BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 01, 2023

uploads/trade_daily/digest_photo_Bonik_minimum__1698819846.jpg
বণিক বার্তা
মজুরি বোর্ড কাজ করছে। নভেম্বরেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন। এখানে তিনটা পক্ষ। শ্রমিক মালিক আর সমন্বয় করছে সরকার। এখন শ্রমিকরা একটা বলেছে, আমরা একটা বলেছি। এর প্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি যা নির্ধারণ করবে আমরা তাই মেনে নেব।মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির সভাপতি ফারুক হাসান।
uploads/trade_daily/digest_photo_S_Alo__1698819846.jpg

সময়ের আলো
নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের যুক্তি নেই: ফারুক হাসান পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, এ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। সুতরাং নতুন মজুরি ঘোষণার আগে পোশাক শ্রমিক ভাইবোনদের আন্দোলনের কোনো যুক্তি দেখি না। আমরা নিজেরাও মনে করি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আমাদের শ্রমিক ভাইবোনরা কতখানি কষ্টে আছে। মঙ্গলবার পোশাক শিল্পের শ্রম পরিস্থিতিবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ কে আজাদসহ অন্যান্য বিজিএমইএ নেতৃবৃন্দ।

uploads/trade_daily/digest_photo_S_Alo__1698819846.jpg

The Dhaka Tribune
BGMEA says shut down factories if situation deteriorates Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Tuesday told their members to close down factories under section 13/1 of the Labour Act if unrest continues. President of the apparel trade body Faruque Hassan gave the statement in a press conference on the day.Faruque Hassan also said that member factories will implement the new wage structure for garment workers by December as per the recommendation of the minimum wage board. He also said almost every day, the factories are closing because of the ongoing unrest. “If the situation continues, the factory owners will have no choice but to shut down their production units under section 13/1, which states that no work no pay,” he added.

uploads/trade_daily/digest_photo_DS_mini__1698819846.jpg

The Daily Star
BGMEA members to implement new wage for garment workers from December The member factories of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) will implement the new wage structure for their workers from December this year as per the recommendation of the government-formed wage board, said the trade body. "The board has time until November 30 to announce the new minimum wage for garment workers. And we are getting ready to implement the new wage structure," BGMEA President Faruque Hassan said at a press briefing at the BGMEA office at Uttara in Dhaka.

uploads/trade_daily/digest_photo_D_Times__1698819846.jpg

ঢাকা টা্মস
মজুরি বোর্ড ঘোষণা নভেম্বরে কার্যকর ডিসেম্বরে: বিজিএমইএ সভাপতি ডিসেম্বর মাসে ন্যূনতম মজুরি বোর্ড কার্যকর হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ‘ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত আসবে নভেম্বরেই এবং তা ডিসেম্বরেই কার্যকর করা হবে।’ ফারুক হাসান বলেন, ‘শ্রমিকদের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু বিশ্ব অর্থনীতি এখন সংকটে আছে। আমাদের পোশাক রপ্তানি কমে গেছে। এ অবস্থায় আমরাও খুব একটা ভালো নেই।’ মঙ্গলবার বিজিএমইএ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_B_news__1698819846.jpg

বাংলা নিউজ২৪
New pay structure by November: BGMEA Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) authority said the minimum wage board for ready-made garment workers will announce the new pay structure by November. He came up with the announcement at a press conference on Tuesday (October 31) regarding the emerging situation in the garment industry. BGMEA President Farooq Hasan said the government will announce the new pay structure and all the entrepreneurs in the garment industry will accept it. The new wage structure will be effective from next December, said BGMEA President.

uploads/trade_daily/digest_photo_Ds_BB__1698819846.jpg

The Daily Star
EXPORT PROCEEDS : BB eases rules on encashment The Bangladesh Bank (BB) yesterday relaxed rules regarding encashment of export proceeds in the local currency, taka, in order to encourage exporters to bring receipts. In a circular, the central bank said it would allow encashment of export proceeds at the prevailing exchange rate of foreign currencies in due time even if there is delay in realisation of proceeds.

uploads/trade_daily/digest_photo_Bonik_fb__1698819846.jpg

বণিক বার্তা
এফবিসিসিআইয়ের নতুন উপদেষ্টা প্যানেল ২০২৩-২৫ মেয়াদের জন্য উপদেষ্টা প্যানেল গঠন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ উপদেষ্টা প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব। এফবিসিসিআই গঠিত এ উপদেষ্টা প্যানেলের উদ্দেশ্য অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এফবিসিসিআইকে পরামর্শ দেয়া।এফবিসিসিআইয়ের উপদেষ্টা প্যানেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সরকারের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, সাবেক মহাপুলিশ পরিদর্শক একেএম শহিদুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ফরিদ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ। শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাইনুল ইসলাম, বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এনামুল হক প্রমুখ।