October 06, 2024
bdnews24
Western buyers diverting RMG orders to Bangladesh’s competitors as unrest disrupts production
BGMEA President Rafiqul Islam said that approximately 30 percent of garment orders have moved to other countries. Sparrow Group’s Shovon echoed the same concern. He explained, “When buyers say they don’t need the orders anymore, we understand that they’ve placed those orders in other countries.”
দৈনিক ইত্তেফাক
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা, নেই শ্রমিক অসন্তোষ
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দাবি, নাশকতা ঠেকাতে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা যেমন প্রশাসনের সহযোগিতা পেয়েছেন, তেমনি নিজেরাও কারখানায় উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আর শ্রমিক নেতারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থিতিশীল পরিবেশ বজায় রাখার। বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করা হয়েছে। শ্রমিক নেতা ও শ্রমিকদের সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হচ্ছে।
সমকাল
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলার উন্নতি জরুরি : ডিসিসিআইর সভায় ব্যবসায়ীরা
শিল্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন উদ্যোক্তারা। তারা বলেছেন, প্রতিনিয়ত কারখানায় আন্দোলন, হামলা-ভাঙচুর হচ্ছে। এর পেছনে একটি গোষ্ঠী ইন্ধন জোগাচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের কারখানায় যেতেও তারা এখন ভয় পান। শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলে রপ্তানি তলানিতে নামবে। ঋণখেলাপি হয়ে পড়বেন উদ্যোক্তারা। পরিণতিতে অর্থনীতি খারাপের দিকে যাবে। এ অবস্থা ঠেকাতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক সেমিনারে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।
The Daily Star
Apparel exporters demand $10m in Debenhams dues
A platform representing three dozen local apparel manufacturers has demanded over $10 million payment for fashion items they supplied to the UK retail giant Debenhams. At a press conference at the Economic Reporters Forum (ERF) in Dhaka yesterday, they said they will file a case against the local forwarder of the now-bankrupt British store chain unless the payment is made within 15 days.Md Zahangir Alam, convener of the Debenhams vendors' community platform, said that due to the negligence of the forwarder Expo Freight Limited (EFL), they have not received the payment to date.
আজকের পত্রিকা
পোশাকশিল্পে অস্থিরতার মধ্যেও পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ
এনবিআরের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ৩৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে রপ্তানি বেড়েছে ৫৪ কোটি ডলার। যদিও রপ্তানির হিসাবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা (স্যাম্পল) রপ্তানির তথ্যও সংযুক্ত আছে।এনবিআরের তথ্য বলছে, গত জুলাইয়ে ৩৮২ ও আগস্টে ৪০৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সব মিলিয়ে চলতি ২০২৪–২৫ অর্থবছরে প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) ১ হাজার ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ বেশি।