BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 25, 2023

uploads/trade_daily/digest_photo_TBS_it_is_edit__1684994549.jpg
The Business Standard
BGMEA President Faruque Hassan has emphasised the need for a strategic shift from volume-based production to value addition in order to foster sustainable growth of the readymade garment industry in Bangladesh. "This transition is very much important for long-term success of the industry," he said while speaking at the opening ceremony of a training session on 'creating high-end fashion heritage materials from Bangladesh' held at BGMEA Complex in Uttara, Dhaka on Wednesday (24 May).The training initiative is a part of the High End Fashion Project (Linking Bangladesh's Heritage Material to the International Export Market) under EIF Export Diversification and Competitiveness Development Project (TIER 2). The training, conducted under the Centre of Innovation, Efficiency and Occupational Safety and Health (CIEOSH) of BGMEA, aims to create fashion professionals and designers with knowledge and skills necessary for developing high-end fashionable garments using heritage fabrics and materials. BGMEA Director Neela Hosna Ara also spoke at the opening ceremony.
uploads/trade_daily/digest_photo_Samakal_manmade__1684994549.jpg

সমকাল
ম্যানমেইড ফাইবারের পোশাকে চীনা সহায়তা চায় বিজিএমইএ কৃত্রিম তন্তু বা ম্যানমেইড ফাইবারের পোশাক উৎপদানে চীনা প্রযুক্তি এবং উপকরণ সহায়তা চেয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যেক্তাদের সংগঠন বিজিএমইএ। ঢাকা সফররত চীনা বস্ত্র ও পোশাক খাতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সহায়তা চান।বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।চীনা প্রতিনিধিদলে ছিলেন দেশটির হুবেই জিনতিয়ান টেক্সটাইল বোর্ডের চেয়ারম্যান জুয়েউ ঝাং, সাংহাই চ্যালেঞ্জেস টেক্সটাইলের জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়াং কিডং ও রিটন আউটডোর স্পোর্টস প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক তিন্না ঝাং প্রমুখ। এ সময় বিজিএমইএ পরিচালক নীলা হোসনে আরাসহ সংগঠনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_pre__1684994549.jpg

বণিক বার্তা
দীর্ঘমেয়াদে আর্থিক ও রাজস্বসংক্রান্ত নীতি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা স্বস্তির সঙ্গে বিনিয়োগ করতে পারবেন: ফারুক হাসান, সভাপতি, বিজিএমইএ বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী পোশাক শিল্প খাত বর্তমানে বিভিন্ন চাপের কারণে নাজুক অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিল্পের ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের অব্যাহত সহায়তার কোনো বিকল্প নেই। রফতানির ক্ষেত্রে যেসব প্রণোদনা আছে, তা আরো বাড়ানো দরকার। আমরা বিশ্বাস করি, আমাদের সুপারিশগুলো আসন্ন বাজেটে প্রতিফলিত হবে।

uploads/trade_daily/digest_photo_DS_BD_export__1684994549.jpg

The Daily Star
Bangladesh leaps to top position in RMG export to EU in volume Bangladesh secured the top position in garment shipments to the European Union during the January-March period, overtaking China in terms of quantity, as retailers in the trade bloc have started diversifying their sources to reduce overdependence. Exports to the EU from Bangladesh declined 3.67 per cent, or 11.84 million kilogrammes (kgs), to roughly 310 million kgs in the first three months of 2023, according to the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).In terms of value, the country retained the second position in garment shipments to the bloc, as per data from Eurostat. But if considered in terms of quantity, Bangladesh became the "number one" apparel sourcing destination for the EU during the three-month period, said BGMEA President Faruque Hassan.

uploads/trade_daily/digest_photo_TBS_BD__1684994549.jpg

The Business Standard
Bangladesh's apparel export to EU increases by 3.9%, remains second largest source Bangladesh's apparel export to European Union has shown value-wise growth by 3.9% during the January-March period of 2023 to $5.6 billion from $5.4 billion in January-March 2022."The Eurostat has published the data on EU's apparel import for the period of January-March 2023 and we have compiled and analyzed it based on year-on-year progress," said Bangladesh Garment Manufacturers and Exporters Association President Faruque Hassan.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_wage__1684994549.jpg

বণিক বার্তা
পোশাক খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা অতীব জরুরি : সৈয়দ নজরুল ইসলাম, প্রথম সহ-সভাপতি, বিজিএমইএ এ কথা আজ সর্বজন স্বীকৃত বাংলাদেশের অর্থনীতি এখন রফতানির ওপর নির্ভরশীল। আর রফতানির প্রধানতম খাত হলো তৈরি পোশাক শিল্প। দেশের প্রায় ৮২ শতাংশ রফতানি আয় আমরা তৈরি পোশাক শিল্পের মাধ্যমে অর্জন করে আসছি। দেশে তৈরি পোশাক শিল্পের উন্নয়ন সাধনের মাধ্যমে অর্থনীতিকে বেগবান করে দেশের উন্নয়ন করা সম্ভব। রফতানি বাণিজ্যকে টিকিয়ে রাখতে সরকার কর্তৃক নীতিগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর লক্ষ্যে বাজেটে বিদ্যুৎ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহসহ মূল্যহ্রাসের ব্যবস্থা করতে হবে, ভ্যাট ট্যাক্স কমাতে হবে, ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটের মধ্যে রাখতে হবে, রফতানি আয়ে ইনসেন্টিভ অব্যাহত রাখতে হবে। বাজেটে ‘ইজি অব ডুয়িং বিজনেস’ নিশ্চিত করার লক্ষ্যে সহজীকরণ নীতিকে প্রাধান্য দিতে হবে।

