December 26, 2023
খবরের কাগজ
পোশাকশিল্প খাতে অর্জন ও চ্যালেঞ্জের বছর
বিদায়ী ২০২৩ সালে রপ্তানি আয়ের সর্ববৃহৎ পোশাক খাত টালমাটাল অবস্থার মধ্য দিয়ে গেছে। এ সময় অর্জনের পাশাপাশি নানা চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে পোশাকশিল্পকে। ২০২৩ সালে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প শ্রমিক আন্দোলনসহ নানা চড়াই-উতরাই পার হলেও কিছু অর্জনের ফলে বিশ্ব দরবারে এ শিল্পের মর্যাদা বেড়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এ প্রসঙ্গে খবরের কাগজকে বলেন, ‘আমরা গর্বিত যে সারা বিশ্বে এখন প্রতিযোগিতামূলক দামে পণ্য দিতে পারছি। এটি বিরাট একটি অর্জন। এ ছাড়া এই বিজয়ের মাসে আমাদের শীর্ষ মানসম্পন্ন পোশাক কারখানার তালিকায় তিনটি ‘প্লাটিনাম’ ক্যাটাগরি এবং আরও কয়েকটি ‘গোল্ড’ ক্যাটাগরিতে লিড সার্টিফায়েড কারখানা যুক্ত হয়েছে।’
The Daily Observer
DGFP, BGMEA to provide reproductive health service to RMG workers
A Memorandum of Understanding (MoU) was recently signed between the Directorate General of Family Planning (DGFP) and Bangladesh Garments Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) on providing reproductive health service to RMG workers.The signing ceremony was chaired by Md. Sohel Parves, Director (Finance) and Line Director (FP-FSD), DGFP, Shahan Ara Banu, NDC. Director General of DGFP was present as chief guest on the occasion. Dr. Vibhavendra Singh Raghuvanshi, Chief of UNFA Health wing , Bangladesh, addressed the event as the guest of honour. Special guests included Vice President of BGMEA, K.M Rafiqul Islam, Vice President of BKMEA, Fazlee Shamim Ehsan, Hasan Amin Suman, Programme Manager, FP-FSD, and Dr. Setara Rahman.
The Business Post
RMG industry uneasy over strikes from Jan 1
The Sammilita Sramik Parishad (SSP), an alliance of ten labour rights organisations, called the movement on Sunday, and claimed that so far 19 workers’ rights groups and federations expressed solidarity in the programme. Claiming that everyone is using the RMG sector as a political weapon, BGMEA Vice President Md Nasir Uddin said, “The sector will not be able to absorb any further unrest or any violence. “We tackled violence just a month ago, and the new wage structure has been implemented from this month despite a lower volume of work orders. However, some so-called leaders called for work abstention again, and we believe the workers are not supporting this movement.” Nasir, also the Managing Director of Sadma Group, further said, “If any protest occurs, our workers will protect us, because they know the sector’s ongoing situation. “We also want justice for workers, but it should come legally. The government will ensure this. We are already in a panic mood. We do not want any further untoward situation in the apparel industry.”
The New Age
Students need to equip themselves with knowledge, skills, says BGMEA chief
President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association Faruque Hassan has emphasised the need for students to equip themselves with knowledge and skills necessary to thrive in the evolving landscape of the fashion world. He was speaking at a seminar titled ‘Opportunities and Prospects in SEIP and Probable Career Build-up in the RMG Sector,’ jointly organised by the Skills for Employment Investment Program and BGMEA at the BGMEA Complex at Uttara in the capital Dhaka on Sunday.The seminar, held on the sidelines of the BGMEA Career Summit and Fest 2023, featured insights from distinguished guests, including Fatema Rahim Veena, additional secretary, and executive project director, SEIP; Khandoker Rafiqul Islam, vice-president (finance), BGMEA; and Md Sanwar Jahan Bhuiyan, joint secretary and deputy executive director, SEIP.
বণিক বার্তা
এসইআইপি ও বিজিএমইএর উদ্যোগে সেমিনার
বিজিএমইএ কমপ্লেক্সে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ও বিজিএমইএর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসইআইপিতে সুযোগ ও সম্ভাবনা এবং পোশাক শিল্পে সম্ভাব্য ক্যারিয়ার গঠন (অপারচুনিটিস অ্যান্ড প্রসপেক্টাস ইন এসইআইপি অ্যান্ড প্রবাবল ক্যারিয়ার বিল্ডআপ ইন দ্য আরএমজি সেক্টর) শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সেমিনারে তিনি পোশাক শিল্পের প্রবৃদ্ধি তরান্বিত করতে প্রযুক্তির শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। সেমিনারে অতিরিক্ত সচিব ও এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা, বিজিএমইএর সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং যুগ্মসচিব ও এসইআইপির উপনির্বাহী পরিচালক ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়াসহ অংশগ্রহণ করেন।
The New Age
BGMEA for listing buyers who seek discount illogically
The BGMEA in a circular issued on December 21 said that there were some dishonest buyers who decline to receive finished goods after production as per contracts or letters of credit, file plea for announcement of bankruptcy after releasing goods from foreign ports or seek discount after the goods arrive at foreign ports showing different illogical reasons. BGMEA president Faruque Hassan in the circular said that exporters never offer discount from their own rather they had to reluctantly agree to providing discount as they fell into traps by fraud buyers, buying houses and freight forwarders.Exporters are being forced to provide discount as they have to pay bank interest rates and loan while factories might face closure due to overdue bill of entry and EXP, he said. BGMEA director Mohiuddin Rubel said that the initiative for detecting dishonest buyers has been taken to protect apparel exporters from deception.
সমকাল
পোশাক রপ্তানি কমেছে প্রচলিত সব বাজারে
রপ্তানি কমে আসার কারণ ও পরিণতি সম্পর্কে জানতে চাইলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সমকালকে বলেন, প্রচলিত বাজারে রপ্তানি কমে আসা অবশ্যই উদ্বেগের। বড় বাজারে রপ্তানি কমে আসার কারণে চলতি অর্থবছর শেষে সার্বিকভাবে পোশাক রপ্তানি হয়তো ঋণাত্মক ধারায় নেমে যেতে পারে। বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, কেবল বাংলাদেশেরই রপ্তানি কমেছে, তা নয়; ইউরোপ ও আমেরিকায় প্রতিযোগী সব দেশেরই রপ্তানি কমছে। প্রধান দুই প্রতিযোগী চীন ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানি কমে আসার হার কম। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে চাহিদা কমে আসা এবং পশ্চিমা দেশগুলোর নানা নীতির কারণে রপ্তানি কমছে।
The Financial Express
Bargain hunt by evasive garment buyers upsets owners
Bargain hunt by some evasive garment buyers upsets the industry owners and the apparel apex body moves for blacklisting those seeking "illogical" discount on clothing-price invoices, sources say. BGME has asked its members to provide list of those global garment buyers asking cut-down prices as the number of such incidents has been on the increase in recent times.The BGMEA president, Faruque Hassan, in the circular has stated that it becomes difficult to get approval from the central bank discount committee in some cases due to the well-built strategy of the fraud groups, absence of proper documentation from exporters and related banks' poor presentation. Case-to-case approval from the committee is required for discount over 5.0 per cent, he says, adding that they discussed the issue in the committee meeting held on December 11.
দেশ রুপান্তর
পোশাকের প্রবৃদ্ধি বাড়াতে প্রযুক্তি কাজে লাগানোর তাগিদ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ফ্যাশন জগতের পরিবর্তনশীল চিত্রপটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সহকারে জ্ঞানসমৃদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন। গতকাল রবিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এবং বিজিএমইএর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এসইআইপি’তে সুযোগ ও সম্ভাবনা এবং পোশাক শিল্পে সম্ভাব্য ক্যারিয়ার গঠন (অপরচুনিটিস অ্যান্ড প্রসপেক্টস ইন এসইআইপি অ্যান্ড প্রোবাবল ক্যারিয়ার বিল্ড-আপ ইন দ্য আরএমজি সেক্টর)’ শীর্ষক সেমিনারে তিনি এ বিষয়ে কথা বলেন।বিজিএমইএ ক্যারিয়ার সামিট এবং ফেস্ট ২০২৩ এর সাইডলাইনে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত সচিব ও এসইআইপি এর নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা, বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং যুগ্মসচিব ও এসইআইপি এর উপ-নির্বাহী পরিচালক ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়াসহ অতিথিরা অংশগ্রহণ করেন।
The Dhaka Tribune
Decline in RMG exports to US, top EU destinations
Talking to Dhaka Tribune, Mohiuddin Rubel, director of BGMEA, said that exports to non-traditional markets, especially Australia and Japan, were growing and providing support given the current situation. However, negative growth in Germany as well as the overall Europe and the USA is a concern for them. Traditional markets are unable to make a comeback from the global economic turmoil, which impacted export, he observed. Manufacturers are focusing on new markets and producing diversified products which help them to maintain consistency despite the current global situation. He also said that the exports to India decreased, which is another concern for them.“We have to work to increase the orders. Still, there is stagnation in the market with low demand. If the global situation changes, then the market will turn around, and we will be better than everyone because we are ahead in all aspects of safety, infrastructure and buyers have confidence in us,” Rubel added.
