BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 02, 2023

uploads/trade_daily/digest_photo_Bonikbarta__1698905241.jpg
বণিক বার্তা
কাজ না করে আন্দোলন করলে কিংবা ফ্যাক্টরি ভাংচুর করলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’—এমন নিয়ম কার্যকরের কথা বলছেন তারা। উত্তরার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে গতকাল পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভায় বসেন কারখানা মালিকরা। এ সময় অস্থিরতা চলতে থাকলে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানান তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সভায় দুই শতাধিক কারখানা মালিক উপস্থিত ছিলেন।
uploads/trade_daily/digest_photo_Samakal__1698908195.jpg

সমকাল
‘পোশাকখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’ আন্দোলনের নামে তৈরি পোশাকখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি৷ বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্প মালিকদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন মজুরি বোর্ডের সভা হয়। সভা শেষে জানানো হয়, শ্রমিকদের দাবি আমলে নিয়েই বাড়ানো হবে সর্বনিম্ন মজুরি।এদিন বিকেলে পোশাক শিল্প মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিজিএমইএ, বিকেএমইএ প্রেসিডেন্টসহ খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

uploads/trade_daily/digest_photo_P_Alo__1698905241.jpg

প্রথম আলো
কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা পোশাক কারখানার শ্রমিকেরা বিশৃঙ্খলায় অংশ নিয়ে কাজ বন্ধ রাখলে কিংবা বিশৃঙ্খলার কারণে কারখানা বন্ধ রাখতে হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ বা ‘কাজ নেই, মজুরি নেই’—এই নিয়ম কার্যকরের কথা বলেছেন তৈরি পোশাক কারখানার মালিকেরা। ইতিমধ্যে কিছু কারখানায় তা করা শুরু হয়েছে। পোশাকশিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ বুধবার এক জরুরি আলোচনা সভায় বসেন তৈরি পোশাক কারখানার মালিকেরা। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে শ্রম আইনের ১৩(১) ধারা বাস্তবায়নের কথা জানান। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করে তৈরি পোশাকের মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে এই খাতের প্রায় ২০০ মালিক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘শ্রম আইন অনুসারে এখন পর্যন্ত শ্রমিকদের মজুরি ও বাৎসরিক মজুরি বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হচ্ছে। নতুন মজুরি নির্ধারিত হলে সেটিও মানা হবে। আমরা জানিয়েছি, আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন কাঠামোয় মজুরি দেওয়া হবে। ফলে সেই সময়ের আগেই এ ধরনের আন্দোলন, সহিংসতা ও ভাঙচুর অগ্রহণযোগ্য। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

uploads/trade_daily/digest_photo_TBS_RMG__1698905241.jpg

The Business Standard
RMG leaders meet home minister, request security for workers, factories Bangladesh Garment Manufacturers and Exporters Association leaders had called upon Home Minister Asaduzzaman Khan Kamal at his office in Dhaka (1 November) to inform him about the RMG situation and to seek safety and security of the workers from vandalism. Speaking to The Business Standard, former president of the BGMEA Shafiul Islam Mohiuddin, MP, said, "We asked the government to protect the lives of our workers and our factories. This rampant destruction should not happen anymore." He said it was the government's duty to take immediate steps to deal with this matter.

uploads/trade_daily/digest_photo_BD_edit__1698906700.jpg

যুগান্তর
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস : আগামী বৈঠকে নতুন প্রস্তাব রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে বুধবার ত্রিপক্ষীয় কমিটির ৫ম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বেতন গ্রেড ৭টি থেকে কমিয়ে ৫টিতে আনার বিষয়ে উভয়পক্ষ ঐক্যমতে পৌঁছেছে। বৈঠক শেষে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা এসব তথ্য জানান। সিদ্দিকুর রহমান বলেন, সব পক্ষের অনুরোধের প্রেক্ষিতে মালিকরা বেতন বাড়াতে সম্মত হয়েছেন। কতটুকু বাড়ানো হবে, তা আগামী বৈঠকে লিখিত প্রস্তাব আকারে বোর্ডে উপস্থাপন করা হবে। আগে যে প্রস্তাব দিয়েছি, তার চেয়ে অনেক বেশি বাড়ানো হবে। আগামী বৈঠকেই কাঠামো চূড়ান্ত হতে পারে। তারপরও সরকার আছে, সরকার চাইলে মজুরি আরও বাড়াতে পারে। সরকারের সহযোগিতায় মালিক-শ্রমিক উভয়পক্ষ জয়ী হবে-তেমন সিদ্ধান্তই মজুরি বোর্ড নেবে। সেই পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতে আহ্বান জানান তিনি।

