BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 24, 2022

uploads/trade_daily/digest_photo_observerbd.com_TEXWORLD__1658639890.jpg
The Daily Observer
A delegation of BGMEA comprising leading apparel exporters from Bangladesh have participated in an international trade exhibition -- Texworld USA Summer 2022 - to explore more business opportunities in the USA market. Texworld USA, one of the largest sourcing events for suppliers, buyers, designers, merchandisers and overseas sourcing professionals, was held in New York on July 19-21, said the BGMEA on Saturday. The delegation headed by BGMEA Vice President Shahiduallh Azim showcased the strengths of Bangladesh's RMG industry in the fair, especially its growing importance on manufacturing diversified products including value-added apparels made from non-cotton and technical textiles.
uploads/trade_daily/digest_photo_TBS_KUHU__1658639890.jpg

The Business Standard
BGMEA, fashion designer Kuhu Plamondon sign MoU BGMEA has signed a memorandum of understanding (MoU) with noted fashion designer Kuhu Plamondon to explore the opportunity of exporting garments linking the rich culture and heritage of Bangladesh with fashion. On behalf of BGMEA, President Faruque Hassan inked the agreement which aims to collaborate on developing high-end fashionable garments blending local culture and heritage and taking them to global customers. BGMEA Vice President Miran Ali, Directors Barrister Vidiya Amrit Khan, Md Imranur Rahman and Neela Hosna Ara were also present at the MoU signing ceremony.

uploads/trade_daily/digest_photo_Samaka_edit__1658639890.jpg

সমকাল
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির অংশ কমেছে বিজিএমইএর হিসাবে গেল অর্থবছরে অপ্রচলিত শ্রেণির বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অংশ ১৪ দশমিক ৯৬ শতাংশ। এর আগের অর্থবছর ছিল ১৬ দশমিক ১৬ শতাংশ। তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সমকালকে বলেন, কিছু উদ্যোগ সত্ত্বেও অন্যান্য বাজারের সঙ্গে তাল মিলিয়ে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে না। কীভাবে এসব বাজারে রপ্তানির অংশ বাড়ানো যায়, সে বিষয়ে ভাবছে বিজিএমইএ। আগামী জানুয়ারির মধ্যে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান তাঁরা। তিনি জানান, কাঙ্ক্ষিত গতিতে না বাড়লেও কয়েক বছর আগে কিছু পরিকল্পনা নেওয়ায় অপ্রচলিত বাজারে রপ্তানি কিছুটা বেড়েছে।

uploads/trade_daily/digest_photo_BI_BD__1658639890.jpg

The Business Insider
Bangladesh exporters worried over H&M’s exit from Russia Apparel exporters have expressed concern over the exit of Swedish retailer H&M, largest importer of Bangladesh, from the Russia market. “As H&M is the largest importer of Bangladesh, its exit from the Russian market will put adverse impact on the export volume of Bangladesh,” Shahidullah Azim, vice president of BGMEA, told the Business Insider Bangladesh on Saturday.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_UNCTAD__1658639890.webp

বণিক বার্তা
আঙ্কটাডের মানদণ্ড ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে ৮০%-এর বেশি জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, পোশাক খাতকে সবসময় লিড টাইম বা নির্ধারিত সময়সীমা মেনে চলতে হয়। রফতানি পণ্যের কাঁচামাল আমদানির চালান আসার সঙ্গে সঙ্গেই আমরা তা দ্রুত কারখানায় নিয়ে যেতে চাই। কিন্তু বন্দর থেকে পণ্য খালাস করাসহ অনেক ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে লিড টাইম থেকে পিছিয়ে পড়ি। বন্দরে আধুনিক উপকরণ ও জেটির সমস্যা আছে। পণ্য খালাস, লোড-আনলোড করতে সময় ব্যয় হয় বেশি। এ সক্ষমতাগুলো আগের চেয়ে বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনার তুলনায় সক্ষমতা বাড়ছে না। যে কারণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা যাচ্ছে না। আন্তর্জাতিক মানের বন্দর গড়ে তুলতে আরো বেশি দ্রুতগতিতে এগিয়ে যেতে হবে। বর্তমান অগ্রগতিতে পূর্ণ সন্তুষ্টির সুযোগ কম। ৬৭ বিলিয়ন ডলারের যে রফতানি লক্ষ্য ধরা হয়েছে, তা বহন করার সক্ষমতা চট্টগ্রাম বন্দরের আছে। কিন্তু আন্তর্জাতিক মানের বন্দর হতে গেলে অকুপেন্সি রেট কমিয়ে আনতে হবে, যেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আরো কাজ করতে হবে।

uploads/trade_daily/digest_photo_DS_bgmea_made_in_bangladesh__1658639890.jpg

The Daily Star
Website for November’s ‘Made in Bangladesh Week’ launched The official website of 'Made in Bangladesh Week' has been launched today, which contains detailed information about the event to be held in Dhaka on November 12-18 this year. The weeklong event will be organised by the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) in partnership with Bangladesh Apparel Exchange (BAE) to promote the local garment industry in global platforms.

