BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 12, 2024

uploads/trade_daily/digest_photo_D_Sun__1707723029.jpg
The Daily Sun
Prime Minister Sheikh Hasina today laid emphasis on the expansion of export market and diversification of productions. "In order to increase exports, the market should be expanded alongside diversification of products," she said while leaders of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) paid a courtesy call on the premier at her official residence Ganabhaban here. Sheikh Hasina also urged the businessmen to pay special attention to ensure the quality of the produced goods. Prime Minister's Deputy Press Secretary KM Shakhawat Moon, in a media briefing, said that during the meeting, the BGMEA delegation briefed the premier about business, trade, exports and recent market situations.
uploads/trade_daily/digest_photo_N_Times__1707723029.jpg

The News Times
Explore New Markets For Export Items: PM Prime Minister Sheikh Hasina on Sunday underlined the need for expanding the markets for the country’s export products. “In order to boost exports the markets for our products should be expanded along with their diversification ,” Hasina said. The prime minister made the remarks when a delegation from the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), led by President Faruque Hassan, paid a courtesy visit to the Honorable Prime Minister Sheikh Hasina at her office in Dhaka on February 11. She asked the business people to pay special attention on the quality of the products. The delegation included Tipu Munshi MP, former Commerce Minister and President of BGMEA; Abdus Salam Murshedy MP, former President of BGMEA; Shafiul Islam Mohiuddin, former Member of Parliament and President of BGMEA; and Md. Siddiqur Rahman, former President of BGMEA, and current Industries and Trade Affairs Secretary of the Awami League as well as current First Vice President Syed Nazrul Islam, Senior Vice President S. M. Mannan (Kochi), Vice Presidents Shahidullah Azim, Md. Nasir Uddin, Miran Ali, and Rakibul Alam Chowdhury, Directors Barrister Shehrin Salam Oishee, Barrister Vidiya Amrit Khan and Neela Hosna Ara.

uploads/trade_daily/digest_photo_S_Alo__1707723029.jpg

সময়ের আলো
প্রণোদনা ফিরে পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ গার্মেন্ট মালিকরা তৈরি পোশাক শিল্পের হারানো প্রণোদনা ফিরে পেতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হলেন দেশের তৈরি পোশাক শিল্প মালিকরা। একই বিষয়ে সহযোগিতা চেয়ে গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখ করেছেন বিজিএমইএ নেতারা। আর গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানান বিকেএমইএর নেতারা। এ সময় পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, প্রণোদনা প্রত্যাহার সংক্রান্ত সার্কুলার শিল্পকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছে, মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছেন শিল্প উদ্যোক্তারা। এর মাধ্যমে নিটওয়্যার খাতে ৮০ শতাংশের ওপরে রফতানি ভর্তুকি বন্ধ করা হয়েছে। বিজিএমইএ নেতারা পোশাক শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। প্রতিনিধি দলে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশি, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএর বর্তমান বোর্ডের প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও পরিচালক নীলা হোসনে আরা।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_PM__1707723029.jpg

বণিক বার্তা
প্রধানমন্ত্রীর কাছে সহায়তা বহাল রাখার আহ্বান বিজিএমইএ-বিকেএমইএর পোশাক খাতকে নগদ সহায়তা এবং অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নতুন বাজার সম্প্রসারণের আওতায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গতকাল বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিন একই বিষয়ে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশি এমপি, সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, শহিদউল্লাহ আজিম, মো. নাসির উদ্দিন, মিরান আলী, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান ও নীলা হোসনে আরা।

uploads/trade_daily/digest_photo_FE_Air__1707723029.jpg

The Financial Express
Airfreight rate nearly doubles in a month Shahidullah Azim, vice president, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), told the FE Sunday the airfreight rate increased as pressure of goods in air transportation increased as shipping the same would require an additional three weeks. "The major reason for rise in air shipment is war-zone-risk alert in the Red Sea and war in the Middle East which enhanced transit time for ships by an extra 25 days and so buyers ask to send goods by air," he said. However, Mr Azim said, in this case buyers themselves bear the additional costs involved. "But when manufacturers send goods by air due to their own delay, they pay from their own pocket," he said.

uploads/trade_daily/digest_photo_DS_fashion__1707723029.jpg

The Daily Star
Fashion, pharma, and beyond: Team Group’s strategic approach to business evolution n the world of corporate evolution, Team Group's journey commenced in 2009 as a modest venture, and today it stands tall as a diversified conglomerate, a testament to ambition, innovation, and resilience. Spanning five sectors with 13 business units, Team Group has carved its niche in Ready-Made Garments (RMG), Pharmaceuticals, Retail Clothing, Real Estate, and Information Technology. This journey of diversification reflects not just business expansion but a commitment to excellence and a multi-faceted impact on the global stage. Let's take a look at the variety of industries Team Group currently is a part of.