BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 07, 2024

uploads/trade_daily/digest_photo_BD_pra__1728283075.jfif
বাংলাদেশ প্রতিদিন
ঋণের সুদহার বাড়ায় বেড়েছে তহবিল ব্যবস্থাপনা ব্যয়। এতে উৎপাদনের খরচ বেড়েছে। এই সমস্যা সমাধানে সুদহার নির্ধারণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা থাকা দরকার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, ঋণের সুদহার বাড়ার কারণে তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেড়ে যাওয়ায় পণ্য উৎপাদনের খরচও বেড়েছে। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ানো হয় উন্নয়নশীল দেশগুলোতে। মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়িয়ে কোনো কাজ হবে বলে আমি মনে করি না। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মানে জিনিসপত্রের দাম কমানো। আমাদের দেশের অধিকাংশ ঋণ নেয় বড় বড় কোম্পানি, ব্যবসায়ী গ্রুপ ও করপোরেট প্রতিষ্ঠান। ব্যক্তিগত ঋণ বাংলাদেশে অনেক কম। এটা বিদেশে অনেক বেশি। সেই কারণে বিদেশে মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ানো হয়। আমাদের দেশে যে পাউরুটি বানায়, সে যদি ব্যাংক থেকে ঋণ নেয়। পাউরুটি বানাতে তার খরচ বেড়ে যাবে। আলটিমেটলি সব জিনিসেই তো খরচটা বাড়ছে। এ জন্যই উৎপাদন খরচ বাড়ছে। বিনিয়োগও ইতোমধ্যে কমে গেছে।
uploads/trade_daily/digest_photo_FE_buyers__1728283075.jpg

The Financial Express
Buyers redirecting some cancelled orders to Bangladesh’s competitors Western buyers are diverting orders for readymade garment (RMG) items to Bangladesh’s competitor countries amid deteriorating law and order following the change in power, worker dissatisfaction, protests, strikes, and factory closures. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Rafiqul Islam said that approximately 30 per cent of garment orders have moved to other countries. With production plummeting, orders shifting to neighbouring countries, revenues shrinking, and dependence on bank loans increasing, many large companies in the garment sector are now facing the risk of permanent closure.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-07_at_12.29.25_AM__1728283075.jpeg

কালবেলা
তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা : চট্টগ্রাম বন্দর রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে ১৯৮৭ সালে যুক্ত হয় ডেনমার্ক থেকে আনা দুটি তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’।ট্যাঙ্কার দুটি অনেক বেশি পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় দেশের সমুদ্রসীমার বাইরে যাওয়ার পর্যায়েও ছিল না। এর পরও ঝুঁকি নিয়ে চলাচলের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে বিএসসি তাদের জাহাজ দুটি সমুদ্র পরিবহন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি রকিবুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল জায়গা থেকে এলোমেলো কথা বলা উচিত নয়। সব থেকে বড় ব্যাপার হলো, ‘বাংলার জ্যোতি’ কিংবা ‘বাংলার সৌরভে’র মতো ত্রুটিপূর্ণ জাহাজ যেন মোহনা পর্যায়ে না থাকে, সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কারণ এ পথ ধরেই অনেক জাহাজ যাতায়াত করে, দেশের সিংহভাগ আমদানি-রপ্তানিই এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-07_at_12.37.07_AM__1728283075.jpeg

The Daily Star
Faulty NIDs deprive garment workers of welfare fund benefits Many garment workers have been facing challenges in accessing financial benefits from the Central Fund for the industry because of inaccuracies in their national identity (NID) cards, analysts said yesterday. The Central Fund for the welfare of garment workers was set up in 2016, with the country's apparel makers contributing 0.03 percent of their export proceeds to the fund each fiscal year. As per the conditions of the fund, the workers must submit their NIDs to take financial benefits from the fund. However, at the end of the day, not all workers can access the money as their NID cards are littered with mistakes, speakers said.

