BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

December 10, 2023

uploads/trade_daily/digest_photo_KK__1702191162.jpg
কালের কন্ঠ
বৈশ্বিক চ্যালেঞ্জে সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই অর্জন করেছে দেশের পোশাক খাত। এর আগে ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য অর্জনের পরেই এই সাফল্য এলো। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কালের কণ্ঠকে বলেন, ‘অব্যাহত চাহিদা মন্থর হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে পোশাক বিক্রি বেড়ে যাওয়ার ইঙ্গিত পাচ্ছি আমরা, যা আমাদের জন্য সুবাতাস বয়ে আনছে।যদিও চলতি বছরের অক্টোবর পর্যন্ত খুচরা বিক্রির ক্ষেত্রে আমাদের একরকম সংগ্রাম করতে হয়েছে, তবে আশার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) চলতি বছরের বাকি অংশে ভোক্তাদের ব্যয় যথেষ্টভাবে বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে।’ তিনি বলেন, ‘এই সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি ৩-৪ শতাংশ বাড়তে পারে। এনআরএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি প্রাক-মহামারি সময়ের গড় মাত্রা ছাপিয়ে বৃদ্ধি পেতে পারে। এগুলো আমাদের জন্য, আমাদের পোশাকশিল্পের জন্য ইতিবাচক।’
uploads/trade_daily/digest_photo_D_tri_sanction__1702191162.jpg

The Dhaka Tribune
Bangladesh not in new US human rights sanction list Bangladesh is not in the list of the US sanctions imposed ahead of the Human Rights Day as speculated by many in the country. The United States is marking Human Rights Day and the 75th anniversary of the Universal Declaration of Human Rights on December 10 by taking actions to promote accountability for human rights abuses and violations. Together, the Departments of State and the Treasury Friday imposed visa restrictions and sanctions on 37 individuals in 13 countries. There have been speculations in Bangladesh particularly from the opposition that Bangladesh will also come under sanctions.

uploads/trade_daily/digest_photo_B_Post__1702191162.jpg

The Business Post
RMG workers to get paid despite Nov closures, shutdowns Readymade garment (RMG) workers are going to receive full salary for the month of November – when factories shut down amid a series of protest demonstrations – on humanitarian grounds. Confirming the matter to The Business Post, BGMEA Vice President Shahidullah Azim said, “We believe that outsiders were involved in the vandalisation and torching of factories. This is why we are going to pay our workers fully.”

uploads/trade_daily/digest_photo_P_BD__1702191411.jpg

প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নতুন স্যাংশনের তালিকা, নেই বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের কয়েক ডজন ব্যক্তির ওপর নতুন করে স্যাংশন ও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই তালিকায় বাংলাদেশ বা এদেশের কোনো ব্যক্তির নাম নেই। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ।নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়া ১৩টি দেশ হলো- চীন, রাশিয়া, ইরান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, লাইবেরিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের স্যাংশনের আওতায় পড়েছে ৯ দেশের ২০ ব্যক্তি। এই দেশগুলো হলোÑ আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইরান, লাইবেরিয়া, চীন, দক্ষিণ সুদান ও উগান্ডা।

uploads/trade_daily/digest_photo_Inquilab__1702191162.jpg

ইনকিলাব
অস্থিরতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি এ প্রসঙ্গে তৈরিপোশাক শিল্প-মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে ক্রেতাদের (বায়ার) মধ্যে ভয়ভীতি বিরাজ করছে। যে পরিমাণে পোশাক রফতানি অর্ডার পাওয়ার কথা তা পাচ্ছি না। ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ রফতানি কমে গেছে। আমেরিকায় রফতানিতে ‘গো সেøা’ অবস্থা। শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে, উৎপাদন-পরিচালন খরচও বেড়ে গেছে। ডেলিভারি পরিবহণ ব্যয় বেড়েছে। উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। এর মূল কারণ রাজনৈতিক অস্থিরতায় বিরাজমান অনিশ্চয়তা।

uploads/trade_daily/digest_photo_BSS_ilo__1702191162.jpg

বণিক বার্তা
পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে। এ খাতে আরো টেকসই উন্নয়নে লিঙ্গসমতা, নারীর দক্ষতা ও ক্ষমতায়ন প্রয়োজন। পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। চট্টগ্রামে গতকাল এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আইএলও ও আইএফসির যৌথ উদ্যোগ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্নস (গিয়ার) ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্নস: অ্যাডভান্সিং উইমেন লিডারশিপ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রডাক্টিভিটি ইন দ্য সাপ্লাই চেইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতে আমার ভালো অগ্রগতি দেখতে পাচ্ছি। এ খাতে আরো টেকসই উন্নয়নে লিঙ্গসমতা, নারীর দক্ষতা ও ক্ষমতায়ন প্রয়োজন। পোশাক খাতে নারীদের লিডারশিপ কোয়ালিটি আরো শক্তিশালী করতে হলে সব সংগঠনকে ভালোভাবে কাজ করতে হবে। এতে আরো ভালো কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বড় পজিশনগুলোয়ও কাজ করতে পারবে নারীরা। টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে হলে নারীদের কাজের দক্ষতাকে কাজে লাগাতে হবে।’

uploads/trade_daily/digest_photo_Bonik_negetive__1702191162.jpg

বণিক বার্তা
নেতিবাচক প্রবৃদ্ধিতে বছর শেষ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর ডলার সংকট, উৎপাদনের ব্যয় বৃদ্ধি ও কাঁচামালের সরবরাহ সংকটসহ নানা কারণে লক্ষণীয় মাত্রায় কমেছে পণ্য আমদানি। ক্রয়াদেশ কমে যাওয়ায় রফতানির চিত্রও নিম্নমুখী। ফলে চলতি বছরের পুরোটা সময়ই নেতিবাচক প্রবৃদ্ধিতে ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিং আশঙ্কাজনক হারে কমেছে। বন্দরে জাহাজ ভেড়ার পরিমাণও ছিল তুলনামূলক কম। নিম্নমুখী আমদানি-রফতানির কারণে ব্যাহত হয়েছে রাজস্ব আহরণ।

uploads/trade_daily/digest_photo_D_tri_ilo__1702191411.jpg

The Dhaka Tribune
Stakeholders: Concerted efforts needed to advance women leadership in RMG sector An event on "Gender Equality and Returns: Advancing Women Leadership, Skills Development and Productivity in the Supply Chain" took place in Chittagong on Saturday. The program brought together stakeholders from the RMG industry to showcase the Gender Equality and Returns (GEAR) initiative in promoting gender equality and enhancing the advancement of women's leadership and skills in the RMG sector. GEAR, a collaborative initiative by ILO and the IFC Better Work program, has trained 800 female workers since 2016, of which 528 have been promoted to supervisory roles. In partnership with the Bangladesh Apparel Exchange (BAE), this event marked the joint commitment to women's empowerment in the RMG sector. The RMG industry, a crucial contributor to the national economy, is experiencing positive change through initiatives like GEAR.