BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 05, 2024

uploads/trade_daily/digest_photo_S_Alo__1707114281.jpg
সময়ের আলো
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে নীতি সহায়তা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৪ ফেব্রুয়ারি) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ আহবান জানান। প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি, সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বিজিএমই এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ মুনির হোসেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
uploads/trade_daily/digest_photo_DS_exports__1707114281.jpg

The Daily Star
Exports hit record $5.7b in January The previous single month high was recorded in December last year when exporters sold products to the tune of $5.30 billion, data from the Export Promotion Bureau (EPB) showed yesterday. "Exporters produced more items as the normalcy was restored in January following the announcement of the new wage structure for apparel workers," said Faruque Hassan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). He says the outlook is bright as the deep uncertainty involving the general elections is over and international clothing retailers and brands have started making fresh inquiries. According to the BGMEA chief, the unit price of garment items sourced from Bangladesh has inched up riding on the gradual shift to high-value products from basic and medium ranged apparel.

uploads/trade_daily/digest_photo_KK__1707114281.jpg

কালের কন্ঠ
সর্বোচ্চ পোশাক রপ্তানি এক মাসে তৈরি পোশাকে ভর করে দেশের রপ্তানি আয়ে রেকর্ড হয়েছে। গত জানুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। প্রবৃদ্ধি এসেছে ১১.৪৫ শতাংশ। এর মধ্যে শুধু তৈরি পোশাক রপ্তানিই ছিল ৪৯৭ কোটি ১৮ লাখ ডলার। বিজিএমইএর তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে পোশাক খাতে এটিই সর্বোচ্চ রপ্তানি। বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান বলেন, ‘বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বাস্তবায়ন এসবের পরও আমাদের উদ্যোক্তারা ভালো করছেন। বলা যায়, বাংলাদেশের পোশাক খাত রেকর্ড ভাঙছে এবং রেকর্ড গড়ছে। ডেনিম পোশাক বিশ্বের প্রথম, সুতার তৈরি পোশাক রপ্তানিতে প্রথম এবং একক মাস হিসেবে জানুয়ারিতে প্রায় ৫০০ কোটি ডলারের নতুন রেকর্ড। সম্প্রতি বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের ফলে আমাদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এই সবগুলো কাজ করছে।’

uploads/trade_daily/digest_photo_B_Post__1707114281.jpg

The Bangladesh Post
Export earnings rebound, Jan growth 11.45% Speaking to The Business Post, BGMEA President Faruque Hassan said, “The export sector is facing a hostile situation now, while the country is set to graduate from LDC in 2026. “Only the apparel sector posted a positive trend in January, thanks to the effort in non-traditional markets and a 4 per cent cash incentive. But the government reduced cash incentives for all exports in every destination. The move will impact our earnings in the coming days.” The BGMEA president added, “High inflation in western nations is going down, and brands made good sales in recent festivals. That is why buyers are placing a good number of orders. Beside, many brands are increasing product prices to adjust to the recent wage hike in the country’s apparel sector. ” BGMEA Director Mohiuddin Rubel pointed out, “The recent trend in trade reflects a depressing scenario of the retail businesses and economy, which might continue throughout this year. “For Bangladesh, the positive side is that we are being able to gradually diversify our products and move toward sophisticated items, which is reflected in the growth.”

uploads/trade_daily/digest_photo_FE__1707114281.jpg

The Financial Express
Export rebounds with $5.72b earning in Jan Asked about the trade performance, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Faruque Hassan said 2023 was not a good year as buyers placed less work orders and sold from their piled-up inventory. "Global market was slow while local shipments witnessed negative growth in major markets," he said. "But at the end of last year, buyers' stock started decreasing, resulting in rise of work orders." The association chief, however, mentions that global demand has not increased at desired level though inflation rates have been decreasing, because interest rates in major western markets have yet to come down. Shipments to the new markets and development of some of the value- added products also played important roles in bringing the export earnings back on the positive track in January, he noted, adding that Bangladesh nowadays produces value-added wears like jacket with FoB $100. The BGMEA president sets his sights high past the coming months for exports to grow further.

uploads/trade_daily/digest_photo_D_Tri__1707114281.jpg

The Dhaka Tribune
January exports sees welcome growth of 11.45% Faruque Hassan, president of BGMEA, said that most of the western buyers have been enjoying very good sales since last November due to festivals like Thanksgiving, Black Friday, Christmas, Boxing Day etc as their economy is likely to be stable after a slowdown. “As a consequence of their sales growth in January our export was better. Moreover, brands are expected to boost their apparel sourcing from Bangladesh as they are expected to successfully clear their inventory over the past year thanks to decline in inflation in the US,” he added. Talking to Dhaka Tribune, BGMEA Director Mohiuddin Rubel said that they have done well despite the global economic downturn as the mechanisms adopted by the destination countries to restore their economic conditions may be working. “However, as per the forecast, there is no reason to be too optimistic this year as the economic downturn is likely to continue. But we are doing well because we have diversified products and are finding new markets. If the economy recovers from this war and depression, we will be better off,” he added.

uploads/trade_daily/digest_photo_TBS_BGMEA__1707114281.jpeg

The Business Standard
BGMEA urges government to continue policy support for RMG industry The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has urged the government to continue policy support to maintain the competitiveness of the ready-made garment industry amid global economic challenges. A delegation led by BGMEA President Faruque Hassan made the call during a meeting with Finance Minister Abul Hassan Mahmood Ali at the Secretariat in Dhaka on Sunday (4 February). The delegation comprised former BGMEA president Md Siddiqur Rahman, BGMEA Senior Vice President SM Mannan (Kochi), Bangladesh Textile Mills Association (BTMA) President Mohammad Ali Khokon, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) Executive President Mohammad Hatem, and Vice President of Federation of Bangladesh Chambers of Commerce & Industries (FBCCI) Md Munir Hossain.The meeting was also attended by Commerce Ministry Senior Secretary Tapan Kanti Ghosh and Finance Division Secretary Md Khairuzzaman Mozumder.

uploads/trade_daily/digest_photo_Samakal__1707114557.jpg

সমকাল
জানুয়ারিতে ৫৭২ কোটি ডলারের রেকর্ড রপ্তানি হঠাৎ রপ্তানি আয়ে রেকর্ড একসঙ্গে অনেকগুলো পরিবর্তনের সুফল মনে করেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সমকালকে তিনি বলেন, জানুয়ারি মাস ৩১ দিন হওয়ায় বেশি উৎপাদনের সুবিধা পাওয়া গেছে। নতুন মজুরি কাঠামো কার্যকর হয়েছে ডিসেম্বর থেকে। বর্ধিত মজুরি পরিশোধের বাড়তি ব্যয় পুষিয়ে নিতে বিজিএমইএর পক্ষ থেকে ক্রেতাদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। সব ক্রেতা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন কারাখানা কর্তৃপক্ষ তাদের ক্রেতাদের সঙ্গে দর নিয়ে আলোচনা করেছে। এইচঅ্যান্ডএমসহ কোনো কোনো ব্র্যান্ড ও ক্রেতা সাড়া দিয়েছে, পোশাকের মূল্য বাড়িয়েছে। সেটাও রপ্তানি আয় বাড়ার একটি কারণ। এ ছাড়া নতুন বাজারে রপ্তানি বাড়াও একটি অন্যতম কারণ। এসব বাজারের মধ্যে জাপান ও অস্ট্রেলিয়ায় পণ্যের মূল্য বেশি পাওয়া যায়। এ ছাড়া পণ্যে মূল্য সংযোজনের সুবিধা দিন দিন বাড়ছে। সেই সুবিধা আগামী প্রতিটি রপ্তানি প্রতিবেদনে প্রতিফলিত হবে। জানুয়ারিতে তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৯৭ কোটি ডলার, যা গত বছরের জানুয়ারির চেয়ে ১২ দশমিক ৪৫ শতাংশ বেশি। এ প্রসঙ্গে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল সমকালকে বলেন, এ রপ্তানিকেও যথেষ্ট মনে করেন না তারা। তবে একেবারে খারাপও বলছেন না। কারণ চলমান বিশ্ব অর্থনীতিতে ব্র্যান্ড এবং ক্রেতাদের ব্যবসা খুব বেশি ভালো নয়। এ বছর হয়তো পরিস্থিতি এরকমই যেতে পারে। এর মধ্যে রপ্তানিতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে রপ্তানিতে খুব ভালো কিছু আশা করা যায় না।

uploads/trade_daily/digest_photo_Kalbela__1707114281.jpg

কালবেলা
সংকটেও রপ্তানি আয় বেড়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পরিচালক ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল সাংবাদিকদের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, সাত মাসে তৈরি পোশাক খাতে খুব বেশি প্রবৃদ্ধি হয়নি। গড়ে মাত্র সাড়ে তিন শতাংশের মতো হয়েছে। নিট পোশাকে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও ওভেনে এখনো সংকট রয়েছে। ভালো দিক হচ্ছে, প্রথমবারের মতো ৫ বিলিয়নের বেশি রপ্তানি আয় এসেছে; যা এর আগে কখনো হয়নি। তবে বিশ্ব অর্থনীতিতে এখনো যে সংকট আছে, তাতে পুরো অর্থবছর শেষে খুব ভালো কিছু হবে বলে আশা করা যাচ্ছে না। বিভিন্ন দেশ তাদের অর্থনীতি পুনরুদ্ধারে যে কৌশলগুলো নিয়েছে তার ওপর ভিত্তি করেই চলতি মাসে বড় প্রবৃদ্ধি হয়েছে। এর পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার ক্ষেত্রেও আমরা অনেক কাজ করেছি বলেই আমাদের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে।