BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 13, 2021

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2021-10-12_at_7.17.24_PM__1634100892.jpeg
The Financial Express
Bangladesh has huge potential in technical textiles (TT) and personal protective equipment (PPE) manufacturing, as the global market for these items is projected to grow to more than US$300 billion by 2025, according to a study.The study findings along with a number of recommendations were disclosed at a virtual webinar on Tuesday. BGMEA President Faruque Hassan, and German Ambassador to Bangladesh Achim Tröster, among others, spoke at the event. GIZ Bangladesh Country Director Angelika Fleddermann, Textile Cluster Coordinator Werner Lange and Business Scout Thomas Hübner, and BGMEA Director Abdullah Hil Rakib were also present.
uploads/trade_daily/digest_photo_TBS_BGMEA_urges__1634100892.jpg

The Business Standard
BGMEA urges government for re-skilling, upskilling of RMG workers to face 4IR challenges Leaders of BGMEA led by the business body's president Faruque Hassan met with Ehsan-E-Elahi, secretary, Ministry of Labour and Employment at the secretariat in Dhaka on Tuesday. They had discussed the overall situation of the RMG industry including workplace safety, workers' welfare, skills development and preparing them for the fourth industrial revolution, said a press release. BGMEA Vice Presidents Shahidullah Azim and Miran Ali were also present at the meeting. The business leaders thanked the government for providing support in carrying out skills development programs for the RMG industry.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2021-10-12_at_7.17.25_PM__1634100892.jpeg

বণিক বার্তা
টেকনিক্যাল টেক্সটাইল ও পিপিই পণ্য: ২২৪ বিলিয়ন ডলারের বাজার ধরতে প্রস্তুত বাংলাদেশ বৈশ্বিক টেকনিক্যাল টেক্সটাইল পণ্যের বাজারের আকার ২০২০ সালে ছিল ১৭৯ বিলিয়ন ডলারের। ২০২৫ সাল নাগাদ এ বাজারের আকার হবে ২২৪ বিলিয়ন ডলারের, যা ধরার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং তা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এক গবেষণা প্রতিবেদনের মাধ্যমে এমন দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সহযোগিতায় জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) পরিচালিত সমীক্ষায় বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গবেষণায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারের চাহিদাও যাচাই করা হয়েছে। দেখা গেছে টিটি ও পিপিই পণ্যের বৈশ্বিক বাজার প্রতি বছরই বাড়ছে। এ পণ্যের বার্ষিক প্রবৃদ্ধির গড় ৪ দশমিক ২ শতাংশ। ২০২০ সালে টিটির বাজারের আকার ছিল ১৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার। বার্ষিক প্রবৃদ্ধির গড় বিবেচনায় ২০২৫ সালে এ বাজারের আকার হবে ২২৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। এছাড়া পিপিই পণ্যের বাজার ২০২৫ সাল নাগাদ হবে ৯৩ বিলিয়ন ডলারের।

uploads/trade_daily/digest_photo_TBS_LDC_Graduation_edit__1634100892.jpg

The Business Standard
LDC graduation: big achievement, bigger challenges The potential loss of revenue in the RMG sector will have the biggest impact on the domestic labour market, as the sector is the largest source of employment in the country. This will not only cause widespread lay off of workers but will significantly shrink the number of employment opportunities in the near future. These RMG factories are primarily dependent on bank loans for their source of capital. If even some of these factories go out of business, local banks will lose their capital, which can lead to a nation-wide depression. The potential loss of foreign currencies will also be a significant problem.

