এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি জনকণ্ঠকে বলেন, শ্রমিকরা কোরবানি ঈদের ছুটি পাবেন, তাদের বেতন-বোনাস নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হবে। তবে ভয়াবহ করোনা পরিস্থিতিতে তারা যাতে গ্রামের বাড়ি ছুটে না যান সে বিষয়টি আমরা তাদের বোঝাব। প্রয়োজনে বিজিএমইএ’র পক্ষ থেকে এ বিষয়ে তাদের অনুরোধ ও কাউন্সেলিং করানো হবে। শ্রমিকদের সুস্বাস্থ্য রক্ষা করা এবং করোনামুক্ত রাখা মালিকপক্ষের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয়। এ মুহূর্তে বিদেশী অর্ডারের চাপ রয়েছে তাই কাজের চাপও বেশি। অন্যদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বড় কঠিন এই বাস্তবতা শ্রমিক ভাই-বোনদের বুঝতে হবে। তিনি বলেন, আরও একটু কঠিন ভাষায় বলতে হয়, চাকরি করতে হলে নিজ কর্মস্থলে থাকতে হবে।
The Daily Star
EXPORT BACKLOG IN ICDs: Colombo-bound ships to get priority in berthing
The Chittagong Port Authority (CPA) yesterday took some decisions, including prioritising berthing for Colombo-bound feeder vessels, aiming at clearing out exports piling up at private inland container depots (ICD). It will also give priority berthing to feeder vessels carrying export-laden containers. The CPA proposed that the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) should convince their international buyers to not nominate a few selective shipping companies for carrying their export cargoes. They should rather nominate more shipping companies to avoid a monopoly situation, they said. It also proposed that Bangladesh's ambassador to Sri Lanka could talk to authorities there for taking steps so that export containers can get speedy access to mother vessels from the Colombo port.
সময়ের আলো
রফতানি সুবিধায় বন্ড ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা
রফতানি বাণিজ্যের প্রসার ও গতিশীল করা লক্ষ্যে বন্ডেড প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুসারে বন্ডেড প্রতিষ্ঠানের সমগ্র আঙিনা বন্ডেড এলাকা হিসেবে বিবেচিত হবে। জরুরি প্রয়োজনে ব্যাংক গ্যারান্টি ছাড়াও রফতানি পণ্যের কাঁচামাল ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। ফলে রফতানিমুখী খাত, বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের সুবিধা ভোগ করবে। সোমবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৬ জুলাই জারি করা আদেশে বলা হয়েছে, রফতানি বাণিজ্যের প্রসার ও গতিশীলতার লক্ষ্যে কাস্টমস আইনে দেওয়া ক্ষমতাবলে এনবিআর বন্ড ব্যবস্থাপনায় এ আদেশ জারি করেছে। যার মধ্যে রয়েছে, বন্ডেড প্রতিষ্ঠানের সমগ্র আঙিনাকে (প্রিমিসেস) বন্ডেড এলাকা হিসেবে বিবেচনা করতে হবে। তবে শর্ত হলো প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বেশি কাঁচামাল গুদামজাত করা যাবে না।
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ ব্যাংকের চিঠি: ঋণ পরিশোধে তিন প্রস্তাব ব্যবসায়ীদের
করোনা মহামারীতে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বাংলাদেশ ব্যাংকে দেওয়া পত্রে বলেছে- অর্থনৈতিক কর্মকান্ডে বেসরকারি খাতের ঋণপ্রবাহের গতিধারা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাক্সিক্ষত বিনিয়োগ ও কর্মসংস্থান সমুন্নত রাখতে হবে। এই লক্ষ্যে ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানো ও শর্ত সহজ করতে তিনটি প্রস্তাব বিবেচনা করতে বলেছে এফবিসিসিআই। প্রস্তাব তিনটি হলো- এক. ক্ষুদ্র, মাঝারি ও অন্যান্য শিল্প এবং ব্যবসা- বাণিজ্যের বকেয়া অর্থের পরিমাণ ১০ কোটি টাকা বা তার কম হলে পরিশোধের ক্ষেত্রে প্রদেয় কিস্তিসমূহের কোনো প্রকার ডাউন পেমেন্ট না দিলেও মেয়াদোত্তীর্ণ হিসেবে শ্রেণিকরণ না করে ঋণ হিসাবটি পুনঃ তফসিল হিসেবে গণ্য হবে। দুই. ঋণ পরিশোধের ক্ষেত্রে ১০ কোটি টাকার অধিক, কিন্তু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রকল্প ঋণ সমৃদ্ধ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ২ শতাংশ পরিশোধ করা হলে, ওই ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তিন. ঋণ পরিশোধের ক্ষেত্রে ৫০০ কোটি টাকার অধিক প্রকল্প ঋণ সমৃদ্ধ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ১ শতাংশ পরিশোধ করা হলে, ওই ঋণ বিরূপমানে শ্রেণিকরণ না করার অনুরোধ করেছে এফবিসিসিআই।
The Dhaka Tribune
ILO raises awareness on Covid-19 among apparel workers
The International Labour Organization (ILO) has launched a Behaviour Change Awareness Campaign to identify and reduce the Covid-19 risks faced by ready-made garment (RMG) workers in their workplaces and communities. Launched in June in collaboration with Brac, the campaign targets at least 5,000 households in the RMG-dense areas of Gazipur and Chittagong. Funded by Denmark and Sweden, the campaign is a part of the ILO's Social Dialogue and Industrial Relations (SDIR) project's Covid-19 response work, jointly with the Department of Labour, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Employers' Federation (BEF), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), and Workers Resource Centre (WRC).
The Business Standard
All industries, foreign and local, to come under stimulus schemes: BB
Bangladesh Bank has instructed banks and non-bank financial institutions (NBFIs) to include all kinds of industries along with export-oriented ones owned by foreign and local entrepreneurs in the stimulus schemes. Both local and foreign companies will get loans from the stimulus packages through banks and NBFIs, so they can continue production and generate employment, according to a circular issued by the BB. There is a stimulus package of Tk7,000 crore, from which loans will be sanctioned for working capital for the export-oriented industries under the Bangladesh Economic Zones Authority (BEZA), the Bangladesh Export Processing Zones Authority (BEPZA) and Hi-tech Park. Since the onset of the Covid outbreak, the government as well as the central bank has floated 23 packages worth Tk1,24,053 crore.
The Business Standard
Employee wellbeing practices to encourage others
Promotion of employee wellbeing practices adopted by many apparel manufacturers may encourage other entrepreneurs in the sector to follow suit. This will also brighten the industry's image at home and abroad, speakers said at a webinar on Monday. The webinar was organised by The Business Standard (TBS) in association with Shojag Coalition to present the findings of a study entitled "Good practices of RMG factories in the time of Covid-19". Mohammad Hatem, first vice president of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA); Asif Ashraf, director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and managing director of Urmi Group; Abdullah Hil Rakib, director of the BGMEA and managing director of Team Group; Navidul Huq, director of the BGMEA and Mohammadi Group; Rezwan Selim, managing director of Softex Sweater Industries; Tariqul Islam, assistant director of Snowtex Group; and Pradip Nath, assistant general manager of Intersotf Apparels Ltd spoke at the webinar.
ইত্তেফাক
সম্পাদকীয়: অ্যাকর্ড ও অ্যালায়েন্সের দৃষ্টান্ত অনুসরণ করিতে হইবে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুবরণের পর প্রমাণিত হইয়াছে যে, শুধু পোশাকশিল্প লইয়া ভাবিলেই চলিবে না, রপ্তানিমুখী ও অরপ্তানিমুখী সকল শিল্পকলকারখানায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করিতে হইবে। কর্মপরিবেশের উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করিতে হইবে। তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করিতে হইবে। অন্যদিকে শুধু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরই নহে, এই সকল ভবন নির্মাণের পূর্বে ভবনের নিরাপত্তার জন্য নকশা পাশ করাসহ নানা বিষয় দেখভাল করিতে অন্য যেই সকল সরকারি সংস্থা রহিয়াছে, তাহাদেরও এই ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হইবে।
প্রথম আলো
কারখানায় আগুন: ঝুঁকি কমানোর নিয়মের ৬০% মানা হয় না
অগ্নিদুর্ঘটনার ঝুঁকির ক্ষেত্রে ‘উদ্বেগজনক চিত্র’ উঠে এসেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) একটি জরিপে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, আগুনের ঝুঁকি কমাতে যে বিষয়গুলো মেনে চলা দরকার, একেকটি কারখানা গড়ে তার ৬০ শতাংশই পূরণ করছে না। দেশের মোট ৩০০টি কারখানা পরিদর্শন করে এই জরিপ করা হয়। এতে আরও উঠে আসে যে প্রতিটি কারখানায় বৈদ্যুতিক সুরক্ষার গড় ঘাটতি ৫০ শতাংশ। আর ১০ থেকে ১৫ শতাংশ কারখানায় কাঠামোগত ঝুঁকি রয়েছে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানায়, তাদের ‘চেকলিস্টে’ কারখানায় আগুন লাগার ৬৭ ধরনের ঝুঁকি নির্দেশক রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক ক্ষেত্রে ৭৪টি, কাঠামোগত ক্ষেত্রে ৭টি ও অন্যান্য বিষয়ে ১৮টি ঝুঁকি নির্দেশক রয়েছে। চেকলিস্টটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধানগুলোর ভিত্তিতে।
জনকন্ঠ
বিধিনিষেধ শিথিল হচ্ছে বৃহস্পতিবার থেকে
আসন্ন ঈদ-উল-আজহার আগে অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে বিধিনিষেধ। আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একই সঙ্গে কঠোর স্বাস্থ্যবিধি মেনে খুলবে দোকানপাট-শপিংমল। এসব শর্ত দিয়ে বিধিনিষেধ শিথিল করে আজ-কালের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। শিথিল করে নতুন বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত হতে পারে।