BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 05, 2022

uploads/trade_daily/digest_photo_FE_BGMEA__1656996948.jpg
The Financial Express
BGMEA President Faruque Hassan has urged the NBR to provide green channel facility to RMG exporters to ensure faster delivery of imported garment raw materials through coordination between the Customs and port authorities. He also called on the NBR to issue a self-clearance licence to RMG exporters to allow them to take quick delivery of imported raw materials from the ports. The BGMEA chief made the request during a meeting with NBR Chairman Abu Hena Md Rahmatul Muneem held at NBR office in the city on Monday, reports UNB. BGMEA Vice President Shahidullah Azim, Director Asif Ashraf and Chair of BGMEA Standing Committee on Foreign Mission Cell Shams Mahmud were also present at the meeting.
uploads/trade_daily/digest_photo_DS_Extra__1656996948.jpg

The Daily Star
Extra cash incentive planned for non-cotton RMG exports The government could pay additional incentives to the exporters of non-cotton apparel items in order to help them offset the severe impacts of the Russia-Ukraine war on the shipment of garment items. A file from the commerce ministry was sent to the finance ministry a few days ago, recommending at least 5 per cent additional cash incentive for the shipment of non-cotton garment items, which are made from man-made fibre (MMF). BGMEA sent a letter to the commerce ministry, demanding a 10 per cent cash incentive on the export of non-cotton garment items as the demand for MMF-made apparel products is growing worldwide and the prices are also better than cotton-based ones. Faruque Hassan, president of the BGMEA, said the demand for non-cotton garment items is rising thanks to the change in fashion and styles.

uploads/trade_daily/digest_photo_Supro__1656996948.jpg

সুপ্রভাত
কী গ্যান্ট্রি ক্রেনে পরিপূর্ণ হলো চট্টগ্রাম বন্দর গতকাল চীন থেকে আসা নতুন করে দুটি কী গ্যান্ট্রি ক্রেন নেমেছে চট্টগ্রাম বন্দরের জেটিতে। এর আগে গত ৭ মে এসেছিল আরো দুটি। ফলে চট্টগ্রাম বন্দরে মোট কী গ্যান্ট্রিক্রেনের সংখ্যা হলো ১৮টি। ২০০৫ সালে চারটি দিয়ে শুরু করার পর ২০১৮ সালে ৩৪৫ কোটি টাকায় দুই দফায় এসেছে ছয়টি কী গ্যান্ট্রি ক্রেন। দেশের অর্থনীতি যে গতিতে এগুচ্ছে সেই গতিতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ছে না উল্লেখ করে বাংলাদেশ পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন,‘ বে টার্মিনাল ও গভীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দ্রুত চালু করা প্রয়োজন। অন্যথায় বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়নের গতি।’

uploads/trade_daily/digest_photo_DS_Quickly__1656996948.jpg

The Daily Star
Quickly release of goods from BM Container Depot: BGMEA BGMEA made the call in a meeting with Abu Hena Md Rahmatul Muneem, chairman of the National Board of Revenue (NBR), at the latter's office in Dhaka.Some 391 containers of garment items have been waiting at the port area to be exported, said Shahidullah Azim, senior vice-president of BGMEA. Similarly, some 420 containers of imported goods mainly loaded with garment accessories or chemicals and other goods are also waiting to be released from the port, he said. Now, a joint survey is required to release all these goods to check whether they got damaged during the blast at the container depot in Chattogram's Sitakunda, Azim said.

uploads/trade_daily/digest_photo_KK_success__1656996948.jpg

কালের কন্ঠ
সাফল্যের ধারা অব্যাহত থাক: রপ্তানি আয়ে রেকর্ড রপ্তানি খাতের এই প্রবৃদ্ধি আমাদের ধরে রাখতে হবে এবং উত্তরোত্তর তাকে আরো এগিয়ে নিতে হবে। রপ্তানিসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, চলতি অর্থবছরেও আমাদের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে এবং পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানি আয় ৬৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিশ্বজুড়ে এখনো করোনার তাণ্ডব চলছে। এর ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ব অর্থনৈতিক মন্দারও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। এ জন্য আমাদের এখন থেকেই ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_gas__1656996948.jpg

