BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 28, 2024

uploads/trade_daily/digest_photo_BSS__1730095642.jpg
বিএসএস
রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে মজুরি বোর্ড গঠনে মালিক-শ্রমিক সমতাকে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বোর্ড গঠনে মালিক-শ্রমিক সমান অংশগ্রহণ নিশ্চিত করে জীবন ধারনের মতো মজুরি নির্ধারণে সরকারকে এগিয়ে আসতে হবে। রোববার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে নিম্নতম মজুরি বোর্ডের কার্যকারিতা বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৪২টি নিম্নতম মজুরী বোর্ডের সঙ্গে আরো ১৪টি সেক্টর যুক্ত হওয়ায় জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে মোট ৫৬ টি সেক্টরে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।
uploads/trade_daily/digest_photo_BNews__1730095642.jpg

বাংলা নিউজ২৪
গার্মেন্টস ‘ঝুট’র যথাযথ ব্যবহারে পাঁচ বিলিয়ন ডলার আয়ের হাতছানি ঝুটসহ রিসাইকেলিং উপযোগী বর্জ্য অপসারণকে বাইরের প্রভাবমুক্ত রাখতে সরকারের কাছে দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি। সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পোশাক শিল্পের ঝুট বা উচ্ছিটাংশ সরকারের অধীনে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় রিসাইকেলিংয়ের ব্যবস্থা করতে হবে। যেখানে সরাসরি এই ঝুট সরবরাহ করা হবে। বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি ও প্রশাসকের সহায়ক কমিটির সিনিয়র সদস্য শহিদউল্লা আজিম বাংলানিউজকে বলেন, তৈরি পোশাক শিল্পের প্রায় চার লাখ টন ঝুট তৈরি হয়। যা নামমাত্র দামে কারখানার আসে-পাশের কিছু লোককে দিয়ে দেওয়া হয়। এগুলো তারা বাইরে প্রক্রিয়াজাত করে।

uploads/trade_daily/digest_photo_D_Sun__1730095642.jpg

The Daily Sun
EU sees opportunities in Bangladesh's rapid renewable energy expansion Ambassador of the European Union (EU) to Bangladesh Michael Miller has said there are many opportunities to work more on renewables in a country like Bangladesh which has a low amount of renewable capacity. He said it does mean that the opportunity is there to expand renewable energy facilities quickly, and they have both experience in the European Union and financing available. "We think there's a scope to work with Bangladesh on air quality and air pollution. But, the big investment that I would want to talk about is in renewable energy," Ambassador Miller told UNB in an interview at his Embassy office.

uploads/trade_daily/digest_photo_S_Alo__1730095642.jpg

সময়ের আলো
এসডিজি অর্জনে পিছিয়ে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) ভিএনআর রিপোর্ট জমা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পূরণে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি তথ্যের পাশাপাশি বেসরকারি তথ্য যুক্ত করার পক্ষে মত দিয়েছেন এনজিওর প্রতিনিধিরা। রোববার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ভলেন্টারি ন্যাশনাল রিভিউ (ভিএনআর) ও নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে এমন মত দেন এনজিও প্রতিনিধিরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-27_at_11.44.33_PM__1730095642.jpeg

The Dhaka Tribune
Editorial : Unscrupulous buyers need to be pointed out According to reports, the delayed payments now run the risk of the associated exporters potentially facing difficulties in maintaining their business due to overdue Export Permits, while diplomatic efforts to overcome this hurdle have seemingly hit a dead end, the Australian High Commission in Dhaka has now advised the affected exporters to pursue legal action citing limited avenues for embassy intervention. For such companies, which already bank on the relatively low cost of labour in Bangladesh, to not pay their dues on time is nothing short of unacceptable. The obvious lack of scruples exhibited by such foreign buyers has long been an issue when it comes to our RMG sector but it is high time that the government and RMG trade bodies started holding exporting nations and their companies accountable for not living up to their end of the deal. The sector has done everything it can to reform itself, now it is the buyers who must reform the way they do business.

uploads/trade_daily/digest_photo_D__RU__1730095642.jpg

দেশ রুপান্তর
কমেছে এলসি খোলা-নিষ্পত্তি উদ্যোক্তারা জানিয়েছেন, দুই বছর ধরেই দেশে গ্যাস-বিদ্যুতের সংকট রয়েছে। চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি হচ্ছে না। ফলে জ¦ালানি অপর্যাপ্ততার কারণে অধিকাংশ শিল্প পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। এর মধ্যে দুই মাসেরও বেশি সময় শিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। আবার এক বছর ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে ঋণের সুদের হার বাড়ানো হচ্ছে। এটিও ব্যবসার খরচ বাড়িয়ে তুলছে, অনেক কোম্পানি পড়েছে লোকসানে। অধিকাংশ কোম্পানি এখন প্রয়োজন না হলে ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মূলধনি যন্ত্রপাতি আমদানি ব্যাপক হারে কমে গেছে। এ সময়ে শিল্পের মধ্যবর্তী পণ্যের আমদানির এলসি খোলা ও নিষ্পত্তির হারও কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানির এলসি খোলা কমেছে ৭ শতাংশ ও এলসি নিষ্পত্তির হার কমেছে ১৩ শতাংশের বেশি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-27_at_11.20.41_PM__1730095642.jpeg

The Daily Star
Bangladesh losing out to Pakistan in home textile exports Bangladesh has been struggling to recover lost work orders in the home textile segment, a significant volume of which shifted to Pakistan nearly two years ago. This shift occurred mainly due to the sudden doubling of gas prices in Bangladesh and significant devaluation of the Pakistani rupee against the US dollar. More recently, labour unrest in industrial belts and months of political unrest in Bangladesh have contributed to lower receipts. Moreover, Pakistan possesses some inherent advantages. For example, it is the world's seventh-largest producer of cotton, according to Statista.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-10-27_at_11.54.12_PM__1730095642.jpeg

The Business Standard
BD facing consumption crunch on exorbitant price hike From groceries to clothing to personal care items, demand is plummeting across the board in Bangladesh, and retail industry experts warn that even brief signs of recovery are waning due to fresh downturns. Retailers have pointed to a particularly steep decline since July, saying inflation is eroding household budgets, leaving many families prioritising essentials over discretionary spending. Sales of protein-rich foods like chicken and fish, which are more affordable compared to mutton and beef, have dropped by at least one-third in October compared to the previous month.