BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

December 02, 2023

uploads/trade_daily/digest_photo_N_Times__1701500085.jpg
The News Times
The Responsible Business Hub (RBH), established by BGMEA with GIZ support, conducted two impactful training sessions titled “Training on Human Rights and Environmental Due Diligence.” The sessions, aimed at onboarding 25 factories, engaging 44 participants, to enhance their understanding of compliance with the German Supply Chain Due Diligence Act, specifically focusing on Human Rights and Environmental Due Diligence (HREDD), held at BGMEA Complex. BGMEA President Faruque Hassan handed over certificates to the participants who have completed the sessions. BGMEA Senior Vice President S. M. Mannan (Kochi), Vice President Shahidullah Azim, Directors Faisal Samad, Abdullah Hil Rakib, Navidul Huq, and Rajiv Chowdhury and Chair of BGMEA Standing Comm on Trade Fair Mohammad Kamal Uddin were also present at the certificate handover ceremony on Thursday.
uploads/trade_daily/digest_photo_Bonik_green_edit__1701500085.jpg

বণিক বার্তা
বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি বেড়ে ২০৪ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি (এলইইডি) বা সবুজ শিল্প ইউনিটে বাংলাদেশের আরো একটি কারখানা যোগ হয়েছে। গাজীপুরের ইন্টিগ্রা ড্রেসেস লিমিটেড প্লাটিনাম রেটিং পেয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি জানান, ইন্টিগ্রা ড্রেসেসকে ৯৯ স্কোর দিয়ে প্লাটিনাম রেট করেছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এতে বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা হয়েছে ২০৪। এর মধ্যে ৭৪টি মর্যাদাপূর্ণ প্লাটিনাম ও ১১৬টি গোল্ড মর্যাদা অর্জন করেছে। আরো ৫০০ কারখানা সার্টিফিকেশনের জন্য পাইপলাইনে রয়েছে।

uploads/trade_daily/digest_photo_FE_BGMEA__1701500085.jpg

The Financial Express
BGMEA President calls upon Gloria Jeans to increase souring garments from Bangladesh BGMEA President Faruque Hassan has called upon Gloria Jeans, a Russian high street retail giant, to consider expanding its sourcing of garments from Bangladesh, especially high-value and non-cotton items. The BGMEA president made the call during a meeting with Moyeen Ahmed, regional general manager for Bangladesh and India at Gloria Jeans. The latter paid a courtesy visit to Faruque Hassan, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).

uploads/trade_daily/digest_photo_UNB_BD__1701500574.jpg

UNB
Bangladeshi exporters are dynamic, says Momen underplaying worry about US labour policy Foreign Minister AK Abdul Momen on Thursday said there is nothing to worry about the "Presidential Memorandum on Advancing Worker Empowerment, Rights, and High Labor Standards Globally” as Bangladeshi products get access to the US market due to its quality, competitive price and on time delivery. "Bangladeshi exporters are very "smart and dynamic. I have faith on our dynamic private sector. There is nothing to worry about it," he said while talking to reporters at the Ministry of Foreign Affairs.

uploads/trade_daily/digest_photo_S_Alo_cup__1701500574.jpg

সময়ের আলো
বিজিএমইএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইভিন্স গ্রুপ ‘৮ম বিজিএমইএ কাপ-২০২৩’এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইভিন্স গ্রুপ। শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে মোশাররফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেডকে পরাজিত করে প্রথম মবারের মতো চ্যাম্পিয়ন হয় ইভিন্স গ্রুপ। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান । এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ'র পরিচালক মোঃ ইমরানুর রহমান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন জাহান তিথিসহ বিশিষ্ট অতিথিবৃন্দ এবং পোশাক শিল্পের বিশিষ্ট উদ্যোক্তাগন, খেলোয়ার এবং স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_Bonik_Anisul__1701500574.jpg

