BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 29, 2022

uploads/trade_daily/digest_photo_d_t_BGMEA__1653800822.jpeg
The Dhaka Tribune
BGMEA has launched its online-based ‘Cash Incentive Automation System’ to make application procedures faster, simpler, transparent and more convenient for garment factories. It will enable the members of BGMEA to submit their applications online for cash incentives provided by the government to encourage and boost RMG exports. BGMEA President Faruque Hassan inaugurated the Cash Incentive Automation System on Saturday.BGMEA Vice Presidents and Directors were present at the inaugural ceremony held at the conference of BGMEA in Uttara, Dhaka.
uploads/trade_daily/digest_photo_S_Alo__1653800822.jpg

সময়ের আলো
১০ বছরেই বদলে গেল পোশাক শিল্প: এক থেকে এখন ১৬১ সবুজ পোশাক কারখানা দেশে এ বিষয়ে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক উৎপাদক দেশগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে আছে বাংলাদেশ। এই উদ্যোগ শিল্প ও দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে সহায়তা করেছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়াতে সবুজ ভবনে বিনিয়োগ করছেন আমাদের উদ্যোক্তারা। গত এক দশকে আমাদের উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় এবং সরকার-ক্রেতা-উন্নয়ন সহযোগীদের সহায়তায় আজ বাংলাদেশের পোশাক শিল্প একটি নিরাপদ শিল্প হিসেবে বিশ্বে রোল মডেল হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে।

uploads/trade_daily/digest_photo_mzamin_edit__1653800822.jpg

মানবজমিন
পোশাক খাতে বিপুল রপ্তানির হাতছানি করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানি খাত। বাড়ছে রপ্তানি আয়। একইসঙ্গে পোশাক রপ্তানি বাজারে চীনের একক আধিপত্যও যখন কমছে, তখন বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করার মাধ্যমে ক্রেতাদের বাংলাদেশমুখী করতে গুরুত্ব দিচ্ছেন পোশাক মালিকরা। বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম মানবজমিনকে বলেন, মেড ইন বাংলাদেশ আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে ব্যান্ডিং করা। এখানে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের বায়াররা আসবেন। আমাদের খাতের ইতিবাচক দিকগুলো তাদের কাছে তুলে ধরার সুযোগ থাকবে। এটা করতে পারলে আগামীতে আমাদের রপ্তানি আরও বাড়বে।

uploads/trade_daily/digest_photo_S_Sangbad__1653800822.jpg

সময় সংবাদ
চট্রগ্রাম বন্দর থেকে স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু চীন, ইতালি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুরে ৭০০ টিইইউএস কনটেইনারভর্তি রফতানি পণ্য নিয়ে চট্টগ্রাম-স্পেন রুটের প্রথম জাহাজ ‘এমভি স্পিকা’ স্পেনের বার্সেলোনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। আগামী ২০ দিনের মধ্যে জাহাজটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চালু আমাদের জন্য সুখবর। এখন একসঙ্গে অনেকগুলো পণ্য ইউরোপে পাঠানো সম্ভব হবে। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। তাছাড়া আগে ইউরোপে পণ্য পাঠাতে অনেক সময় লাগতো। এখন সে সমস্যাও দূর হবে।

uploads/trade_daily/digest_photo_tbs_shipping_industry__1653800822.jpg

The Business Standard
Direct shipping now to Netherlands The container ship Spica J will leave Chattogram for Rotterdam port in the Netherlands this week, introducing a new direct freight route between Bangladesh and the northwestern European country.Rakibul Alam Chowdhury, vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said direct freights with European countries have created huge potential for external trade. "This is a great achievement for Bangladesh, and the authorities must ensure that this service is not disrupted." Chattogram port accounts for 92% of Bangladesh's external trade. It also handles 98% of the country's container shipments.

uploads/trade_daily/digest_photo_TBS_Finance_edit__1653800822.jpg

The Business Standard
Finance projects export fall, remittance rise The finance ministry has projected that export growth will drop to 20% in FY23 because surging inflation in Bangladesh's major trade destinations, such as the United States and European Union, is likely to rein in the hot streak that the country's export sector has been experiencing following the release of the pent-up demand once global economies reopened. As the apparel export trend in this current month except the Eid holidays suggest, the receipts might tick up a bit in May as opposed to the amount received in the same month a year ago, but the robust export growth, 36% on average experienced in the last eight months, will no longer be there, Shahidullah Azim, vice-president at Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), told The Business Standard.

uploads/trade_daily/digest_photo_Jnews_cASH_EDIT__1653800822.jpg

জাগো নিউজ২৪
ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম চালু করেছে বিজিএমইএ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানার জন্য ক্যাশ ইনসেনটিভ সংক্রান্ত সব আবেদন প্রক্রিয়া দ্রুত, সহজ, স্বচ্ছ এবং আরও সুবিধাজনক করতে অনলাইনভিত্তিক ‘ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেম’ চালু করেছে। এর মাধ্যমে বিজিএমইএ সদস্যরা পোশাক রপ্তানিতে উৎসাহিত হবেন। একই সঙ্গে রপ্তানি বাড়ানোর জন্য সরকার প্রদত্ত ক্যাশ ইনসেনটিভের জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে সমর্থ হবে। শনিবার (২৮ মে) ক্যাশ ইনসেনটিভ অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি ও পরিচালকরা।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_cotton__1653800822.jpg