বণিক বার্তা
গ্যাসস্বল্পতা কাটছে না বিদ্যুৎস্বল্পতা শুরু হয়েছে তীব্র গ্যাস সংকট দেখা যাচ্ছে শিল্প, আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে। শিল্প মালিকদের অনেকের অভিযোগ, শিল্প-কারখানায় নির্ধারিত গ্যাসের চাপ পাচ্ছেন না তারা। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পেট্রোবাংলার দৈনিক প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, গতকাল জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয়েছে প্রায় ২৮২ কোটি ঘনফুট। এর মধ্যে স্থানীয় উৎস থেকে সরবরাহ হয়েছে প্রায় ২৩১ কোটি ঘনফুট। আমদানীকৃত এলএনজি সরবরাহ হয়েছে প্রায় ৫০ কোটি ঘনফুট। এর আগে গত ২৭ জুন জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছিল প্রায় ৩১০ কোটি ঘনফুট। সে হিসেবে এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ কমেছে ৩০ কোটি ঘনফুটেরও বেশি।

uploads/trade_daily/digest_photo_KK_48__1656996948.jpg

কালের কন্ঠ
৪৮ ঘণ্টায় বন্দর ছাড়বে জাহাজ চট্টগ্রাম বন্দরের আধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একসঙ্গে ১৪টি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ দিয়ে পণ্য ওঠানো-নামানো হবে। এই যন্ত্র বিশ্বের সব শীর্ষ সমুদ্রবন্দরেই দ্রুত পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হচ্ছে। আর এত দিন ১০টি গ্যান্ট্রি ক্রেন দিয়ে পণ্য ওঠানো-নামানো হচ্ছিল বন্দরের এনসিটিতে; গত মে মাসে দুটি গ্যান্ট্রি ক্রেন এরই মধ্যে পণ্য ওঠানো-নামানোয় যুক্ত হয়েছে। গতকাল সোমবার পৌঁছানো আরো দুটি গ্যান্ট্রি ক্রেন বন্দরের বহরে যুক্ত হবে জুলাইয়ের মাঝামাঝিতে।

uploads/trade_daily/digest_photo_Janakan_ponno__1656996948.webp

জনকন্ঠ
পণ্য বহুমুখীকরণে জোর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের: রফতানি আয়েই আশার আলো সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গত মে মাসে। গত জুনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও রেকর্ড পরিমাণে কমে গেছে। অর্থনৈতিক এমন সঙ্কটের মধ্যেই আশার আলো জ্বেলেছে রফতানি আয়। গত অর্থবছর শেষে ৫২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে দেশের রফতানি আয়। রফতানি করা পণ্যের মধ্যে ৮২ শতাংশই তৈরি পোশাক। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীর পর ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করে রফতানি আয় যে ৫২ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে, তা একটি বড় অর্জন। সরকার রফতানি বাড়াতে বিভিন্ন নীতিমালা গ্রহণ ও আর্থিক প্রণোদনা অব্যাহত রেখেছে।

uploads/trade_daily/digest_photo_DS_Trade__1656996948.jpg

The Daily Star
Trade deficit hits historic high Bangladesh's trade deficit hit a historic high of $30.81 billion in the first 11 months of the 2021-22 fiscal year, intensifying the pressure on the macroeconomic zone.The country has been facing the higher trade deficit in recent months due to the escalation of imports against lower exports. Trade deficit in the first 11 months of FY21 stood at $20.70 billion, according to data from the Bangladesh Bank.

uploads/trade_daily/digest_photo_P_Alo_Dhaka_edit__1656996948.jpg

প্রথম আলো
ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিতকরণ: ঢাকার বাণিজ্যিক ভবন পরিদর্শন শুরু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বহুতল বাণিজ্যিক ভবন (মার্কেট ভবন) পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্বাধীন সমন্বিত পরিদর্শন দল। সরকারি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।