uploads/trade_daily/digest_photo_Inquilab_texworld__1658639890.jpeg

ইনকিলাব
মার্কিন বাজারে পোশাক রপ্তানির সুযোগ অন্বেষণে টেক্সওয়ার্ল্ডে বিজিএমইএ মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রূদূত এম শহীদুল ইসলাম প্রদর্শনীতে বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি মার্কিন বাজারে সুযোগ অন্বেষণে দূতাবাসের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশ আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, এ ধরনের ট্রেড শোতে বাংলাদেশী রপ্তানিকারকদের অংশগ্রহণ মার্কিন বাজারের সম্ভাব্য ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন ও সুযোগগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

uploads/trade_daily/digest_photo_N_Age_Fashion__1658639890.jpg

The New Age
FASHION INDUSTRY BENCHMARK REPORT: Bangladesh’s rating for social, labour compliance improves Fashion brands and buyers in the United States see lower social and labour compliance risks in sourcing apparel from Bangladesh as the rating of the country in this particular area improved in 2022, according to a global study.Fashion brands and buyers in the United States see lower social and labour compliance risks in sourcing apparel from Bangladesh as the rating of the country in this particular area improved in 2022, according to a global study.

uploads/trade_daily/digest_photo_Tritio__1658639890.jpg

দৈনিক তৃতীয় মাত্রা
সবক্ষেত্রেই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), প্র্যাক্সিস এবং আমব্রেলা পিএমসি’র যৌথ উদ্যোগে পদ্ধতিগত টেকসই বিল্ডিং ডিজাইন এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার গত বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি চেম্বার সভাপতি মাহবুবুল বলেন—জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র দাবদাহ ও দাবানল সৃষ্টি হচ্ছে। কাজেই আমাদেরকে সবক্ষেত্রেই পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। চট্টগ্রামে টেকসই ও পরিবেশবান্ধব আবাসিক স্থান ও শিল্প কারখানা নির্মাণে বিশেষায়িত প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে। 

uploads/trade_daily/digest_photo_observerbd.com___1658639890.jpg

The Daily Observer
BGMEA congratulates new BB Governor Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has sought the support of Bangladesh Bank (BB) in continuing the growth momentum of the RMG industry by facing current challenges, especially the impacts of the ongoing Russia-Ukraine conflict on the global economy. BGMEA President Faruque Hassan made the request when he called on newly appointed Governor Abdur Rouf Talukder at the BB office in Dhaka on Thursday. BGMEA Vice President Md. Nasir Uddin, Directors Asif Ashraf, Barrister Vidiya Amrit Khan, Neela Hsona Ara were also present at the meeting.

uploads/trade_daily/digest_photo_PAlo_Latin_America_edit__1658639890.jpg

প্রথম আলো
লাতিন আমেরিকা: সম্ভাবনাময় যে রপ্তানি বাজার ধরতে পারছে না বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, মারকোসারভুক্ত দেশগুলোর সঙ্গে অন্য সব দেশ ঠিকই ভালো বাণিজ্য করছে। আরও বাণিজ্য করার জন্য তারা মুক্তবাণিজ্য চুক্তিও (এফটিএ) করেছে। পিছিয়ে শুধু বাংলাদেশ। মারকোসারভুক্ত দেশগুলোর সঙ্গে ভারত, মিসর, ইসরায়েল, মেক্সিকো, মরক্কো ও দক্ষিণ আফ্রিকা কাস্টমস ইউনিয়নের (এসএসিইউ) সঙ্গে এফটিএ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর সঙ্গেও এখন মারকোসারের এফটিএ চূড়ান্ত হওয়ার পথে। সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডার সঙ্গে মারকোসারভুক্ত দেশগুলোর এফটিএর আনুষ্ঠানিক দর-কষাকষি চলছে। এ ছাড়া চীনও মারকোসারভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যাপক হারে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে।

uploads/trade_daily/digest_photo_Jugantor__1658639890.jpg

যুগান্তর
সরকারের তিন পদক্ষেপ বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় মৌলিক তিনটি পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে ডলার সাশ্রয়ে আমদানি নিয়ন্ত্রণ, সুদহার বৃদ্ধি এবং সংকোচনমূলক মুদ্রানীতির আওতায় ঋণপ্রবাহ কমানো। এছাড়া আরও কিছু সহযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। যা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর মধ্যে একটি উদ্যোগের কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।