BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 04, 2024

uploads/trade_daily/digest_photo_D_Sun_leed__1730702894.jfif
The Daily Sun
Cotton Field BD Limited in Tongi, Gazipur, has been awarded LEED (Leadership in Energy and Environmental Design) platinum certification from the US Green Building Council (USGBC), achieving an impressive score of 86. This brings Bangladesh’s total number of LEED-certified factories to 230, with 92 rated platinum and 124 rated gold. Additionally, around 500 factories are currently pursuing LEED certification. Md Anwar Hossain, administrator of the BGMEA, congratulated garment industry entrepreneurs on their commitment to eco-friendly industrialisation, highlighting this achievement as a testament to Bangladesh’s potential to lead in sustainable production.
uploads/trade_daily/digest_photo_N_Age__1730702894.jpg

The New Age
Korean investors point out challenges in Bangladesh Korean investors in Bangladesh on Sunday pointed at the challenges in Bangladesh’s business environment, citing tax policies, labour regulations and customs procedures as primary obstacles for foreign investors. At a seminar ‘Korea-Bangladesh Economic Cooperation’ at the Westin Hotel in the capital Dhaka, organised by the Foreign Investors’ Chamber of Commerce and Industry and the Korean Embassy, Korean investors also mentioned political instability, bureaucratic hurdles in customs and licensing, transparency issues, high operational costs, electricity shortages, and reduced productivity and workforce motivation as the other challenges.

uploads/trade_daily/digest_photo_jnews__1730702894.jpg

জাগো নিউজ২৪
যুক্তরাষ্ট্রের লিড স্বীকৃতি পেল আরেক পোশাক কারখানা ৮৬ স্কোর করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভাইরনমেন্টাল ডিজাইন) প্লাটিনাম সনদ পেয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কটন ফিল্ড বিডি লিমিটেড কারখানা। এতে করে দেশে এখন লিড প্রত্যয়িত কারখানার সংখ্যা দাঁড়ালো ২৩০টি। যার মধ্যে ৯২টি কারখানা প্লাটিনাম রেটেড এবং ১২৪টি গোল্ড রেটেড। আরও প্রায় ৫০০টি কারখানা লিড সনদপ্রাপ্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন পরিবেশবান্ধব শিল্পায়নে এই অগ্রগতি অর্জনে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অসাধারণ অগ্রগতি টেকসই উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ যে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম তারই ইঙ্গিত বহন করে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-03_at_11.06.39_PM__1730702894.jpeg

The Daily Star
Policies for SMEs to find their way towards ESG : Mohiuddin Rubel, Additional managing director of Denim Expert Ltd Small and medium-sized enterprises (SMEs) are the lifeblood of economic development, especially in countries like Bangladesh. Yet, they face a number of challenges that hinder their growth and sustainability. Enabling these enterprises to align with Environmental, Social, and Governance (ESG) principles is crucial for them to sustain in the changed global trading environment. A world where SMEs can smoothly incorporate sustainable practices is not only beneficial for their business but also essential for a thriving future in the industry.

uploads/trade_daily/digest_photo_KK__1730702894.jpg

কালের কন্ঠ
গার্মেন্টস বর্জ্য থেকে তৈরি হবে টেক্সটাইল পণ্য চীনা প্রতিষ্ঠান মেসার্স জিংচেন টেক্সটাইল কম্পানি লিমিটেড ৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি টেক্সটাইল কারখানা স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গার্মেন্টস বর্জ্য (‘ঝুট’ নামে পরিচিত) রিসাইকেলের মাধ্যমে বার্ষিক ২০ হাজার মেট্রিক টন সুতা এবং ১২ হাজার মেট্রিক টন ওভেন ফেব্রিক তৈরি করবে।বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জিংচেন টেক্সটাইল কম্পানি লিমিটেডের মধ্যে এ লক্ষ্যে গতকাল রবিবার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিংচেন টেক্সটাইল কম্পানি লিমিটেডের  চেয়ারম্যান মি. চেন দিহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

uploads/trade_daily/digest_photo_D_Sun__1730702894.jpg

The Daily Sun
17th Bangladesh Denim Expo kicks off at ICCB today The 17th edition of the Bangladesh Denim Expo is set to begin today at the International Convention City, Bashundhara (ICCB) in Dhaka. This year’s expo brings together over 45 exhibitors from seven countries, including Bangladesh, India, Pakistan, China, Turkey, Spain, and Italy. As the denim industry undergoes significant transformation, these exhibitors are at the forefront of its evolution. The expo also aims to unite manufacturers, suppliers, buyers, and designers from all over the world to explore the latest trends and innovations in denim production.

uploads/trade_daily/digest_photo_Korean__1730702894.jfif

বাংলাদেশ প্রতিদিন
ব্যবসার প্রতিবন্ধকতা দূর হলে কোরিয়ান বিনিয়োগ বাড়বে দেশে তৈরি পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, জ্বালানিসহ বিভিন্ন সেক্টরে কোরিয়ান বিনিয়োগ রয়েছে। এসব সেক্টরে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা, রপ্তানিতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, কাস্টমসের সমস্যাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়বে। গতকাল রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ও কোরিয়া দূতাবাসের আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক একটি সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।