BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 24, 2022

uploads/trade_daily/digest_photo_UNB_Li_edit__1669269227.jpg
UNB
BGMEA President Faruque Hassan called upon Li & Fung to increase sourcing garments, especially value-added products from Bangladesh.He also requested Li & Fung to explore avenues of how they could collaborate with their suppliers in developing high-end products including man-made fibre-based apparels, home textiles and other products, and source those products from Bangladesh. He made the request to Spencer Fung, Executive Chairman of Li & Fung, who paid a visit to BGMEA on November 23. Chair of BGMEA Standing Committee on Press, Publication and Publicity Shovon Islam was also present at the meeting.
uploads/trade_daily/digest_photo_A_Shomoy_udpadonshi__1669269227.jpg

আমাদের সময়.কম
উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের স্বাস্থ্যের ওপর জোর দিলেন বিজিএমইএ সভাপতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, একটি উন্নত এবং আরও টেকসই তৈরি পোশাক শিল্প তৈরির জন্য শ্রমিকদের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত করাকে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, শ্রমিকরা সুস্থ থাকলে শিল্প ভালো চলবে। যেহেতু আমরা ক্রমবর্ধমানভাবে শিল্পের সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উপর জোর দিচ্ছি, তাই আমাদের শ্রমিকদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। কারণ সুস্থ শ্রমিক অনেক বেশি উৎপাদনশীল হয়ে থাকে। মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব নারী নেতাদের সংগঠন জি১০০-এর বাংলাদেশে প্রথম শীর্ষ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এমান্নান এমপি।অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জেরার্ড ভ্যান লিউয়েন, জি১০০-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. হারবিন অরোরা রায়, জি-১০০ গ্লোবাল চেয়ার অব হেলথকেয়ার অ্যান্ড ওয়েলনেস এর ফারজানা চৌধুরী প্রমুখ।

uploads/trade_daily/digest_photo_FE_RMG__1669269227.jpg

The Financial Express
RMG exporters should set sights on Asian countries Local garment manufacturers need to focus on Asian countries as the net export values in the first quarter of the current fiscal declined considerably due to higher prices of raw materials, Bangladesh Bank said in its latest quarterly review. Asked, BGMEA President Faruque Hassan said prices of raw materials have significantly gone up during the last two years mainly because of the pandemic, demand surge in the post-lockdown period, high cost of freights and the Russia-Ukraine war. Though unit prices of apparel items have increased, the net export earnings declined mainly because of high raw materials prices and freight costs, resulting from Russia-Ukraine war, he noted.

uploads/trade_daily/digest_photo_NB_USA__1669269227.jpg

নিউজ বাংলা২৪
যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে ৪২ শতাংশ প্রবৃদ্ধি তৈরি পোশাক খাতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর ডেনিমে অবস্থান সবার শীর্ষে। সাশ্রয়ী দাম আর গুণগত মান ভালো হওয়ায় এখানকার ডেনিমের কদর বিশ্বজুড়ে। সে সুবাদে চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ডেনিম রপ্তানি করেছে ৭৪ কোটি ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান এ বিষয়ে নিউজবাংলাকে বলেন, ‘আমরা ডেনিমে বিশ্বে এক নম্বরে অবস্থান করছি। আর তৈরি পোশাকে আমাদের অবস্থান দ্বিতীয়। সারা বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ডেনিম রপ্তানিতে আমরা ভালো করছি।’তিনি বলেন, ‘ডেনিমে যে ফেব্রিক দরকার পড়ে তেমন কয়েকটি ফেব্রিক মিল আমাদের এখানে হয়েছে। পাশাপাশি ডেনিমে যে ওয়াশিং দরকার হয় তার জন্যও আমাদের বেশকিছু লন্ড্রি ও উন্নতমানের ওয়াশিং ফ্যাক্টরি রয়েছে। এসব কিছু মিলে আমরা ডেনিমে অনেক ভালো করছি এবং আগামীতে আরও ভালো করব। ডেনিমে আমরা অনেক বিনিয়োগ করেছি।’

uploads/trade_daily/digest_photo_DT_BD__1669269227.jpeg

The Dhaka Tribune
Bangladesh still top exporter of denim to the US Data from the Office of Textiles and Apparel (Otexa) of the Commerce Department show that Bangladesh exported denim apparel to the North American country worth $738.70 million in the first nine months of 2022, up 42.01% from $520.16 million during the same period of 2021. Talking to Dhaka Tribune, Mohiuddin Rubel, director of the BGMEA and additional managing director of Denim Expert Limited, said that Bangladesh's position in the US, especially in denim, has always been good. He also said that just after the shock of the Covid-19 pandemic, the ongoing Russia-Ukraine war further hit the global economy and despite this situation, the denim of Bangladesh has been doing well.