বণিক বার্তা
গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আনিসুল হককে স্মরণ করল বিজিএমইএ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বিজিএমইএ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আনিসুল হককে একজন দূরদর্শীসম্পন্ন নেতা হিসেবে অভিহিত করে বলেন, তিনি ঢাকা নগরবাসীর জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যেসব প্রশংসনীয় কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেগুলোর জন্য নগরবাসী চিরকাল তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিজিএমইএর সভাপতি থাকাকালীন আনিসুল হক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তার কথাও তুলে ধরেন ফারুক হাসান। তিনি বলেন, আনিসুল হকের জীবনালেখ্য পোশাক শিল্প এবং এর বাইরেও ভবিষ্যতের নেতাদের অনুপ্রাণিত করবে।

uploads/trade_daily/digest_photo_B_News__1701500574.jpg

বাংলা নিউজ২৪
মানবাধিকার এবং পরিবেশগত বিষয়ে প্রশিক্ষণ পেলো ৪৪ কারখানা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক জিআইজেড এর সহযোগিতায় প্রতিষ্ঠিত রেসপন্সিবল বিজনেস হাব (আরবিএইচ) "মানবাধিকার এবং পরিবেশগত ডিউ ডিলিজেন্স এর উপর প্রশিক্ষণ" শিরোনামে দুটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সেশনের লক্ষ্য ছিল ২৫টি কারখানার ৪৪ জন অংশগ্রহণকারীকে জার্মান সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স অ্যাক্ট, বিশেষ করে মানবাধিকার এবং পরিবেশগত ডিউ ডিলিজেন্স (এইচআরইডিডি) এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সেশন সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক নাভিদুল হক, পরিচালক রাজীব চৌধুরী এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ার এর চেযারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।

uploads/trade_daily/digest_photo_TBS_GREEN__1701500574.jpeg

The Business Standard
Another RMG factory gets LEED Platinum certification | The Business Standard BGMEA President Faruque Hassan said, "In 2022, we had the highest number of factories with LEED certified in a single year. With 30 factories receiving LEED certification that year, 15 were Platinum, and 15 were Gold. Fast forward to August 2023, another 20 factories have earned the coveted recognition in eight months, with 13 achieving the esteemed platinum rating and seven attaining the Gold rating." Besides, 500 more factories are in the pipeline to get the certification, he added.

uploads/trade_daily/digest_photo_B_barta__1701500574.jpeg

বিনিয়োগ বার্তা
গ্লোরিয়া জিন্সকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর আহ্বান গ্লোরিয়া জিন্সকে বাংলাদেশ থেকে পোশাক, বিশেষ করে উচ্চমূল্যের এবং নন-কটন আইটেমগুলোর সোর্সিং বাড়ানোর বিষয়টি বিবেচনা করার জন্যও অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার গ্লোরিয়া জিন্স এর বাংলাদেশ ও ভারতের জন্য আঞ্চলিক জেনারেল ম্যানেজার মঈন আহমেদ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে তারা গ্লোরিয়া জিন্স এবং বাংলাদেশী পোশাক শিল্পের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

uploads/trade_daily/digest_photo_Jugantor_Challenge__1701500574.jpg

যুগান্তর
বহুমুখী চ্যালেঞ্জের মুখে পোশাকশিল্প খাত সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক ভূরাজনীতিতে বিদ্যমান দ্ব›েদ্বর কারণে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প (আরএমজি) বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে রয়েছে দেশের বাজারে বিভিন্ন জ্বালানি উপকরণের দাম বাড়ানো, আন্তর্জাতিক বাজারে তুলার দামে ব্যাপক ওঠানামা। এছাড়া করোনা মহামারির কারণে বিদেশি ক্রেতাদের ক্ষতিগ্রস্ত হওয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনামের মুক্তবাণিজ্য চুক্তিও দেশের পোশাকশিল্পে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জের কারণে দেশের পোশাক রপ্তানির ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

uploads/trade_daily/digest_photo_TBS_will__1701500574.jpg

The Business Standard
Will Bangladeshi garment exporters be able to meet EU's upcoming standards? How will Bangladesh's garment and textile industry be impacted if the European Commission approves its proposed Corporate Sustainability Due Diligence Directive (CSDDD)? This issue is currently a focal point of discussion among garment exporters. The directive, if enacted, would establish a legislative framework, compelling companies, whether EU-based or not, to showcase their efforts in safeguarding the environment and upholding human rights.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2023-12-01_at_11.41.09_PM__1701500574.jpeg

The Daily Star
Imports thru land ports fell 13% in FY23 Imports through land ports in Bangladesh, particularly those from neighbouring India, declined by more than 13 percent year-on-year in fiscal 2022-23 due to a prevailing US dollar crisis in the country. As per data of the Bangladesh Land Port Authority (BLPA), about 1.74 crore tonnes of goods were imported through 15 land ports across the country in the previous fiscal year (FY).