BGMEA DAILY DIGEST
BGMEA DAILY DIGEST

June 23, 2022

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_padma__1655961349.jpg
বণিক বার্তা
এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মা সেতুকে ঘিরে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্ক। ফলে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট এবং দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এ সেতুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পদ্মার দুই পারে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে। গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
uploads/trade_daily/digest_photo_Bonikbarta_COATS__1655961349.jpg

বণিক বার্তা
বিজিএমইএ সভাপতির সঙ্গে কোটস প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্বের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিয়াল থ্রেড কোম্পানি কোটসের একটি প্রতিনিধি দল গতকাল গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

uploads/trade_daily/digest_photo_TBS_BGMEA__1655961349.jpg

The Business Standard
BGMEA wants duty-free market access to Russia BGMEA has requested the Russian government to give Bangladeshi apparel items duty-free access to its market. "Since Bangladesh has graduated to a middle-income country, there will be certain changes in market access after 2026, we need to diversify our exports to markets where we have clear potential. For us, the topmost priority is to get preferential market access to Russia," said its president Faruque Hassan recently in a letter to Alexander Vikentyevich Mantytskiy, Russian ambassador to Bangladesh. Talking to The Business Standard, Faruque Hassan said, "If we can get duty-free access to the Russian market, it will not only open a great opportunity for us to deepen our trade relationship, but also Russian consumers can benefit themselves by availing quality goods at competitive prices."

uploads/trade_daily/digest_photo_P_Desh__1655961349.jpg

দৈনিক পূর্বদেশ
চট্টগ্রাম-স্লোভেনিয়া সরাসরি জাহাজ চলাচলে বাড়বে রপ্তানি স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের সাথে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পোর্ট অব কোপারের একটি প্রতিনিধি দল বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের আমন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশটির প্রতিনিধিদল গত মঙ্গলবার (২১ জুন) খুলশী বিজিএমইএ ভবনে এ সভায় তারা মিলিত হন। বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক করার জন্য ট্রান্সশিপমেন্ট বন্দরসমূহের সময়ক্ষেপন ও জাহাজজট এড়ানো, সময় ও খরচ কমানোর স্বার্থে ইউরোপিয় ইউনিয়নসহ বিভিন্ন রপ্তানি দেশসমূহে পণ্য পাঠাতে সরাসরি জাহাজ চালু হলে মধ্য-পূর্ব ইউরোপে আমাদের পোশাক শিল্পের রপ্তানি আরো সম্প্রসারিত হবে। বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, কোভিড সংক্রমণ পরবর্তীতে বিশ্ব অর্থনৈতিক মন্দায় জাহাজ ও কন্টেইনার ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানির সক্ষমতা বজায় রাখার স্বার্থে ইউরোপের বিভিন্ন দেশের সাথে সরাসরি পণ্য পরিবহনের কোন বিকল্প নেই।

uploads/trade_daily/digest_photo_DS_RMG__1655961349.jpg

The Daily Star
RMG exports to Russia on decline The ongoing Russia-Ukraine war has started to have a heavy impact on garment shipments to Russia as export earnings are declining significantly from this promising market for Bangladeshi apparel goods. "We are exporting in alternatively ways and receiving payments in alternative ways. Hope the export will rebound to Russia soon," said Faruque Hassan, president of BGMEA. Few work orders were put on hold and deferred and now the business is being restored gradually, he said. 

uploads/trade_daily/digest_photo_Sun_CTG__1655961349.jpg

The Daily Sun
Ctg to benefit greatly from Padma Bridge The Padma Bridge, which will connect 21 south and southwestern districts, will help expand businesses, reduce transportation costs and time and accelerate growth, businesspeople in Chattogram have observed. BGMEA First Vice President Syed Nazrul Islam said the Padma Bridge will benefit the entire country including Chattogram. The southwestern region of the country was disconnected in terms of road communication earlier. Padma Bridge will create rapid industrialisation in those areas and create many employment opportunities, he said. The employment opportunities will help boost the national GDP. As the premier seaport is situated in Chattogram, the connectivity with more areas will increase the importance of the port city further, observed the BGMEA leader. “Many entrepreneurs will be generated to support the industrialisation in different ways there. It will also create scope for different linkage businesses,” he said.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_trouser__1655961349.jpg