uploads/trade_daily/digest_photo_UNB_BGMEA_edit__1669269227.jpg

UNB
BGMEA for ensuring workers' health, well-being for improving productivity Ensuring the health and well-being of the workers must be a key priority for building a better and more sustainable RMG industry, BGMEA has said. "If the workers are healthy, the industry will run well. As we are increasingly focusing on enhancing the industry's capacity and productivity, it's imperative to ensure workers' health because healthy workers are more productive," BGMEA President Faruque Hassan said Tuesday at the global women leaders' organisation G100's first summit in Bangladesh. Planning Minister MA Mannan attended the event as chief guest. Dutch Ambassador to Bangladesh Anne Gerard van Leeuwen, founder and President of G100 Harbin Arora Rai, and Farzanah Chowdhury, G100 global chair of healthcare and wellness, also spoke at the programme.

uploads/trade_daily/digest_photo_D_Times_li_edit__1669269227.jpg

ঢাকা টাইমস২৪
লি অ্যান্ড ফাং’কে মূল্য সংযোজিত পোশাকের সোর্সিং বাড়ানোর অনুরোধ বিজিএমইএর বিজিএমইএ সভাপতি ফারুক হাসান লি অ্যান্ড ফাং (Li & Fung)-কে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, বিশেষ করে মূল্য সংযোজিত পণ্যের সোর্সিং বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনি ম্যান-মেইড ফাইবার-ভিত্তিক পোশাক, হোম টেক্সটাইল সহ অন্যান্য উচ্চ মূল্যের পোশাক উৎপাদনে বাংলাদেশি সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান এবং বাংলাদেশ থেকে ঐসব পণ্য সোর্সিং করার পথ খুঁজে বের করার জন্যও লি অ্যান্ড ফাং’কে অনুরোধ জানান। বুধবার লি অ্যান্ড ফাং এর নির্বাহী চেয়ারম্যান স্পেন্সার ফাং (Spencer Fung) বিজিএমই একমপ্লেক্সে বিজিএমইএ সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান, শোভন ইসলাম।

uploads/trade_daily/digest_photo_Bhoka_OTEXA_edit__1669269227.jpeg

ভোরের কাগজ
অটেক্সার প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির শীর্ষে বাংলাদেশ চলতি বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৭০ কোটি (৭০৬.৫৩ মিলিয়ন) ডলার। যা শতাংশের হিসেবে বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এই বাজারটিতে ভিয়েতনাম, পাকিস্তান এবং মেক্সিকোর চেয়ে বেশি পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল এন্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে বিজিএমইএ পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, ডেনিম সেক্টরে ভালো পারফর্ম করেছি এবং যুক্তরাষ্ট্র এখন আমাদের অন্যতম প্রধান বাজার। তিনি আরো বলেন চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে অক্টোবর থেকে আমাদের ডেনিম রপ্তানি আয় কমেছে। এ কারণে চলতি বছর শেষ হওয়ার পর প্রবৃদ্ধির হার কমে যাবে।

uploads/trade_daily/digest_photo_B_Post_Business_edit__1669269227.jpg

The Business Post
Businesses struggle as banks refuse to open LCs The country is on path to face a catastrophic supply chain crunch, businesses fear, as most scheduled banks are refusing to open letter of credits (LCs) due to a shortage of foreign currencies. The fall in LC openings has already begun wreaking havoc in the manufacturing industries as raw materials imports continue to fall, business leaders said, warning that if this goes on, the country will witness a complete collapse of the supply chain

uploads/trade_daily/digest_photo_Samakal_6_edit__1669269227.jpg

সমকাল
৬টি কনটেইনার স্ক্যানার কিনছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের বিভিন্ন কাস্টমস হাউস ও দপ্তরের জন্য ছয়টি পূর্ণাঙ্গ কনটেইনার স্ক্যানার সিস্টেম কিনছে। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।