uploads/trade_daily/digest_photo_ju__1728283075.jpg

যুগান্তর
সম্পাদকীয় : শিল্প-ব্যবসার অগ্রগতি জরুরি বস্তুত ব্যবসার পরিবেশের ওপর অনেক কিছু নির্ভর করে। কাজেই দেশের অর্থনীতির স্বার্থে সবার আগে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে হবে। বিগত সরকারের আমলে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা আশ্বাস দিয়েছিল। কিন্তু দেশে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি। এর বড় এক কারণ ছিল ব্যাংক খাতের বিশৃঙ্খলা। দেশের অর্থনীতির স্বার্থে এমন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে ব্যাংকের ভালো গ্রাহকরা পুরস্কৃত হবেন এবং খারাপ গ্রাহকরা দণ্ডিত হবেন। ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হয়। ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি এসব কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ে। পণ্যের উৎপাদন খরচ বাড়লে দেশীয় বিনিয়োগকারীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। কাজেই দেশের সব স্তরে সব ধরনের অনিয়ম বন্ধ করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। উদ্যোক্তারা যাতে আগ্রহসহ বিনিয়োগ করতে এগিয়ে আসেন দেশে তেমন পরিবেশ সৃষ্টি করতে হবে। সব বাধা দূর করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে, এটাই আমাদের প্রত্যাশা।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-07_at_12.30.48_AM__1728283075.jpeg

সমকাল
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের পেছনে বহিরাগত পোশাক খাতের শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। তার পরও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে কিছু বহিরাগত। তারা শ্রমিকদের উস্কে দিচ্ছে, হামলা-ভাঙচুর করছে। গত শনিবার আশুলিয়ায় আটক হয়েছে এমন ১৭ জন, যারা শ্রমিক নয়। আশুলিয়ার পুলিশ জানায়, বাইপাইলের ডংলিয়ান ফ্যাশনে শনিবার হামলা চালায় কিছু বহিরাগত সন্ত্রাসী। তারা রড, স্টিলের পাইপ ও লাঠি নিয়ে শ্রমিক ও স্টাফদের ওপর হামলা করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এসে হামলাকারী কনকসহ ১৭ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, কেউই পোশাক কারখানার শ্রমিক নয়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-07_at_12.31.47_AM__1728283075.jpeg

ভোরের কাগজ
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য সেপ্টেম্বরে পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ রাজনৈতিক পটপরিবর্তনের পর শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ শুরু হয়। এতে সাভারের আশুলিয়ার বড় শিল্পগোষ্ঠীর কারখানাগুলোতে গত এক মাস উৎপাদন ব্যাহত হয়। গাজীপুরের কিছু কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটে। তারপরও গত মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পণ্য রপ্তানির এ হিসাব পাওয়া গেছে। এনবিআরের তথ্য মতে- গত সেপ্টেম্বরে ৩৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরে তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে ৫৪ কোটি ডলার। যদিও রপ্তানির হিসাবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা (স্যাম্পল) রপ্তানির তথ্যও সংযুক্ত আছে। এই পরিমাণ অবশ্য খুবই কম হয়ে থাকে।

uploads/trade_daily/digest_photo_KK__1728283075.jpg

কালের কন্ঠ
বৈশ্বিক উদ্ভাবনে পেছনের সারিতে বাংলাদেশ নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশ্বের দেশগুলো যখন এগিয়ে যাচ্ছে, তখন এই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এমনকি বৈশ্বিক তালিকায় কয়েক বছর ধরে পেছনের তালিকায় পড়ে আছে বাংলাদেশ। সম্প্রতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনীসূচক (জিআইআই) ২০২৪-এ ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম হয়েছে। ১৭তম এই সংস্করণে প্রাপ্ত সূচক ১৯.১।২০২৩ সালে ১৩২টি দেশের মধ্যে তিন ধাপ পিছিয়ে ১০৫তম অবস্থানে নামে বাংলাদেশ। যদিও ২০২২ সালে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম। অর্থাৎ এই সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাচ্ছে। ডব্লিউআইপিও প্রতিবছর বৈশ্বিক উদ্ভাবনী সূচকের প্রতিবেদন প্রকাশ করে।

uploads/trade_daily/digest_photo_obser__1728283075.jfif

The Daily Observer
BD's apparel sector faces growing competition in global market Bangladesh's apparel sector is under pressure in the global market as competitors like Vietnam and India made significant strides in high-value garment exports. A recent report by the United States International Trade Commission (USITC) highlighted the shifting dynamics, revealing that Bangladesh is struggling to capture a larger share of the US market, which China is gradually losing. Syed Ershad Ahmed, President, American Chamber of Commerce (AmCham) in Bangladesh echoed this sentiment. "Bangladesh is only offering competitive labour. We must focus on quality and speed of delivery; otherwise, we can't achieve the desired objective," he said.