বণিক বার্তা
ট্রাউজারে ভর করে পোশাক খাত উড়ন্ত চীনের ট্রাউজারের উৎপাদন কার্যক্রম বাংলাদেশে সরে আসছে কয়েক বছর ধরে। মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এ স্থানান্তর প্রক্রিয়া আরো জোরালো হয়ে ওঠে। ওই সময় ভিয়েতনাম থেকেও ট্রাউজারের ক্রয়াদেশগুলো বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে। মোট পোশাক রফতানিতে ট্রাউজার ও শর্টসের অংশও এখন বেড়ে চলেছে। দেশের পোশাকপণ্য রফতানির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে বাংলাদেশ থেকে রফতানীকৃত পোশাকপণ্যের এক-তৃতীয়াংশই ট্রাউজার ও শর্টস। বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট রকিবুল আলম চৌধুরী বণিক বার্তাকে বলেন, গত দুই বছর মানুষজন ঘরের মধ্যে আবদ্ধ বেশি ছিল। আবহাওয়ার কারণে পর্যটনও কম হয়েছে। এখন মানুষ ঘরে বসে নেই। বাইরে বের হচ্ছে। সব মিলিয়ে ট্রাউজারের চাহিদাও বেড়েছে।

uploads/trade_daily/digest_photo_TBS_Small_edit__1655961349.jpg

The Business Standard
Small apparel exporters worry as NBR stands firm on bond licencing The National Board of Revenue (NBR) is firm about mandating bond licences for the country's small apparel exporters, according to a recent circular of the revenue authorities, despite the commerce ministry's recommendation for a loosening of the grip. The firm stance of the NBR will take raw material sourcing on credit and without value-added tax (VAT) facilities away from small entrepreneurs, forcing them into losing their competitiveness and drop out of business.

uploads/trade_daily/digest_photo_observerbd.BD__1655961349.jpg

The Daily Observer
Bangladesh urges Japanese businessmen to invest more in various sectors Bangladesh Ambassador to Japan Shahabuddin Ahmed has urged the Japanese businessmen and investors to invest in various sectors in Bangladesh including information technology, garment industry, and leather. He also highlighted Japan's involvement in various mega projects in Bangladesh and thanked the Japanese government for their continuous support, reports UNB.

uploads/trade_daily/digest_photo_P_Alo_Reen_edit__1655961349.jpg

প্রথম আলো
ঋণ পরিশোধে আবার ছাড়, তবে ঢালাও নয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বন্যার কারণে ঋণ পরিশোধে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আবার ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাও সুবিধা না দিয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে। বেশি ছাড় পেয়েছেন বন্যাদুর্গত এলাকার ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক থেকে বুধবার রাতে এ–সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।

uploads/trade_daily/digest_photo_DS_17__1655961349.jpg

The Daily Star
17 garment makers taking part in German summer exhibitions Seventeen Bangladeshi textile and garment companies took part in three international summer exhibitions -- Techtextil, Texprocess and the Heimtextil -- in Germany's Frankfort. The four-day summer special exhibitions started on June 21, according to a statement from Messe Frankfurt Bangladesh, one of the organisers of the event.

uploads/trade_daily/digest_photo_Observer_copa__1655961349.jpg

The Daily Observer
‘Ctg - Koper direct shipping has promising prospects Container shipping service directly connecting Chattagram Port to the Port of Koper in Slovenia may open up prospects for faster and cheaper shipping from Bangladesh to Europe. The optimism was expressed at a meeting between BGMEA President Faruque Hassan and Wahid Salam, Honorary Consul, Consulate of Slovenia in Bangladesh and Miha Groznik, Honorary Consul, Consulate of Bangladesh in Slovenia. MitjaDujc, Commercial Director, Port of Koper and Borut Semrl, Represetative for Hungary, Port of Koper also attended the meeting held at BGMEA's PR office in Gulshan.

