BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 11, 2023

uploads/trade_daily/digest_photo_UNB__1681189168.jpg
UNB
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has come forward with financial donation to help destitute and underprivileged people with iftar in the holy month of Ramadan. BGMEA donated a part of the money budgeted for an Iftar program for its members to the Mastul Foundation to distribute iftar items among 25 thousand destitute people. BGMEA President Faruque Hassan handed over a cheque of donation to Founder and Executive Director of Mastul Foundation Kazi Reaz Rahman at a program held at BGMEA Complex in Uttara, Dhaka on April 10. BGMEA Vice President Miran Ali was also present at the the cheque handover ceremony.
uploads/trade_daily/digest_photo_DS_High__1681189168.jpg

The Daily Star
High costs limit exporters’ gain from taka’s fall The government depreciated the currency in an export-friendly manner so they were the beneficiaries, said Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). However, utility charges, wages and raw material prices rose at the same time for which many exporters' profit margins did not get a boost. Had the currency not been depreciated, many companies would have incurred losses and even been forced to shut down their factories, he said. So, the depreciation saved the day by raising their competitiveness in the global market, Hassan added.

uploads/trade_daily/digest_photo_P_Alo__1681189168.jpg

প্রথম আলো
পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে বোর্ড গঠন নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ। সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করেছে মন্ত্রণালয়। কমিটির সদস্যদের নাম কাল (আজ মঙ্গলবার) জানতে পারবেন। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, মজুরি বোর্ডে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মালিকপক্ষের প্রতিনিধি হচ্ছেন। এদিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি।

uploads/trade_daily/digest_photo_Bonik__1681189168.jpg

বণিক বার্তা
জানুয়ারি-মার্চ: কারখানা বন্ধ হয়েছে ৯৭টি খুলেছে ৮৭টি শিল্প খাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর তথ্য অনুযায়ী, দেশের শিল্প অধ্যুষিত এলাকাগুলোয় গত তিন মাসে কারখানা চালুর চেয়ে বন্ধ হয়েছে বেশি। বিজিএমইএ সহসভাপতি শহিদউল্লাহ আজিম বণিক বার্তাকে বলেন, ‘যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো মূলত কাজের অভাবেই বন্ধ হয়েছে। বর্তমানে কাজের সংকটের বিষয়টি কারো অজানা নয়। পোশাক শিল্পের অনেকেই এখন দাঁত কামড়ে শিল্প টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সহ্যসীমা ছাড়িয়ে গেলে বাধ্য হয়ে বন্ধের নোটিস দিচ্ছেন। যারা নতুন করে কারখানা চালু করছেন, তাদের সতর্ক হতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ কারখানাগুলো যেখানে বন্ধ হচ্ছে, সেখানে নতুন করে কারখানা চালু করে টিকে থাকার বিষয়টি অনেক কঠিন হবে বলেই মনে করছি।’

uploads/trade_daily/digest_photo_BNews__1681189168.jpg

বাংলা নিউজ২৪
রমজানে নিম্ন আয়ের পরিবারকে সহায়তা করছে পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ইফতারে সহায়তা করতে আর্থিক অনুদানসহ এগিয়ে এসেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সোমবার (১০ এপ্রিল) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফারুক হাসান, মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। ২৫ হাজার দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের জন্য বিজিএমইএ তার সদস্যদের জন্য একটি ইফতার কর্মসূচির বাজেটের অর্থের একটি অংশ মাস্তুল ফাউন্ডেশনকে দান করেছে।

uploads/trade_daily/digest_photo_Jugantor__1681189168.jpg

যুগান্তর
ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল ঈদুল ফিতরে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সব সরকারি অফিস ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়ল। এটি সরকারের ঈদ উপহার। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।