BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 22, 2024

uploads/trade_daily/digest_photo_UNB__1708584829.jpg
UNB
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) observed the solemn occasion of 'Amar Ekushey' and the International Mother Language Day with a rich tribute to the Language Movement martyrs. BGMEA President Faruque Hassan along with by Senior Vice President S. M. Mannan (Kochi) paid their respects by laying wreaths at the Central Shaheed Minar in Dhaka on Wednesday, said a media statement.To uphold the spirit of Bangla and commemorate the Language heroes, BGMEA took an initiative that the RMG products exporting from Bangladesh tags would have written "Bangladeshe Toiri" alongside "Made in Bangladesh" in English.
uploads/trade_daily/digest_photo_Observer__1708584962.jpg

The Daily Observer
BGMEA, 3 other intl orgs to provide eye care services to garment workers Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Fred Hollows Foundation, Hellen Keller International and Sightsavers International have entered a partnership to provide eye care services to garment workers and develop the capacity of doctors and nurses working at health clinics in garment factories. A memorandum of understanding (MoU) was signed by BGMEA president Faruque Hassan, Jennifer Gersbeck, Executive Director, Global Advocacy, the Fred Hollows Foundation; Musabbir Alam, Country Director for Bangladesh at Fred Hollows Foundation; Hasina Akhter, Country Director, Helen Keller International, Bangladesh; and Amrita Rejina Rozario, Country Director for Bangladesh at Sightsavers International. Neela Hosna Ara, Director in Charge of Health Projects at BGMEA was also present at the MoU signing held at BGMEA Complex on Tuesday.

uploads/trade_daily/digest_photo_S_Alo__1708584962.jpg

সময়ের আলো
পোশাক রফতানিতে রেকর্ড বছরের প্রথম মাস জানুয়ারিতে আশা জাগাচ্ছে তৈরি পোশাক রফতানি (আরএমজি)। একক মাস হিসেবে জানুয়ারিতে প্রায় ৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৫ শতাংশ বেশি। এটি একক মাস হিসেবে সর্বোচ্চ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, মূলত একক মাসের সর্বোচ্চ রফতানির রেকর্ড হয়েছে জানুয়ারিতে। এই মাসে ৪ দশমিক ৯৭ বিলিয়ন বা প্রায় ৫ বিলিয়ন ডলারের পোশাকপণ্য রফতানি হয়েছে। বিজিএমইএ সভাপতি বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে পোশাক রফতানির চিত্র হতাশাজনক হলেও জানুয়ারিতে রফতানি প্রবৃদ্ধি ইতিবাচক সূচকের দিকে বাঁক নিয়েছে। এই মাসে পোশাক রফতানিতে ১২ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ওভেন পোশাকে ৭ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও নিট পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ।বছরের বাকি সময় আরও ভালো খবর আসবে এমন আশা প্রকাশ করে ফারুক হাসান বলেন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

uploads/trade_daily/digest_photo_Bonik_eye__1708584962.jpg

বণিক বার্তা
পোশাক কর্মীদের চোখের স্বাস্থ্য সেবায় বিজিএমইএ’র সঙ্গে কাজ করবে তিন সংস্থা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), ফ্রেড হোলোস ফাউন্ডেশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং সাইটসেভার্স ইন্টারন্যাশনাল পোশাক কর্মীদের চক্ষু যত্নসেবা এবং কারখানায় কর্মরত ডাক্তার ও নার্সদের সক্ষমতা বৃদ্ধির জন্য এক সঙ্গে কাজ করবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিজিএমইএ কমপ্লেক্সে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, ফ্রেড হোলোস ফাউন্ডেশনের গ্লোবাল অ্যাডভোকেসির নির্বাহী পরিচালক জেনিফার গারসবেক, ফ্রেড হোলোস ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুসাব্বির আলম, হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা আক্তার, সাইটসেভার ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর স্বাস্থ্য প্রকল্পগুলোর ডাইরেক্টর ইন চার্জ, পরিচালক নীলা হোসনা আরা।

uploads/trade_daily/digest_photo_TBS_four__1708585050.jpg

The Business Standard
Four-fifths buyers not sharing wage hike costs: BGMEA study Despite repeated commitments, about four-fifths of buyers are not sharing the additional costs arising from the implementation of the new wage structure since December last year, according to apparel manufacturers. "Around 79% of buyers have no reaction to paying the additional price to pay workers while the new wage board increased workers' monthly salaries by about 56%," said Vidiya Amrit Khan, a director at the BGMEA, referring to a study of the trade body, during a stakeholder workshop in the city on Tuesday. "Buyers are gradually decreasing the price when our cost of production is on the rise," she said at the event on "Navigating the Path to Social Auditing in Bangladesh's Garment Industry," jointly organised by the Bangladesh University of Health Sciences and the University of Southern Denmark.