uploads/trade_daily/digest_photo_UNB_BGMEA_edit__1684994549.jpg

UNB
BGMEA, Fred Hollows Foundation intend to collaborate on providing eye care to garment workers BGMEA and the Fred Hollows Foundation have expressed willingness to collaborate in improving eye health of garment workers in Bangladesh. Jennifer Gersbeck, an executive director of Global Advocacy and Dr. Najmus Sahar Sadiq, cluster director (Bangladesh, Myanmar and Nepal), of the Fred Hollows Foundation, met BGMEA Director Neela Hosna Ara to discuss how both organizations can work together in ensuring quality eye care services for the garment workers.  The meeting was held at BGMEA Complex in Uttara, Dhaka on Wednesday. BGMEA Director Neela Hosna Ara thanked the Fred Hollows Foundation for their willingness of support, saying BGMEA welcomes initiatives that aim to ensure well-being of garment workers.

uploads/trade_daily/digest_photo_KK_malik_edit__1684994549.jpg

কালের কন্ঠ
মালিক-শ্রমিকের কাছে মজুরি প্রস্তাব চেয়েছে বোর্ড মজুরি বোর্ডের প্রথম সভায়ই বোর্ড চেয়ারম্যান মালিক ও শ্রমিক উভয় পক্ষের কাছেই মজুরি প্রস্তাবনা চেয়েছেন। মালিকপক্ষ ন্যূনতম মজুরি কত প্রস্তাব করে এবং শ্রমিকপক্ষ কত প্রস্তাব করে, সেটি বোর্ডের পরবর্তী বৈঠকেই উপস্থাপন করতে বলা হয়েছে। গতকাল বুধবার নতুন মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বৈঠকে তৈরি পোশাক খাতের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বর্তমানে কতটা গার্মেন্ট কারখানা চালু রয়েছে, কতজন শ্রমিক কাজ করেন সে বিষয়ে জানতে জান বোর্ড চেয়ারম্যান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আমার কাছে মজুরি কেমন হওয়া উচিত সে বিষয়ে জানতে চওয়া হয়। আমি বলেছি, মালিক-শ্রমিক সবার জন্য সহনীয় হয় এমন মজুরি কাঠামো ঠিক করা দরকার।

uploads/trade_daily/digest_photo_B_post_next_edit__1684994549.jpg

The Business Post
Next budget should devise guidelines to meet economic challenges The budget for the fiscal year 2023-24 should formulate guidelines to meet all challenges, including Russia-Ukraine war impact, dollar crisis, boosting investment, export diversification, LDC graduation and removal of current obstacles to local industries, Bangladesh Chamber of Industries (BCI) President Anwar-ul Alam Chowdhury (Parvez) tells The Business Post’s Rafikul Islam in an interview.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_jeans__1684994549.jpg

বণিক বার্তা
রফতানি বাজারে মন্দা: দুশ্চিন্তায় দেশের জিন্স উৎপাদনকারীরা বাংলাদেশে পোশাক খাতের অন্যতম রফতানি পণ্য ডেনিম (জিন্স) কাপড় ও এতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক। পশ্চিমা (যুক্তরাষ্ট্র ও ইইউ) বাজারে একক জিন্স পণ্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এ খাতের ব্যবসায় দেশের উদ্যোক্তাদের বড় অংকের বিনিয়োগও রয়েছে। যদিও রফতানির বাজারগুলোয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধসৃষ্ট মন্দা ও মূল্যস্ফীতির চাপ এখন বাংলাদেশে জিন্স উৎপাদনকারীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বাজারগুলোয় তাদের রফতানি কমে এসেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন না হলে সামনের দিনগুলোয় বিপত্তির মাত্রা বাড়বে বলে আশঙ্কা তাদের। আরগন ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বণিক বার্তাকে বলেন, ‘ডেনিম পণ্যের মধ্যে ট্রাউজার বেশি রফতানি হয়। এবার ট্রাউজারের বিক্রি অনেক কমে গেছে। ডেনিম নিয়ে যারা কাজ করছে তাদের ক্রয়াদেশ কম। আমি শুনছি, আগামী কয়েক মাসেও ক্রয়াদেশ নিম্নমুখী থাকবে।

uploads/trade_daily/digest_photo_P_Alo_next_edit__1684994549.jpg

প্রথম আলো
পরবর্তী সভায় মজুরি প্রস্তাব জমা দেবে মালিক ও শ্রমিকপক্ষ দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বোর্ডের পরবর্তী সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকের মজুরি নির্ধারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দেশের পোশাক খাত এবং শ্রমিকদের অবস্থা বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, ‘আশা করছি, বোর্ডের আগামী সভায় মজুরি প্রস্তাব নিয়ে আসতে পারব।’

uploads/trade_daily/digest_photo_D_Sun_SAARC-Countries_edit__1684994549.jpg

The Daily Sun
Bangladesh can boost exports to South Asian countries Bangladesh has opportunities to boost exports by five times to South Asian countries harnessing the potential of geographical proximity among the nations, said a United Nations official at a seminar. In his presentation, Dr. Rajan Sudesh Ratna, deputy head and senior economic affairs officer for UN Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP), showed the potential of the Bangladesh economy. “Textile and agriculture value chains in South Asia shows leadership positions enjoyed by one country in a subcategory can be fortified through regional outsourcing of downstream activities,” he said as a guest speaker at the seminar.