September 18, 2024
বাংলাদেশ প্রতিদিন
হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যবসায়ীদের নামে হয়রানি ও নির্যাতনমূলক হত্যা মামলাকে শিল্প খাত ধ্বংসের গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন অংশীজনেরা। তাঁরা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প কারখানাগুলোয় অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত চলছে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএর সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তারা বিভিন্নভাবে শিল্পকারখানায় হামলা-ভাঙচুর করছে। যারা হামলায় অংশ নিচ্ছে রাজনৈতিকভাবে মোটিভেটেড। পুলিশ না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আর সেই সুযোগে দুষ্কৃতকারীরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। কোনো পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দুই বছর আগের পুরনো ক্ষোভের জেরে এখন হামলা করা হচ্ছে। মোট কথা হামলাকারীরা দেখছে পুলিশ আছে নাকি নাই। যখনই দেখছে পুলিশ নাই, তখনই হামলা করছে। তারা জানে পুলিশ না থাকলে তাদের কেউ গ্রেপ্তার করবে না।’
কালের কন্ঠ
আস্থার সংকটে ব্যবসায়ীরা, এলসি কমেছে ৪৪ শতাংশ মূলধনী যন্ত্রের
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা। গেল ২ মাসে মূলধনী যন্ত্র আমদানির জন্য ঋণপত্র খোলা কমেছে ৪৪ শতাংশ। মধ্যবর্তী পণ্যের আমদানিও কমেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে ভাবমূর্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংস্কার কমিটি গঠনের তাগিদ তাদের।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক পটপরিবর্তন, বন্যা ও তৈরি পোশাক খাতে অস্থিরতায় টালমাটাল দেশের ব্যাবসায়িক পরিবেশ। ফলে নতুন করে বিনিয়োগে আস্থা পাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল ২ মাসে মূলধনী যন্ত্রপাতি কিংবা উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে।
খবরের কাগজ
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনা কর্মকর্তারা
আগামী দুই মাস সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা অর্পণ করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
The Daily Star
Most RMG units return to normalcy
Normalcy returned to most factories on the outskirts of Dhaka as labour unrest eased and most workers returned to their factories yesterday. Garment factories in the Ashulia, Zirabo and Zirani areas have been reopening since Sunday. Of the 407 garment factories in these areas, 392 were fully open while the rest were shut yesterday, according to Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).
যুগান্তর
সম্পাদকীয় : ব্যাংক খাতের সংস্কার, অনিয়ম দূর করে আস্থা ফেরাতে হবে
ব্যাংকের পর্ষদ পুনর্গঠনসহ ব্যাংক খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে অল্প সময়ের মধ্যেই ইতিবাচক ফল পাওয়া গেছে। এ খাতের দুর্দশার অবসানে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রাখা দরকার। তা না হলে অপ্রয়োজনীয় আমদানি এবং অর্থ পাচারের মতো ঘটনার পুনরাবৃত্তি শুরু হতে পারে।
ভোরের কাগজ
সম্পাদকীয় ও মুক্তচিন্তা : পোশাক শ্রমিকদের অস্থিরতা নিয়ে ভাবুন
মালিকের লোকসান, শ্রমিকদের মজুরি ও কাজ হারানোর আশঙ্কা কোনোভাবেই পোশাকশিল্পের পক্ষে যায় না। সরকার, বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের উচিত সত্বর কোনো গঠনমূলক সমাধানে পৌঁছা এবং এই খাতকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা।