BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 11, 2024

uploads/trade_daily/digest_photo_P_Alo_ctg__1718087460.jpg
প্রথম আলো
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি)। আজ সোমবার মায়ের্সক লাইনের ‘এমভি মায়ের্সক দাভাও’ জাহাজে রপ্তানি কনটেইনার বোঝাই করে টার্মিনালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে বাংলাদেশের বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোনো অপারেটর কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করল।সারা দেশে আমদানি-রপ্তানি কনটেইনারের ৯৮ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে আনা-নেওয়া হয়। নতুন টার্মিনালটি চালু হওয়ায় ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানিতে সুবিধা বাড়ল।
uploads/trade_daily/digest_photo_DS_go__1718087460.jpg

The Daily Star
Go for recycled garments to boost exports Bangladesh should soon go for producing recycled garment products that meet global environmental safety standards to increase its exports to the European Union (EU), according to speakers at an event. Changes in trade patterns often bring major shifts to a country's economic structure, technological advancement, government policies and emerging trade theories or agreements, they said. These comments came at a discussion on the impact of EU circular textiles policies on its trading partners, organised by the Business Initiative Leading Development (BUILD) at its office in Dhaka.

uploads/trade_daily/digest_photo_S_Bangla__1718087460.jpg

সারা বাংলা
বাজেটে রফতানি খাতের প্রস্তাবনার প্রতিফলন ঘটেনি: ইএবি রফতানি খাতের প্রস্তাবনার প্রতিফলন প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাজেট প্রতিক্রিয়া এ মন্তব্য করেন ইএবি সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। ইএবি সভাপতি বলেন, ‘বাজেটে শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান খাত, রফতানিখাতের প্রস্তাবনার প্রতিফলন প্রস্তাবিত বাজেটে পাওয়া যায়নি।’

uploads/trade_daily/digest_photo_Ajker__1718087460.jpg

আজকের পত্রিকা
উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারীরা: ফিকির বাজেট প্রতিক্রিয়া প্রস্তাবিত বাজেটে বৈদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের জন্য কিছু সুপারিশ থাকলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু সুবিধা কমানো হয়েছে। এভাবে হঠাৎ করে সুবিধা কমানোর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করলেও বিদেশি বিনিয়োগ সুবিধা হঠাৎ কমালে এফডিআই কমতে পারে। তখন বিনিয়োগকারীরা বিকল্প খুঁজবেন। তাঁরা তো যেখানে তুলনামূলক বেশি সুবিধা পাবেন, সেখানে নতুন করে বিনিয়োগ করবেন। তাঁদের বিনিয়োগের মূল্য লক্ষ্য হলো বেশি মুনাফা (রিটার্ন) পাওয়া। উৎপাদন কিংবা নতুন কর্মসংস্থান সৃষ্টি তাঁদের লক্ষ্য নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন এফডিআর আনতে সুবিধা সংকোচন না করে বাড়তি সুবিধা দিতে হবে।গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে পরিচালনাকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই-ফিকি) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার।

uploads/trade_daily/digest_photo_DS_COP__1718087636.jpg

The Daily Star
To cut CO2 emissions, let’s tackle over-production : Mostafiz Uddin, MD, Denim Expert Limited. Recently, a video from a factory of Chinese omnichannel brand Temu went viral. It showed mountains of Temu packages being piled on top of one another, with employees forlornly attempting to sort them. The video was described on social media as a dystopian nightmare. Such videos are not rare. We have known for a long time that the world is producing too much. Overproduction is a significant global issue with wide-ranging economic, environmental, and social impacts. This problem is particularly evident in industries like fashion, food, and electronics. Overproduction contributes to increased waste and pollution. It leads to the depletion of natural resources.

uploads/trade_daily/digest_photo_samakal__1718087636.jpg

সমকাল
দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বেশি অরক্ষিত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা বলেছেন, আগামী অর্থবছরের বাজেটকে সামগ্রিক অর্থনীতির সংকটের প্রেক্ষাপটে দেখতে হবে। সংকট উত্তরণে সবচেয়ে বেশি জরুরি আর্থিক খাতের দুরবস্থা কাটানো এবং অর্থনীতির আকারের অনুপাতে রাজস্ব আয় বাড়ানো। কেননা অর্থনীতির মূল সংবেদনশীল জায়গা আর্থিক খাত এখন সবচেয়ে বেশি অরক্ষিত।

uploads/trade_daily/digest_photo_KKK__1718087636.jpg

কালের কন্ঠ
সৌদি কম্পানির অধীনে বন্দরে পণ্য খালাস শুরু চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো বিদেশি অপারেটর পরিচালিত টার্মিনালে বাণিজ্যিক জাহাজ ভিড়েছে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি)। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়েছে এই টার্মিনালে। ডেনমার্কভিত্তিক বাণিজ্যিক জাহাজ কম্পানি মায়ের্সক লাইনের জাহাজটির নাম ‘মায়ের্সক ড্যাভাও’। এটি ২ জুন মালয়েশিয়ার পোর্ট ক্ল্যাং থেকে এক হাজার টন আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।এসব পণ্য এই টার্মিনালে খালাস করে আজ পিসিটি থেকে রপ্তানি পণ্য নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশে যাত্রা করবে। এর মধ্য দিয়ে ‘ল্যান্ড লর্ড পোর্ট’ ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর।

uploads/trade_daily/digest_photo_TBS__1718087636.jpg

The Business Standard
Businesses call for long-term trade, investment policy Business leaders have emphasised the need for a long-term government policy on trade and investment to attract both local and foreign investors to invest in the country. "This policy should be for a minimum of five years," Mahbubul Alam, president of the Federation of Bangladesh Chambers of Commerce and Industries (FBCCI) commented at a post-budget panel discussion at a city hotel on Monday (10 June).