uploads/trade_daily/digest_photo_FE_Employment__1655961349.jpg

The Financial Express
Employment injury scheme launched for RMG workers The long-awaited employment injury scheme (EIS) was launched in RMG sector on Tuesday, aiming to effectively protect workers against falling into poverty as a result of workplace accidents and occupational diseases. Workers in the export-oriented RMG sector are set to get enhanced social security through income protection following the launch of the new scheme jointly by the labour ministry and the International Labour Organization (ILO), in collaboration with the Netherlands and Germany (GIZ). Prime Minister's Private Industry and Investment Adviser Salman F Rahman inaugurated the pilot project in an event held at Hotel Intercontinental in the city.The pilot of the employment injury scheme will contribute to the social well-being of workers and employers and above all improve the country's social security system, said BGMEA president.

uploads/trade_daily/digest_photo_P_Alo_Benapole_edit__1655961349.jpg

প্রথম আলো
বেনাপোল-ভোমরায় বাণিজ্য দ্বিগুণ হবে পদ্মা সেতু যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের নতুন দ্বার খুলছে। সহজ যোগাযোগ ও সময় কমে আসায় আমদানি-রপ্তানি বাণিজ্যে এই সেতুর বড় প্রভাব পড়বে। যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়বে বলে আশা করছেন আমদানি-রপ্তানিকারকেরা। এ লক্ষ্যে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের অবকাঠামো সুবিধা দ্বিগুণ করার পরিকল্পনা করা হয়েছে। স্থলপথে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সবচেয়ে বেশি হয় বেনাপোল দিয়ে। তারপরই অবস্থান সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের। পদ্মা সেতু চালু হলে এই দুটি স্থলবন্দরের সঙ্গে রাজধানীর সড়কপথে যাতায়াত সহজ হবে। সময় ও খরচ—দুটোই বাঁচবে। এতে দুই বন্দর দিয়ে বাণিজ্য দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_P_Alo_China_edit__1655961349.jpg

প্রথম আলো
চীনা পণ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কোভিডের আগে আন্তর্জাতিক বাণিজ্য সংবাদের সবচেয়ে আলোচিত বিষয় ছিল চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করে। তখন রীতিমতো বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে। কোভিড শুরু হওয়ার পর অবশ্য বাণিজ্যযুদ্ধের খবর অনেকটা আড়ালে চলে যায়। এবার সেই স্মৃতি উসকে দিয়ে নতুন খবর, চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্যে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, যেসব কোম্পানি চীনের এই অঞ্চল থেকে পণ্য আমদানি করবে, তাদের এই মর্মে প্রত্যয়ন করতে হবে যে, এসব পণ্য জোরপূর্বক শ্রমে তৈরি হয়নি। খবর বিবিসির।

uploads/trade_daily/digest_photo_B_I_Dhaka__1655961349.jpg

দি বিজনেস ইনসাইডার
ঢাকার বাণিজ্যিক ভবনসমূহ পরিদর্শন করবে সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বহুতল বাণিজ্যিক ভবনসমূহ (মার্কেট ভবন) পরিদর্শন করবে সরকার। প্রাথমিকভাবে ১০৭২টি ভবন পরিদর্শনের লক্ষ্যে ইতিমধ্যে ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। বুধবার সমন্বিত পরিদর্শন টিমের সকল সদস্যের জন্য প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

uploads/trade_daily/digest_photo_P_Alo_permission_edit__1655961349.jpg

প্রথম আলো
অনুমতি ছাড়া এনবিআর কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলা নিষেধ গণমাধ্যমের সঙ্গে কর্মকর্তা–কর্মচারীদের কথা বলার ক্ষেত্রে লাগাম টেনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে সরকারি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা বিভাগীয় প্রধানের পূর্বানুমতি কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া গণমাধ্যমে কোনো অভিমত দিতে পারবেন না। এনবিআর এক অফিস আদেশে এমন নির্দেশনাই জারি করেছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে যে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তা–কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো বা আলোচনা অনুষ্ঠানে এবং পত্রিকা ও অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত দিচ্ছেন, নিবন্ধ প্রকাশ করছেন। তাঁরা সরকারের নীতিনির্ধারণী অনেক বিষয়েও মতামত দেন। তাঁদের এসব কাজ সরকারি কর্মচারী আচরণবিধিমালা ১৯৭৯–এর ২২ বিধির পরিপন্থী।