BGMEA DAILY DIGEST
BGMEA DAILY DIGEST

December 20, 2023

uploads/trade_daily/digest_photo_Jnews__1703053888.jpg
জাগো নিউজ২৪
প্রথমবারের মতো দুই দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট আয়োজন করছে দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সামিট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, উন্নয়নের অন্যতম প্রধান শর্তই হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। তাই আমরা শিল্পে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমরা বিজিএমইএ’র পক্ষ থেকে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট-২০২৩ আয়োজনের উদ্যোগ নিয়েছি। আগামী ২৩-২৪ ডিসেম্বর বিজিএমইএ কমপ্লেক্সে তৃতীয় তলায় এটি অনুষ্ঠিত হবে।
uploads/trade_daily/digest_photo_Samakal__1703053888.jpg

সমকাল
যুক্তরাষ্ট্রের প্রতি বিজিএমইএ সভাপতির আহ্বান : শ্রম ইস্যুতে নয়, ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের চাপ দিন শ্রম ইস্যুতে নয়, বরং তৈরি পোশাকের ন্যায্যমূল্য দিতে ক্রেতাদের চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে সাড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে পোশাক রপ্তানিতে। অথচ সেই পোশাক উৎপাদনে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় বাংলাদেশ কোনো ধরনের শুল্ক আদায় করে না। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে যুক্তরাষ্ট্রের তুলা। এতে দেশটির কৃষকরা লাভবান হচ্ছেন। তার পরও শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। বাংলাদেশকে চাপ না দিয়ে শ্রমিকদের স্বার্থে পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ক্রেতাদের ওপর চাপ দেওয়া উচিত।  গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান এসব কথা বলেন। বিজিএমইএ ক্যারিয়ার সামিট উপলক্ষে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফারুক হাসান। সংগঠনের অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি বলেন, শ্রম ইস্যুতে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। কারণ দেশে শ্রমিক স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ করা হচ্ছে না।

uploads/trade_daily/digest_photo_KK__1703053888.jpg

কালের কন্ঠ
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো কারণ নেই : বিজিএমইএ বাংলাদেশে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ‘আমেরিকা থেকে বলা হচ্ছে আমরা শ্রম আইন মানছি না। কিন্তু আমরা কোনো শ্রম আইন লঙ্ঘন করিনি। যাতে শ্রম আইন লঙ্ঘন না হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।আমরা আরো সচেতন হচ্ছি। বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো কারণ নেই, যৌক্তিকতাও নেই।’ গতকাল মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নোত্তরে ফারুক হাসান এ কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_T_focus__1703053888.jpg

Textile Focus
First Ever BGMEA Career Summit & Fest 2023 on December 23-24 The first-ever BGMEA Career Summit & Fest 2023 is scheduled to take place from December 23-24 at the BGMEA Complex in Dhaka, coinciding with the month of Victory Day in Bangladesh.The event is a pivotal initiative aimed at empowering and advancing the RMG sector in Bangladesh, said a press conference. The summit aims to serve as a catalyst for fostering connections between a pool of highly talented and experienced candidates, including distinguished university graduates, and the foremost companies in the RMG industry. The BGMEA President came up with the assurance at the press conference marking a two-day BGMEA Career Summit and Fest-2023 to be started on December 23 at its auditorium in the capital.

uploads/trade_daily/digest_photo_S_Alo__1703053888.jpg

সময়ের আলো
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই : বিজিএমইএ সভাপতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার উত্তরাস্থ বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফারুক হাসান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পোশাক রফতানি করছি। অথচ যুক্তরাষ্ট্রের তুলা চাষিদের ন্যায্য মূল্য দিতে সে দেশের তুলা আমাদের দেশে আসছে সম্পূর্ণ শুল্কমুক্ত ভাবে। তারপরও শ্রমিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। অথচ দেশে শ্রমিক স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ করা হচ্ছে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে শ্রমিক ইস্যু নিয়ে যেভাবে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে সেভাবে যেন দেশটি তাদের দেশের ক্রেতাদের বলে পোশাকের ন্যায্য মূল্য দিতে।

uploads/trade_daily/digest_photo_Observer_US__1703053888.jpg

The Daily Observer
US Congressmen urged to put pressure on buyers to offer fair prices for apparels Eight American Congressmen have sent a letter to the US-based American Apparel & Footwear Association (AAFA) to put pressure on the government and garment factory owners to ensure fair wages and rights for ready-made garment workers in Bangladesh. In a reaction to the letter, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Faruque Hasan has called upon the eight US Congressmen to exert pressure on American buyers to ensure fair prices of ready-made apparels in their market. The BGMEA president made the call while addressing a press conference on 'BGMEA Career Summit' at its own building at Uttara in the capital on Tuesday.

uploads/trade_daily/digest_photo_TBS_more__1703053888.jpg

The Business Standard
More garment industries take the sustainable growth path "Our sustainability initiatives exemplify our commitment to creating a greener, more inclusive, and socially responsible world. I hope this sustainability report will inspire many, knowing that each step counts in preserving our planet for future generations," said Abdullah Hil Rakib, managing director of TEAM Group."We have transformed and upgraded our industry to make it more resilient. Besides workplace safety, our RMG industry has been proactively contributing to sustainability. Many of our members already have sustainability reporting practices," said BGMEA President Farque Hassan. The BGMEA president said BGMEA also declared its "Sustainable Strategic Vision 2030" in line with SDG goals. The industry aims to reduce carbon emissions, energy and groundwater usage, and increase the use of sustainable raw materials, use of Zero Discharge of Hazardous Chemicals (ZDHC), and renewable energy.

uploads/trade_daily/digest_photo_B_insider__1703053888.jpg

দি বিজনেস ইনসাইডার
চীনকে পেছনে ফেলে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সোমবার এক চিঠির মাধ্যমে সংগঠনটির সদস্য ও সাংবাদিকদের এ তথ্য জানান। চিঠিতে তিনি বলেন, গত বছর ইইউতে পরিমাণের দিক থেকে বাংলাদেশ নিট পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গিয়েছিল। গত বছর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৩৩ কোটি কেজি। একই সময়ে ইইউতে চীনের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৩১ কোটি কেজি। ওই বছর ইইউতে বাংলাদেশ ৭৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল, যা ছিল চীনের চেয়ে কম। কিন্তু এ বছরের প্রথম ৯ মাসে প্রথমবারের মতো নিট পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। বিজিএমইএ সভাপতি তার চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ আগামী বছরগুলোয় আরও কিছু তৈরি পোশাকপণ্যে নতুন মাইলফলক স্থাপন করবে।