BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 07, 2023

uploads/trade_daily/digest_photo_Janakan_mongla__1686118742.jpg
জনকন্ঠ
পদ্মা সেতুর সুফল পাচ্ছেন দেশের পোশাক কারখানার ব্যবসায়ীরা। এবার মোংলা বন্দর দিয়ে ঢাকার ১০ পোশাক কারখানার পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি মার্সক কিনঝো’।মঙ্গলবার (৬ জুন) দুপুরের দিকে মোংলা বন্দরের ৫ নম্বর জেটি থেকে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে এমভি মার্সক কিনঝো। এ নিয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর পঞ্চমবারের মতো পোশাক কারখানার পণ্য রপ্তানি হলো মোংলা বন্দর দিয়ে।পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজে থাকা পোশাক কারখানার পণ্যের মধ্যে বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, টাওজার সহবিভিন্ন গার্মেন্টস পণ্য রয়েছে। জাহাজটিতে রপ্তানিকারক কোম্পানিগুলো হচ্ছে- ঢাকার ফকির নিটওয়ার লিমিটেড, এপেক্স লিংগারি লিমিটেড, এপেক্স স্পিনিং লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, ফ্লামিংগো ফ্যাশন লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, লিবার্টি নিটওয়ার লিমিটেড, এ কে এম নিটওয়ার লিমিটেড, স্টালিং ডেনিমস লিমিটেড, স্টালিং স্টাইলস লিমিটেড।
uploads/trade_daily/digest_photo_Samakal__1686118742.jpg

সমকাল
শ্রম পরিস্থিতি নিয়ে ‘সংকট’ কাটছে বাংলাদেশে শ্রম অধিকার, কাজের পরিবেশ ও মান নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ দীর্ঘ দিনের। রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনার পর জিএসপি সুবিধা স্থগিত করে দেশটি এক প্রকার বার্তা দেয়। তবে এবার শ্রম অধিকার নিয়ে ঐকমত্যের পথে আসছে ঢাকা ও ওয়াশিংটন। সংশোধন করা হচ্ছে শ্রম আইন। শ্রম পরিস্থিতি নিয়ে যে ৬-৭টি বিষয়ে মোটাদাগে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে, সেগুলো দূর করা হবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

uploads/trade_daily/digest_photo_P_Alo_Bonus__1686118742.jpg

প্রথম আলো
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বোনাস, চলতি মাসের অর্ধেক বেতন দিতে হবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদের বোনাস দিতে হবে। আর চলতি জুন মাসের অর্ধেক বা ১৫ দিনের বেতনও পরিশোধ করতে হবে। রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।সভায় শ্রমসচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দীন, পরিচালক মো. হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য আবদুস সালাম খান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি কামরুল আহসান, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

uploads/trade_daily/digest_photo_DS_Some__1686118742.jpg

The Daily Star
Some challenges ahead for garment sector: BB The garment sector may face some challenges in the days ahead due to persistent global trade tensions and economic slowdowns in export destinations, according to Bangladesh Bank. Garment exports maintained decent growth during the outgoing fiscal year of 2022-23, as per the central bank's quarterly review of the sector for January-March 2023 released yesterday.

uploads/trade_daily/digest_photo_TBS_RMG__1686118742.jpg

The Business Standard
RMG export income rises, raw material imports fall in Q1 The country's garment exports amounted to $12.25 billion in the first quarter of this year, while the raw material imports for that sector during the same period were $3.54 billion, according to Bangladesh Bank data. Value addition during this period was $8.70 billion or 71%, which was the highest ever in the country's history.A leader of the Bangladesh Garment Manufacturers and Exporters Association said on condition of anonymity that they reduced importing raw materials due to the dollar crisis, which in turn reduced their production. In this situation there is no reason for an increase in the garment exports.

uploads/trade_daily/digest_photo_Jugantor__1686118742.jpg

যুগান্তর
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: বে-ক্রসিং অনুমতিবিহীন লাইটারে অনীহা আমদানিকারকদের বে-ক্রসিং অনুমতিবিহীন লাইটারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহণে রাজি নন আমদানিকারকরা। এ নিয়ে ফের মুখোমুখি অবস্থানে পণ্য আমদানিকারক এবং লাইটারের ট্রিপ বরাদ্দে নিয়োজিত প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। সোমবার সন্ধ্যায় বার্থিং মিটিংয়ে আমদানিকারকরা সাফ জানিয়ে দেন, সমুদ্র অতিক্রম করার অনুমতি না থাকা লাইটার জাহাজ তারা ব্যবহার করবেন না। তাদের আপত্তির মুখে ওইদিন পণ্ড হয়ে যায় বার্থিং মিটিং। ফলে পণ্য খালাসের জন্য কোনো লাইটার বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। বহির্নোঙরে অবস্থানরত অন্তত ১৬টি মাদার ভেসেলের বিপরীতে লাইটার বরাদ্দের কথা ছিল।প্রতিদিন গড়ে ২৫-৩০টি লাইটার পণ্য বোঝাই করতে বহির্নোঙরে যায়। বিষয়টির সুরাহা না হলে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস জটিলতার মুখে পড়তে পারে।

uploads/trade_daily/digest_photo_NDigonta__1686118742.jpg

নয়া দিগন্ত
লোডশেডিং ও অন্যান্য প্রতিবন্ধকতা: শিল্পের ভবিষ্যৎ অন্ধকার শিল্পের উৎপাদন বা রফতানি বৃদ্ধির সাথে শুধু অব্যাহত বিদ্যুৎ-গ্যাস সরবরাহের সম্পর্ক আছে তা নয়। শিল্প বিকাশে সুশাসনও জরুরি, যেটি গত ১৫ বছরে নিন্মতম পর্যায়েও নেই। আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধানতম খাত তৈরী পোশাক শিল্প। এ খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প এখনো আমদানিনির্ভর। তা-ও আবার এককভাবে চীনের ওপর নির্ভরতা সবচেয়ে বেশি। গত ৪০ বছরেও এ ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নেয়া হয়নি। চীনের কাছ থেকে নির্বিঘ্ন সরবরাহ পাওয়া অদূর ভবিষ্যতে হুমকিতে পড়তে পারে। সে ক্ষেত্রে গার্মেন্ট রফতানিতে বড় ধরনের সঙ্কট দেখা দিতে পারে।