The New Nation
Dependency on foreigners drops
BGMEA is now encouraging the young generation to become experts in line with propelling the industry’s growth and the number of foreign experts has declined significantly in recent times, it added. “The number of foreign experts who used to work in this sector a decade ago has come down. It means the dependency on them has been reduced. We want the boys and girls of our country to become experts in this industry,” said BGMEA President Faruque Hassan.He made the comment at a seminar on “Opportunities prospects in SEIP and probable career build up in RMG sector” jointly organized by the Skills for Employment Investment Program (SEIP) and the BGMEA at the latter’s office in Dhaka on Sunday.The seminar, held on the sidelines of the BGMEA Career Summit and Fest 2023, featured insights from distinguished guests including Fatema Rahim Veena, Additional Secretary, and Executive Project Director of the SEIP, Khandoker Rafiqul Islam, Vice President (Finance) of the BGMEA and Dr Md Sanwar Jahan Bhuiyan, Joint Secretary and Deputy Executive Director of SEIP.
The New Age
Gas supply shortage hits industries hard in Bangladesh
The shortage of gas supply is seriously affecting industries, including knitwear and textile factories, in districts around Bangladesh capital Dhaka, plunging the major export-oriented sector, already affected by a myriad of problems, into further crisis.The pressure of gas came down to zero from Kanchpur to Rupganj areas in Narayanganj district and some areas of Gazipur, forcing many factory owners to engage sub-contractors in Narsingdi and Mymensingh, where gas supply is relatively better, to maintain their production deadline.Bangladesh Chamber of Industries president Anwar-ul Alam Chowdhury, also the chairman of Evince Group, said that if textile factories were affected, it would also affect the ready-made garment industries.
প্রথম আলো
পরিবেশ বান্ধব কারখানা : উৎপাদন শেষে কর্মীরা যেখানে পান খেলারও সুযোগ
সবুজে ঘেরা বড়সড় এক মাঠ। পড়ন্ত বিকেলে সেখানে ক্রিকেট খেলছেন একদল তরুণ। তবে এটি মফস্সল শহরের স্কুলের মাঠের কোনো দৃশ্য নয়। এ চিত্র ডেনিম কাপড় উৎপাদনের একটি কারখানার মাঠের। আর খেলোয়াড়েরা সেই কারখানার কর্মী। বিশাল এই মাঠসহ বিশাল এলাকা নিয়ে হবিগঞ্জের মাধবপুরের হরিতলা এলাকায় পাইওনিয়ার ডেনিম কারখানা গড়ে তুলেছেন তৈরি পোশাক ও বস্ত্র খাতের সফল উদ্যোক্তা বাদশা মিয়া। দেড় হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি পুরো কারখানাকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে। পরিবেশবান্ধব কারখানা হিসেবে এরই মধ্যে এটি যুক্তরাষ্ট্রের ইউএসজিবিসির লিড প্লাটিনাম সনদ পেয়েছে। বিভিন্ন মানদণ্ডে ১১০ নম্বরের মধ্যে কারখানাটি পেয়েছে ৮৩ নম্বর।
The Daily Star
Pacific Jeans Group to set up $55m garment factory in Adamjee EPZ
Pacific Denimwear Ltd, a unit of Pacific Jeans Group, plans to invest $54.5 million to establish a garment factory in the Adamjee Export Processing Zone (EPZ). This will be the ninth venture of Pacific Jeans Group in EPZs, the Bangladesh Export Processing Zones Authority (BEPZA) said in a statement. Pacific Denimwear will be the first enterprise of this group to operate outside the Chattogram EPZ, said the BEPZA.
The Financial Express
Trade suspended through Benapole for Chirstmas
Export and import activities between India and Bangladesh through Benapole land port remained suspended on Monday morning, on the occasion of Christmas. Benapole C&F Agents Association president Alhaj Shamsur Rahman said import-export between the two countries remained suspended due to the public holiday on the occasion of the main religious festival of the Christian community. Import-export activities will resume from Tuesday morning, he added, reports UNB.