BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 08, 2023

uploads/trade_daily/digest_photo_P_Alo_edit__1686204767.jpg
প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় গ্রিডে আরও বিদ্যুৎ যুক্ত হওয়ার ফলে চলমান বিদ্যুতের পরিস্থিতি ১০-১৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। আমি জানি, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ১০-১৫ দিনের মধ্যে আরও বিদ্যুৎ যুক্ত হবে। তখন আর কোনো কষ্ট থাকবে না।’
uploads/trade_daily/digest_photo_TBS_Fact__1686211043.jpg

The Business Standard
Factory owners stare at losses as power cuts bring down production Bangladesh Garment Manufactures and Exporters Association Acting President Shahidullah Azim said every day industries are facing six to eight hours of load shading, which is hindering production, although the order booking is lower than capacity. As a result, every factory is in fear of high-cost air shipment, he said, adding, "If we fail to ship on time, buyers may move to another destination." This crisis is affecting production efficiency and increasing wastes, which are eating up their capital, said Azim.Syed Nazrul Islam, first vice president of BGMEA, said that due to the abnormal shortage of electricity, the cost of diesel has increased by 10%. Garment owners are facing 20% losses.He also said, "We have been demanding electricity rationing. If you inform us that there will be no electricity at a particular time, then we can take alternative measures."

uploads/trade_daily/digest_photo_B_Post_lacks_edit__1686204767.jpg

The Business Post
BUDGET FOR FY24: Lacks steps to retain export growth The proposed budget for the FY24 has kept almost all policy measures and tax rate unchanged for the export oriented sectors, but this is not enough to retain growth amid the ongoing economic headwinds.Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Faruque Hassan said, “The finance minister is expecting export earnings will turn around, but he did not mention how it will happen amid the global economic crisis.” He said the BGMEA demanded a reduction in source tax from 1 per cent to 0.5 per cent for all export-oriented industries due to low export earnings and orders and a 10 per cent cash incentive for non-cotton garment exports. “But he [the finance minister] did not consider our proposal.”

uploads/trade_daily/digest_photo_JNews_LDC__1686204767.jpg

জাগো নিউজ২৪
এলডিসি উত্তরণের পর ৬ বছর বাণিজ্য সুবিধা চান বাণিজ্যমন্ত্রী স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পরবর্তী ছয় বছর বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় রাখতে কমনওয়েলথভুক্ত দেশের বাণিজ্যমন্ত্রীদের সমর্থন চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী বছরের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশকে দেওয়া এসব সুবিধা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। লন্ডনের মার্লবোরো হাউসে ৫-৬ জুন অনুষ্ঠিত কমনওয়েলথ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_BB__1686204767.jpg

বণিক বার্তা
জ্বালানি সংকট ও আমদানি নিয়ন্ত্রণে বাংলাদেশের শিল্প উৎপাদন ব্যাহত: বিশ্বব্যাংক জ্বালানি সংকট ও আমদানি নিয়ন্ত্রণ পদক্ষেপের কারণে চাপে পড়েছে বাংলাদেশের শিল্প উৎপাদন ও সেবা খাত। কর্মসংস্থানে উন্নতি হলেও খানা আয় এখনো কভিডপূর্ব অবস্থায় ফিরতে পারেনি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, লেনদেনে ভারসাম্য রক্ষা এবং আমদানির নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ।বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এসব তথ্য দেয়া হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে চলতি বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আগের পূর্বাভাসই বহাল রাখা হয়েছে।

uploads/trade_daily/digest_photo_B_Post_Experts_edit__1686204767.jpg

The Business Post
Experts for upgrading tax system to int’l standards to attract FDI The country’s business community and economists on Wednesday called for upgrading the tax system to international standards through transparency and automation to attract more foreign direct investment (FDI). They also recommended focusing on crisis management contingency approach, prioritising expenditures and policy continuity in terms of carbon tax, income tax policy diversity, foreign exchange reserves, energy diversity to offload existing supply chain, import duty and minimum tax, banking sector stability, and logistics infrastructure.

uploads/trade_daily/digest_photo_D_Tri_fuel__1686204767.jpeg

The Dhaka Tribune
Study: Fuel shortage negatively affecting most EZ investors A majority of investors in economic zones (EZs) have identified fuel shortage as one of the key economic challenges, according to a new study.They also marked high energy tariff, inadequate logistic infrastructure, hike in staff wages and complicated administrative procedure as major macroeconomic challenges. The findings of the survey were revealed at a workshop styled "Finalization of the market assessment for the national master plan of economic zones' hosted by the Bangladesh Economic Zones Authority (Beza) in Dhaka on Tuesday.

uploads/trade_daily/digest_photo_Samakal_global__1686204767.jpg

সমকাল
জ্বালানি সংকট ও আমদানি নিয়ন্ত্রণে চাপে বাংলাদেশ: বিশ্বব্যাংক বিশ্বব্যাংক তাদের সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সরকার জ্বালানি সংকটে রয়েছে এবং কয়েক মাস ধরে আমদানির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। এসব কারণে দেশের শিল্প উৎপাদন এবং পরিষেবা খাতে বড় ধরনের চাপে রয়েছে বাংলাদেশ সরকার।

uploads/trade_daily/digest_photo_P_Alo_Containere_edit__1686204767.jpg

প্রথম আলো
কনটেইনার আমদানিতে শুল্ক কমায় কী লাভ হবে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পণ্য পরিবহনের কনটেইনার আমদানিতে শুল্কহার কমানো হয়েছে। গত ১ জুন থেকে এই শুল্কহার কার্যকর হয়েছে। বাংলাদেশে কনটেইনার পরিবহন খাতে যাতে নতুন উদ্যোক্তা তৈরি হয়, সে জন্য শুল্কহারে এই পরিবর্তনের কথা বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কনটেইনার আমদানি ও এই খাতের আরও তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে কনটেইনার আমদানি হচ্ছে। ভারী যন্ত্রপাতি পরিবহনের সুবিধার জন্যই পণ্যসহ কনটেইনার কিনে আনা হয় উন্নয়ন প্রকল্পে। ফলে শুল্ক কমানোর এই সুবিধা প্রথম পাচ্ছে মূলত সরকারি সংস্থা।