BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 23, 2023

uploads/trade_daily/digest_photo_UNB_BGMEA_edit__1692769718.jpg
UNB
BGMEA President Faruque Hassan visited the shrine of Hazrat Sheikh Abdul Qadir Gilani in Baghdad, Iraq. He also met Syed Khaled Abdul Qauder Al-Gilani, Metawally (custodian) of administration of Sheikh Abdul Qadir-Al Gilani Mosque and Al-Awqaff-Alqadirya. Ambassador of Bangladesh to Iraq  Fazlul Bari, Nazrul Islam, former Director, BGMEA; Sharmeen Hassan Tithi, Director, Giant Group; Mohammed Shohel, Managing Director, Bangla Poshak Ltd; Mohd Shawket Hossain, Director, Bangla Poshak; and Nisher Khan, Managing Director, Banika Fashion Ltd were also present on the occasion.
uploads/trade_daily/digest_photo_TBS_bgmea__1692769718.jpg

The Business Standard
BGMEA, Iraqi Federation of Chambers keen to collaborate in promoting bilateral trade, investment In efforts to explore trade and investment opportunities in new markets, a delegation of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) led by President Faruque Hassan is visiting Iraq.On 22 August, the BGMEA delegation met Abdulrazak Al-Zuheere, president of the Federation of Iraqi Chambers of Commerce, to discuss potential collaboration to foster mutually beneficial partnerships between Iraq and Bangladesh stakeholders. Other members of the Bangladesh delegation are Mohammed Nasir, former vice president (finance) of BGMEA; Nazrul Islam, former director of BGMEA; Mohammed Shohel, managing director of Bangla Poshak Ltd; Mohd Shawket Hossain, director of Bangla Poshak; and Nisher Khan, managing director of Banika Fashion Ltd.

uploads/trade_daily/digest_photo_Samakal_80_edit__1692769718.jpg

সমকাল
পোশাকের রপ্তানি আয়ের ৮০ শতাংশই পাঁচ পণ্যে পোশাক পণ্যে এই বৈচিত্র্যহীনতার কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সমকালকে বলেন, পোশাকের মধ্যে নতুন পণ্য রপ্তানিতে আলাদা নগদ সহায়তা নেই। আবার এ জাতীয় পণ্যের কাঁচামাল আমদানিতেও কিছু শুল্ক বাধা আছে। মেশিনারিজ আমদানিতেও কিছু জটিলতা আছে। এটাও সত্য যে, ৩০ বছর ধরে উদ্যোক্তারা মৌলিক মানের পোশাক উৎপাদনে হাত পাকিয়েছেন। এ কারণে এই ধরনের পোশাকই বেশি উৎপাদিত হয়ে থাকে। অবশ্য প্রতিযোগিতার বিশ্ববাজারে টিকতে এখন মৌলিক পোশাকের পাশাপাশি উচ্চ মূল্যের এবং মূল্য সংযোজিত পণ্যের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। লিনজারি এবং সিমলেসের মতো আইটেমও এখন উৎপাদন এবং রপ্তানি করছেন উদ্যোক্তারা। নতুন যত বিনিয়োগ হচ্ছে, সেগুলোর একটি বড় অংশই উচ্চ মূল্যের বৈচিত্র্য পণ্য আইটেমের।তিনি বলেন, পাঁচ পণ্যের মধ্যেও বৈচিত্র্য আসছে। দামি আইটেমের বাজার ধরতে ব্যবসায়িক-কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। বৈচিত্র্য আনার এসব প্রচেষ্টার সুফল পাওয়া যাবে একটি পর্যায়ে।

uploads/trade_daily/digest_photo_D_Tri_BB__1692769718.jpg

The Dhaka Tribune
BB: Value addition in RMG sector sees 11.59 percentage-point rise in FY23 Regarding the BB report, Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), told the media that the use of locally produced raw materials in the garment manufacturing process is increasing. “We are also exporting high-value garments, which is why value addition in apparel exports is increasing. However, value addition can fluctuate due to many reasons. So, the matter should be monitored for a year or two and only then can a final decision be made in this regard,” he added.

