BGMEA DAILY DIGEST
BGMEA DAILY DIGEST

February 12, 2022

uploads/trade_daily/digest_photo_FE_BGMEA__1644641629.jpeg
The Financial Express
BGMEA, German international cooperation enterprise (GIZ) and the Particip GmbH (Particip) on Thursday teamed up to strengthen capacity of factory participation, safety and anti-harassment committees. They signed a Memorandum of Understanding (MoU) in this regard. Faruque Hassan, president, BGMEA; Dr. Michael Klode, GIZ project coordinator STILE and Md Manjur Morshed, senior adviser, Particip GmbH inked the agreement on behalf of their respective organisations at BGMEA’s Gulshan office. The MoU aims to enable these committees to build and maintain a healthy relationship among both workers and management representatives of each committee.
uploads/trade_daily/digest_photo_DS_apparel__1644641629.jpg

The Daily Star
Apparel export to India rising fast Exporters say the demand for Bangladeshi garment items is rising in India because of the expanding middle-income groups in the world's second-most population nation. Many prefer garment items produced in Bangladesh as they cannot afford expensive Indian high-end garment items. Md Shahidullah Azim, managing director of the company, says a lot of Indian businessmen are placing a good number of orders in Bangladesh to re-export to other countries. "This is one of the major reasons for the increasing garment export to India." "Garment export to India will grow more soon," said Faruque Hassan, president of BGMEA.

uploads/trade_daily/digest_photo_Samakal_GIZ__1644641629.jpg

সমকাল
পোশাক খাতে নিরাপত্তা উন্নয়নে সহায়তা দেবে জার্মানি: বিজিএমইএর সঙ্গে চুক্তি সই পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়নে সহায়তা দেবে জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্টারপ্রাইজ জিআইজেড। কারখানা পর্যায়ে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কমিটির সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। এই কার্যক্রমের অধীনে শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, জিআইজেডের প্রকল্প সমন্বয়কারী ড. মাইকেল ক্লোড ও ব্যবসা ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান পার্টিসিপ জিএমবিএইচের উপদেষ্টা মো. মঞ্জুর মোর্শেদ।

uploads/trade_daily/digest_photo_D_Tribune_Study_editor__1644641629.jpeg

The Dhaka Tribune
Tribune Editor:Taking RMG to new heights In an immensely positive development for the readymade garment (RMG) sector, container ships with RMG products will now be allowed to directly enter Europe for the first time. Industry insiders estimate that this will reduce shipping time from a minimum of 40 days -- but often 67-77 days in reality -- to 16 days, bringing down the cost by at least 40%. Policymakers should ensure that this extraordinary advantage can be maintained and that it can translate to other positive changes, especially helping improve RMG workers’ pay, benefits and quality of life.

uploads/trade_daily/digest_photo_BV_Poshak__1644641629.jpg

বিভিনিউজ২৪
পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ করোনা মহামারির কারণে ভিয়েতনামের কাছ থেকে দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারকের হারানো স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, চলমান মহামারির মধ্যে ২০২২ সালে ভবিষ্যত রফতানি পরিমাণ নির্ধারণ করা কঠিন। তবে তিনি আশাবাদী যে স্থানীয় পোশাক শিল্প আগামী পাঁচ বছরে একটি নতুন উচ্চতায় পৌঁছে যাবে। তিনি বলেন, “বাংলাদেশের জন্য বিশাল প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। বর্তমান কাজের আদেশ আসছে। এভাবে ক্রেতাদের আস্থা ধরে রাখতে পারলে দ্বিতীয় অবস্থান ধরে রাখা কঠিন হবে না। পাশাপাশি আমাদের অবস্থান ধরে রাখতে, “আমাদেরকে চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হবে। সাধারণত, সংস্কৃতিতে মিল থাকায় তারা ভিয়েতনাম এবং মায়ানমারকে পছন্দ করে। তিনি ব্যাখ্যা করেন।

uploads/trade_daily/digest_photo_KK_container__1644641629.jpg

কালের কন্ঠ
স্ক্যান ছাড়াই বিদেশে যাচ্ছে রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে এখন সব আমদানি কনটেইনার স্ক্যান করেই বন্দর থেকে ছাড় হচ্ছে। ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড পোর্ট সিকিউরিটি সিস্টেম বা আইএসপিএস কোডের আওতায় ইউএস কোস্ট গার্ড অনেকবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে রপ্তানি পণ্য স্ক্যান করে বিদেশে পাঠানোর চাহিদা জানায়। মূলত সেই শঙ্কা এড়াতেই রপ্তানি কনটেইনার স্ক্যান মেশিন স্থাপনে অনেকবার তাগাদা দেওয়া হয়। কিন্তু স্ক্যান মেশিন বসেনি। সর্বশেষ ২০১৯ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের সব বন্দরে স্ক্যান মেশিন কেনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেন। ২০২০ সাল থেকেই সেই নির্দেশনা কার্যকরের সিদ্ধান্তও জানান। এরপর রাজস্ব বোর্ড দরপত্র ডাকে; কিন্তু এখনো স্ক্যান মেশিন কিনতে পারেনি।

uploads/trade_daily/digest_photo_TBS_bond__1644641629.jpg

‍দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বন্ড সুবিধার বৈষম্য দূর করার দাবি নন-আরএমজি রপ্তানিকারকদের বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স পাওয়ার জটিল প্রক্রিয়া এবং এই সুবিধাপ্রাপ্তদের প্রতি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের কারণে নন-আরএমজি রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ কারণে নন-আরএমজি খাত পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হতে পারছে না বলে অভিযোগ করছে তারা। নন-আরএমজি শিল্প খাতের শীর্ষস্থানীয়দের অভিযোগ, তারা আরএমজি খাতের সমান সুবিধা পাচ্ছেন না। এর ফলে তারা রপ্তানি পণ্যের বহুমুখীকরণের যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যার জেরে রপ্তানিজগতে প্রতিযোগিতা-সক্ষমতায় দেশ আরও পিছিয়ে পড়ছে।

uploads/trade_daily/digest_photo_B_Post_textile_edit__1644641629.jpg

The Business Post
Textile millers seek 50% VAT cut on all yarn The country’s textile millers have called upon the government to set value added tax (VAT) for all kinds of yarn regardless of fiber at Tk 3 per kilogramme in the next national budget for Fiscal Year 2022-23. Currently, a miller has to pay Tk 6 as VAT for a kilogramme of yarn made of manmade fibre and other fibre. There is a high presence of artificial fibre as well. Bangladesh Textile Mills Association (BTMA) president Mohammad Ali Khokon made the call in the organisation’s budget proposal for Fiscal Year 2022-23 placed to the National Board of Revenue (NBR).

uploads/trade_daily/digest_photo_DS_Extend_build-logo__1644641629.jpg

The Daily Star
Extend bonded warehouse benefit to non-garment firms: BUILD Non-garment exporters should be allowed to import raw materials duty-free under the bonded warehouse privilege as it would help diversify the country's export basket, the Business Initiative Leading Development (BUILD) said yesterday. The public-private dialogue platform also suggested the government give a common bonded warehouse benefit for firms that cannot export all of their products.