বণিক বার্তা
সুতার বাজারে কাটছে না অস্থিরতা দেশের সুতার বাজারে অস্থিরতা কাটছে না। বৃহত্তম পাইকারি বাজার নারায়ণগঞ্জের টানবাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে সব কাউন্টের সুতার দাম আরেক দফায় ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, স্পিনিং মিল থেকে সুতা সরবরাহ করা হচ্ছে না। বাজার ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের সুতা পাউন্ডপ্রতি বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৯৫-১১০ টাকা দরে। দুই সপ্তাহ আগেও একই কাউন্টের সুতা বেচাকেনা হয়েছিল ৭৫-৮০ টাকায়। পাউন্ডপ্রতি দাম বেড়েছে ১০ টাকা।

uploads/trade_daily/digest_photo_P_Alo_dollar_edit__1653800822.jpg

প্রথম আলো
প্রথম আলোর গোলটেবিল: ডলার ও সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ অর্থনীতির বৈশ্বিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক অবস্থায় নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। করোনার কারণে বিশ্ববাজারে পণ্যমূল্যের যে অস্থিরতা শুরু হয়েছিল, সেটিকে আরও প্রকট করেছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। তাই অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, বাংলাদেশের অর্থনীতিতে সংকটও তত বাড়বে। কারণ, বৈশ্বিক অস্থিরতা রপ্তানিতেও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করবে। এ অবস্থায় উৎপাদক শ্রেণিকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দেশের গরিব মানুষের জন্য খাদ্য ও আর্থিক সহায়তা বাড়াতে হবে। এ ছাড়া চলমান সংকট মোকাবিলায় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে যত দেরি হবে, সমস্যাও তত বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদদের কেউ কেউ। রপ্তানিকারক ও ব্যাংকাররা চান, ডলারের বিনিময়মূল্যকে নিয়ন্ত্রণ না করে বাজারের ওপর ছেড়ে দেওয়া হোক। পাশাপাশি ব্যাংকের সুদহারও বাজারের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। প্রথম আলোর আয়োজনে ‘কোন পথে অর্থনীতি ও আগামীর বাজেট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_news_301248_1__1653800822.jpeg

বণিক বার্তা
গ্যাসের দাম নির্ধারণ: তিন উৎসের অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা সিদ্ধান্তহীনতায় বিইআরসি গ্যাসের দাম গড়ে ১১৭ শতাংশ বাড়াতে ছয় বিতরণ কোম্পানি গত জানুয়ারিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দিয়েছিল। যদিও বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। তবে এখন পর্যন্ত গ্যাসের দামের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থাটি। এর কারণ হিসেবে বিইআরসি বলছে, ভর্তুকি, গ্যাস উন্নয়ন তহবিল ও রিটেনশন মানি—এ তিন উৎস থেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দাম নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। গ্যাসের দামের বিষয়টি মূলত নির্ভর করে ভর্তুকির ওপর। বিইআরসির তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সর্বশেষ গ্যাসের দাম নির্ধারণের সময় প্রতি ঘনমিটারে ২ টাকা ৪৯ পয়সা ভর্তুকি দেয়া হয়েছিল। এবার গ্যাস খাতে সরকার কোনো ভর্তুকি দেবে কিনা বা দিলেও তার পরিমাণ কত; সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_bilatari__1653800822.jpg

বণিক বার্তা
পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডিসিসিআইয়ের বৈঠক: দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে যোগাযোগ অবকাঠামোর উন্নতি প্রয়োজন বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করা প্রয়োজন। স্থলবন্দরগুলোয় অপর্যাপ্ত অবকাঠামোর কারণে আমদানি-রফতানিতে যেমন সময় বেশি লাগছে তেমনি বাড়ছে বাণিজ্য ব্যয়ও। ফলে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রাখতে অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই।গতকাল ভারতের পশ্চিমবঙ্গ সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন মতামত ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান ও ডিসিসিআইয়ের সদস্যরা।

uploads/trade_daily/digest_photo_Samakal_fazle-kabir-samakal-6292e328736cb__1653800822.jpg

সমকাল
বিনিময় হার ও মূল্যস্ফীতি এখন মূল চ্যালেঞ্জ: গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বিপুল বাণিজ্য ঘাটতির কারণে চাহিদার তুলনায় ডলারের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের বিনিময় হারের ভিন্নতা দেখা দিয়েছে। করোনা অতিমারির পর এটি ব্যাংক খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। এ দুই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_D_Post__1653800822.jpg

ঢাকা পোস্ট
২৬ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৬টি প্রতিষ্ঠানকে ২০২০ সালের জন্য জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার দেওয়া হবে। রোববার (২৯ মে) সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও সনদ তুলে দেবেন।

uploads/trade_daily/digest_photo_D_T_md-shameem-ahsan__1653800822.jpeg

The Dhaka Tribune
'Italy can help Bangladesh diversify export baskets' Bangladesh Ambassador to Italy Md Shameem Ahsan in an interview with Dhaka Tribune, said that bilateral trade between the two countries crossed over $2.2 billion recently. ‘Italy is at present the sixth largest export destination of our exports with RMG being the largest export item. It can also help Bangladesh diversify its export baskets,’ said the career diplomat.

uploads/trade_daily/digest_photo_DS-14-29-05-2022__1653800822.jpg

The Daily Sun
Indian Power Import: Bangladesh seeks duty, VAT waivers Bangladesh has again sought waiver of all kinds of customs duties (CDs), duties and Value Added Tax (VAT) on the import of electricity from India as the latter is yet to respond. It would also want exemption of all financial implications due to political events and changes in law in India. Dhaka is raising the duty waiver issue again during the current power secretary-level meeting between Bangladesh and India that started in Delhi on Saturday, official sources said.