uploads/trade_daily/digest_photo_bdddd_edit__1698906700.jpg

বাংলাদেশ প্রতিদিন
বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা : শফিউল ইসলাম মহিউদ্দিন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পাঁচ বছর পরপর মজুরি বোর্ডের সভা বসে। কিন্তু নির্বাচনের আগে হওয়ায় দেশি-বিদেশি একটি চক্র এই সময়ের সুযোগ নিতে চাইছে। অনেক ষড়যন্ত্র ভর করেছে এই খাতে। এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। তা না হলে বন্ধ হতে পারে অনেক কারখানা। গতকাল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে দেশে ঋণখেলাপি হওয়া একটি বড় সমস্যা। অনেক মালিকই ভয়াবহ ঝুঁকি নিয়ে কারখানা চালাচ্ছেন। কিন্তু চলমান সংকটের কারণে সেই ঝুঁকি আরও বেড়েছে। এতে করে অনেক পোশাক মালিক হয়তো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, এই খাতকে সব ধরনের ষড়যন্ত্রের ঊর্ধ্বে রাখতে হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে এ খাতের সুনাম ধরে রাখতে হবে।

uploads/trade_daily/digest_photo_FE_Apparel__1698906700.jpg

The Financial Express
Apparel makers to propose higher wages amid labour troubles Amid the ongoing labour troubles in different industrial zones, apparel makers said they will place a new wage proposal with a higher pay structure to the Minimum Wage Board next week.Regarding the ongoing labour unrest, the apparel makers said that they would close factories in accordance with labour law provision 13 (1), which states "no work, no pay" if they cannot run factories due to labour unrest. Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), raised questions about the ongoing labour unrest at a time when the wage hike process is ongoing. "This is unacceptable," he said at a meeting at the BGMEA headquarters in Dhaka.

uploads/trade_daily/digest_photo_TBS_RMG__1698906700.jpg

বাংলাদেশ প্রতিদিন
কাজ না করলে বেতন পাবে না শ্রমিকরা : বিজিএমইএ পোশাক কারখানার শ্রমিকেরা বিশৃঙ্খলায় অংশ নিয়ে কাজ বন্ধ রাখলে কিংবা বিশৃঙ্খলার কারণে কারখানা বন্ধ রাখতে হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ বা ‘কাজ নেই, মজুরি নেই’- এই নিয়ম কার্যকরের কথা বলেছেন তৈরি পোশাক কারখানার মালিকেরা।পোশাকশিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর আলোচনা সভায় ঐক্যবদ্ধভাবে শ্রম আইনের ১৩(১) ধারা বাস্তবায়নের কথা জানান তারা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করে তৈরি পোশাকের মালিকদের সংগঠন বিজিএমইএ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, এ কে আজাদসহ পোশাক কারখানার মালিকরা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।

uploads/trade_daily/digest_photo_DS_blocked__1698906700.jpg

The Daily Star
Blockade could dent supply chain, economy Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, says the garment sector has been on track to overcome the effects of the pandemic, the war, and an elevated level of consumer prices in major export destinations as the confidence of international retailers and brands about Bangladesh is improving. "But the internal political crisis will affect the supply chain as the transportation of goods and raw materials might suffer disruption." He said the ongoing labour unrest and the political unrest will erode buyers' confidence.

uploads/trade_daily/digest_photo_DS_rmg__1698906700.jpg

The Daily Star
RMG factory owners to raise proposed minimum wage The garment factory owners said they will increase the amount of minimum wage they proposed earlier. However, they did not say how much they will increase. Liaquet Ali Molla, chairman of the Minimum Wage Board, shared the information after the fifth meeting of the board at its office in the capital.Liaquet Ali Molla, chairman of the Minimum Wage Board, shared the information after the fifth meeting of the board at its office in the capital. The declaration came over a week after the apparel factory owners proposed Tk 10,400 as the minimum wage for garment workers.