uploads/trade_daily/digest_photo_P_BD__1692769718.jpg

প্রতিদিনের বাংলাদেশ
নতুন বাজার ধরতে ইরাক সফরে বিজিএমইএ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল নতুন বাজারে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা খতিয়ে দেখাতে ইরাক সফরে গেছেন।বিজিএমইএ প্রতিনিধিদল চার দিনের সফরে বাংলাদেশ ও ইরাকের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইরাক সরকারের মন্ত্রী, বাণিজ্য সংস্থা, ব্যবসায়ী সম্প্রদায় এবং অন্যান্যদের সাথে বৈঠক করে। প্রতিনিধিদল মঙ্গলবার (২২ আগশট) ফেডারেশন অব ইরাকি চেম্বারস অফ কমার্সের সভাপতি আব্দুলরাজাক আল-জুহিরের সাথে দেখা করেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির এবং সাবেক পরিচালক নজরুল ইসলাম। বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল এবং পরিচালক মো. শওকত হোসেন। এছাড়া বনিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

uploads/trade_daily/digest_photo_B_Post_capital_edit__1692769718.jpg

The Business Post
Capital machinery, goods imports drop in FY23 Md Khosru Chowdhury, an entrepreneur, planned to invest Tk 1,000 crore to set up a fibre factory--Hasin Eco Textile--at Kawraid area in Sreepur upazila of Gazipur district last year. Though he has already invested Tk 30 crore to build infrastructure, he is yet to open letters of credit (LCs) to import machinery. He had plans to open LCs in last December. “The ongoing global economic headwind has severely hit my business, creating fear to open LCs. As a result, the construction work of the factory is going on at a snail’s pace. But I have to pay back the loan with interest by installments as I took out the loan to set up infrastructure,” Khosru Chowdhury, also Managing Director of Nipa Group, told The Business Post.

uploads/trade_daily/digest_photo_A_Artho__1692769718.jpg

আমাদের অর্থনীতি
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে সবচেয়ে আকর্ষণীয় বাংলাদেশ চলতি মাসে প্রকাশিত ইউনাইটে স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (ইউএসএফআইএ) জরিপের তথ্য অনুযায়ী, গতবছর (২০২২ সালে) যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য তৈরি পোশাকের শীর্ষ সরবরাহকারী হিসেবে এশিয়ার অবস্থান অক্ষুন্ন আছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ ১০টি দেশের মধ্যে সাতটিই এশিয়ায়। বাংলাদেশের পোশাক সস্তা হলেও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ রপ্তানিকারক দেশের শীর্ষে আছে চীন, ভিয়েতনাম দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশর পর ভারতের অবস্থান। ইউএসএফআইএর শীর্ষ জরিপ প্রতিবেদন ২০২৩ ফ্যাশন ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং স্টাডি আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। গত বছর এপ্রিল থেকে জুনের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩০টি ফ্যাশন ব্র্যান্ডের নির্বাহীদের সাক্ষাৎকার নিয়ে এই জরিপ করা হয়েছে।

uploads/trade_daily/digest_photo_FE_RMG__1692769718.jpg

The Financial Express
RMG sector struggles to leverage shift in buyers' sourcing strategy Bangladesh cannot grab or take full advantage of foreign RMG buyers' changed sourcing strategy of placing orders in small quantities, as they (buyers) still prefer China for its flexibility and agility, industry people said. Due to the changes in consumers' demand patterns and fashion trends, the buyers are now placing work orders in small quantities. Bangladesh is recently taking some such orders, but still not high in number. They identified long lead-time that the country needs for shipping goods, absence of adequate backward linkage industry - mostly for woven garment, and mentality of the owners as the major reasons behind the scenario. A recent case study - 'US Fashion Companies Evolving Sourcing Strategies - A PVH Case Study' - by Dr Sheng Lu, Associate Professor of Department of Fashion and Apparel Studies at University of Delaware, also hinted the same.

uploads/trade_daily/digest_photo_D_Tri_ctg__1692769718.jpeg

The Dhaka Tribune
Chittagong port: New jetty to accommodate ships with 11-meter draft by 2024 The Chittagong Port Authority will construct a new jetty to accommodate ships with 11 and 11.5 meter draft. The announcement came on Tuesday at a views-exchange meeting with journalists where the authority’s Chairman, Rear Admiral Mohammad Sohail, said the new jetty will be constructed by 2024. Rear Admiral Mohammad Sohail said: "Chittagong port is a valuable asset for the Bengali nation. A substantial 92% of the country's total trade and 98% of containerized goods pass through this port. This port, with a history spanning 250 years, continues to set new records every year."

uploads/trade_daily/digest_photo_DS_New__1692769718.jpg

The Daily Star
The new tariff policy may help increase competitiveness Bangladesh's new tariff policy features some key policy changes in view of the country's graduation from the Least Developed Country (LDC) category in 2026. The policy may be considered a step towards Bangladesh's attempt to diversify exports, attract foreign investment, sign free trade agreements, and ultimately enhance economic progress. This policy will also help the country align itself with the tariff regime of the World Trade Organization (WTO).