December 17, 2023
UNB
BGMEA President calls upon Carrefour to buy more high-value garments from Bangladesh
Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), has called upon Carrefour, one of the largest retail chain in Europe to buy more high value garments from Bangladesh. He made call during a meeting with with Jean Daniel Gatignol, managing director of Global Sourcing at Carrefour and Alexia Bonnet, Global Sourcing director, in Hong Kong. Also read: BGMEA, HKRITA discuss collaborative opportunities to boost Bangladesh’s garment industry capacity. Azfar Hassan, Director of Giant Group, was also present at the meeting.
রাইজিং বিডি
ম্যানমেড ফাইবারের পণ্য উৎপাদনে বিজিএমইএ-এইচকেআরআইটিএ’র বৈঠক
ম্যানমেড ফাইবারের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করেছেন হংকং রিসার্চ ইনস্টিটিউট অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (এইচকেআরআইটিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডউইন কেহ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে দুই সংস্থার মধ্যে সম্ভাব্য সহযোগিতার উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এইচকেআরআইটিএ’র বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ক্যাথরিন চ্যান এবং জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসান।
জাগো নিউজ২৪
ইউরোপ-আমেরিকার বাইরে : নতুন বাজারে বাড়ছে পোশাক রপ্তানি
ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে নতুন বা অপ্রচলিত বাজারের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। অতিনির্ভরতা এড়াতে অপ্রচলিত বাজার সম্প্রসারণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সরকারের পক্ষ থেকেও রপ্তানিতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পোশাকের অপ্রচলিত বাজার।এ বিষয়ে কথা হলে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, অপ্রচলিত বাজারে কূটনীতিক এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি করেছে বিজিএমইএ। এসব বাজারে স্থানীয় মেলা ও প্রদর্শনীতে নিয়মিত অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে উৎসাহিত হচ্ছেন দেশের পোশাকশিল্প উদ্যোক্তারা। আমরা অপ্রচলিত বাজারে মনোযোগ দিচ্ছি। সেখানে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। সরকার এসব বাজারে রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে। এতে অপ্রচলিত বাজারে রপ্তানিতেও ধারাবাহিকতা রয়েছে।—বিজিএমইএ সভাপতি।
The Business Standard
Team Group publishes sustainability report following GRI standard for the first time
As a part of the concatenated activities towards sustainability, Team Group has published a sustainability report for the first time following the GRI standard. The unveiling of the sustainability report occasion was held at Six Seasons Hotel on Friday (15 December) evening. The group managing director, Abdullah Hil Rakib, mentioned that the group aims to be better equipped to measure, understand, and assess their operational footprint with insightful narrative of a company's impact across economic, environmental, and social realms. BGMEA president congratulated the Team Group on integrating this milestone within their journey towards sustainability.
সারা বাংলা
আরও উচ্চমূল্যের পোশাক কিনতে ক্যারেফোরকে বিজিএমইএ’র আহ্বান
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান হংকংয়ে ক্যারেফোর এর গ্লোবাল সোর্সিং এর ব্যবস্থাপনা পরিচালক জিন ড্যানিয়েল গ্যাটিগনল এবং গ্লোবাল সোর্সিং পরিচালক অ্যালেক্সিয়া বনেট এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তিনি এ আহ্বান জানান। আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন বিষয়, বিশেষ করে পরিবেশগত সাসটেইনেবিলিটি অনুশীলনে অগ্রগতি এবং হাই-অ্যান্ড পণ্য উৎপাদনে শিল্পের সক্ষমতা অর্জনসহ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
The News Times
BGMEA And HKRITA Discuss Collaborative Opportunities To Boost BD Garment Industry Capacity
President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Faruque Hassan held a meeting today (Thursday) with chief executive officer of the Hong Kong Research Institute of Textiles and Apparel (HKRITA) Edwin Keh in Hong Kong. The meeting aimed to explore potential collaborations between the two organizations to elevate the capacity of Bangladesh’s readymade garment industry.Other attendees at the meeting were Katherine Chan, director of business development at HKRITA, and Azfar Hassan, director of Giant Group.
বণিক বার্তা
উৎসে কর অব্যাহতির মেয়াদ বাড়ছে আরো এক বছর
বিদেশী ঋণের সুদ পরিশোধে উৎসে কর অব্যাহতির মেয়াদ আরো প্রায় এক বছর বাড়াতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেক্ষেত্রে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। এ-সংক্রান্ত গেজেট শিগগিরই প্রকাশিত হবে বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে। বিদেশী ঋণের সুদে উৎসে কর অব্যাহতির বর্ধিত মেয়াদ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য গ্রেস পিরিয়ড হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা।রাজস্ব আহরণ বাড়াতে চলতি অর্থবছরে এনবিআরের নেয়া বিভিন্ন পরিকল্পনার মধ্যে বিদেশী ঋণের সুদের ওপর ২০ শতাংশ উৎসে কর আরোপ অন্যতম। এ অর্থবছরেই প্রথমবারের মতো এ বিধি প্রণয়ন করে এনবিআরের আয়কর উইং।
কালের কন্ঠ
৫ বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি সম্ভব
রপ্তানিতে পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা প্রয়োজন। এ সহায়তা পেলে বছরে পাঁচ বিলিয়ন ডলার পাটজাত পণ্য রপ্তানি করা যাবে।গতকাল শুক্রবার ঢাকার রমনায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘পাটের আঁশেই ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনাসভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ‘আমরা বিকল্প পণ্য হিসেবে পাটের ব্যবহার বাড়াতে ব্যবস্থা নিয়েছি। এখন আমাদের গার্মেন্টস পণ্য বিশ্বের ৬৭টি দেশে রপ্তানি হচ্ছে। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ।’
প্রথম আলো
পায়রা বন্দরে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের
পটুয়াখালীর পায়রা বন্দর ব্যবহারে দেশি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় দুইটি শিল্পগোষ্ঠী এই বন্দর দিয়ে পণ্য আমদানি শুরু করেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন শাখা সূত্রে জানা গেছে, মেঘনা গ্রুপের আমদানি করা ৫৩ হাজার ৮০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল এমভি মেঘনা হারমনি গতকাল বৃহস্পতিবার এই বন্দরে ভিড়েছে। জাহাজটি ভিয়েতনাম থেকে ৯ ডিসেম্বর সকালে ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ও ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে আসে।
সমকাল
একগুচ্ছ সংস্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এনবিআর
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরবর্তী কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে বড় ধরনের সংস্কার করতে হবে। এরই অংশ হিসেবে কর অব্যাহতি কমানোসহ রাজস্ব খাতে একগুচ্ছ সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঋণ কর্মসূচির আওতায় সংস্থাটির সঙ্গে সরকার যে মেমরেন্ডাম অব ইকোনমিক ফাইন্যান্সিয়াল পলিসি (এমওইএফপি) গ্রহণ করেছে তাতে এসব সংস্কারের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়েছে।