BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 31, 2023

uploads/trade_daily/digest_photo_S_Alo__1698745267.jpg
সময়ের আলো
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বেলজিয়াম সফর করে এসেছেন। সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে রফতানি বাড়ানোর বিষয়গুলো উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় রফতানি বাড়ানোর জন্য বৈচিত্র্যকরণের ওপর জোর দিয়েছেন। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রধান বাণিজ্য সহযোগী। শুধু তা-ই নয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার। গত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের সর্বমোট রফতানি আয় ছিল প্রায় ৫৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে সেসব দেশে রফতানি হয়েছে প্রায় ২৫.২ মার্কিন ডলার, যা সর্বমোট রফতানি আয়ের ৪৫ শতাংশ। ইইউ থেকে বাংলাদেশের রফতানি আয় আসে পোশাক খাত থেকে, যার পরিমাণ ৯২ শতাংশ।
uploads/trade_daily/digest_photo_Ittefaq__1698745267.jpg

দৈনিক ইত্তেফাক
‘অবরোধে সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলবে’ মঙ্গলবার থেকে বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা ৩ দিনের অবরোধের মধ্যে সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (৩০ অক্টোবর) সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবরোধের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

uploads/trade_daily/digest_photo_KK_NBr__1698745267.jpg

কালের কন্ঠ
গোলটেবিল বৈঠকে বক্তারা : এনবিআরের আংশিক অটোমেশনে হয়রানি বন্ধ হবে না রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের হয়রানি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অটোমেশন চালু করলেও তা পুরোদমে করতে না পারায় করদাতা ও ব্যবসায়ীদের হয়রানি কমছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা এনবিআরের অভ্যন্তরে এবং বাইরের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে টেকসই অটোমেশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এসএমএসিআইটি লিমিটেড আয়োজিত ‘ট্রানজিশনিং ট্যাক্স কমপ্লায়েন্স টু ডিজিটাল প্ল্যাটফরম’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_Jugantor__1698745267.jpg

যুগান্তর
অর্থনৈতিক সংকটের শঙ্কা করোনা ও বৈশ্বিক সংকট (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) দেশের ব্যবসা-বাণিজ্যের গতিকে থমকে দিয়েছে। মহামারি ও যুদ্ধের মতো দুটি বড় ধরনের ধকল পুরোপুরি এখনো কাটেনি। এখনো সংকট বিরাজ করছে মার্কিন ডলারের। শিল্পের এলসি খোলার ওপর বিধিনিষেধ এখনো প্রত্যাহার হয়নি। কবে তা তুলে নেওয়া হবে সেটিও অনিশ্চিত। এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থা মুডি’স রেটিংয়ে দেশের ঋণমান কমছে বলে খবর প্রকাশ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা কিছুটা হলেও নড়েচড়ে বসছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য যখন ঘূর্ণিপাক করছে, তার সঙ্গে যোগ হয়েছে দেশের রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি। দুদলের মহাসমাবেশ, রাজনৈতিক সহিংসতা, পালটাপালটি কর্মসূচি, ধরপাকড়, গ্রেফতার, অগ্নিসংযোগ ও জনদুর্ভোগ নতুন করে অর্থনীতিতে শঙ্কা তৈরি করেছে। অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মহল এই শঙ্কার কথা তুলে ধরেছেন। তারা মনে করেন, অর্থনৈতিক সংকট এড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। না হলে দেশে বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি ও রপ্তানিসহ নানা খাত ঝুঁকির মধ্যে পড়বে।

uploads/trade_daily/digest_photo_Ds_fashion__1698745396.jpg

The Daily Star
Fashion needs to support suppliers for green transition : Mostafiz Uddin, MD, Denim Expert Limited. Fashion brands, with their financial might and global reach, hold the keys to change on sustainability issues. But they must start backing green rhetoric with money and support suppliers to make the changes required for a more sustainable industry.

uploads/trade_daily/digest_photo_Samakal__1698745396.jpg

সমকাল
রাজনৈতিক সহিংসতায় সংকট বাড়বে অর্থনীতিতে রপ্তানির অনুপাতে আমদানি বৃদ্ধি ও রেমিট্যান্স কমে যাওয়ায় ডলার সংকটে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অর্থনীতিতে কঠিন সময় চলছে। অর্থনীতির সব সূচকেই অবনতির মুহূর্তে নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা সংহিসতায় রূপ নিয়েছে। এতে ক্ষতি আরও ব্যাপক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ঘিরে কোনো সমঝোতা না হলে এর বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনের আগে সহিংসতা এড়াতে বিবদমান পক্ষগুলোর মধ্যে শর্তহীন আলাপ-আলোচনাকেই সমস্যা সমাধানের একমাত্র পথ মনে করছেন তারা।