uploads/trade_daily/digest_photo_Apparel_sources_Garment_Village__1634100892.jpg

Apparel Resources
Garments village in Bangladesh’s Bangabandhu Sheikh Mujib Industrial City going India’s ‘Apparel Park’ way? Three years since the BEZA made a deal with the Bangladesh Garments Manufacturers and Exporters Association (BGMEA) to create the Garments Village, things are reportedly not yet complete there, which forces one to wonder if the Garments Village is heading the way of India’s much-hyped apparel park. “…BEZA says the plots are ready. But in our opinion, they are not that ready for setting up factories. This is a very big project. If the infrastructure is not developed further, we may face problems in running factories,” reportedly underlined BGMEA President Faruque Hassan, adding, “To earn the confidence of the factory owners, more work should be carried out; the roads have to be ready, along with functional power lines and the gas lines…” “Our plan to transfer factories to the Mirsarai Economic Zone has been delayed by two years due to the COVID-19 pandemic,”said BGMEA’s First Vice-President Syed Nazrul Islam, while adding, “To be ready, these plots need land fillings, effluent treatment plans, supply of gas and water, and many other utilities and facilities are needed to run factories properly. We are ready to shift our factories, but we cannot do this unless the necessary facilities are ensured there.”

uploads/trade_daily/digest_photo_Samakal_GDP_edit__1634100892.jpg

সমকাল
বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫% আইএমএফ মনে করছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত আইএমএফের 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এমন পূর্বাভাস রয়েছে। সংস্থাটি মনে করছে, বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার হচ্ছে, তবে এর গতি দুর্বল হয়ে গেছে। এর প্রধান কারণ, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে বিভিন্ন দেশে নতুন করে করোনার 'ডেলটা ধরন'-এর সংক্রমণ এবং উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোতে প্রত্যাশিত টিকাদান না হওয়া।

uploads/trade_daily/digest_photo_NB_Green_Products__1634100892.jpg

নিউজ বাংলা২৪
গ্রিন প্রোডাক্টসে অর্থায়ন করবে এসএফআইএল স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ‘এসএফআইএল’ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এসএফআইএল গ্রিন প্রোডাক্টস এবং রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের তহবিলের আওতায় অর্থায়ন করতে পারবে।

uploads/trade_daily/digest_photo_Janokantho_Chondo__1634100892.jpg

জনকন্ঠ
ছন্দে ফিরছে অর্থনীতি পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, বিপুলসংখ্যক মানুষকে করোনার টিকা দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তাই সেসব দেশের ক্রেতা প্রতিষ্ঠান আগামী গ্রীষ্ম ও বসন্ত মৌসুমের জন্য করোনার আগের মতো ক্রয় আদেশ দিচ্ছে। তা ছাড়া মিয়ানমারে সেনাশাসন ও ভারতে করোনার ভয়াবহতার কারণেও কিছু ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তর করা হচ্ছে। বড়দিন কেন্দ্র করেও প্রচুর ক্রয়াদেশ আসছে। সব মিলিয়ে ২০১৯ সালের তুলনায় ১৫-২০ শতাংশ ক্রয়াদেশ বেশি এসেছে। চলতি ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা গত বছরের একই মাসের চেয়ে সাড়ে ৩৮ শতাংশ বেশি।

uploads/trade_daily/digest_photo_Bd-Pratidin-Investment__1634100892.jpg

বাংলাদেশ প্রতিদিন
বিনিয়োগে আগ্রহী শক্তিধর দেশগুলো বিশ্বের শক্তিধর বিভিন্ন দেশ ক্রমেই বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হয়ে উঠছে। এরই মধ্যে জাপান, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলো এ খাতের বড় প্রকল্পগুলোতে বিনিয়োগ করেছে। আর শক্তিধর এসব দেশ ভবিষ্যতেও বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন সময় আগ্রহ প্রকাশ করেছে।

uploads/trade_daily/digest_photo_DS_Trade__1634100892.jpg

The Daily Star
Trade thru 5 land ports suspended for Puja Trade through Banglabandha, Hili, Birol, Sonahat and Burimari land ports is set to remain suspended for six days beginning yesterday for Durga Puja, the biggest religious festival of the Hindu community in Bangladesh and neighbouring India. Exporters, importers and clearing and forwarding agents of both countries on Saturday decided to stay off work during the period.