BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 06, 2024

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-05_at_11.15.59_PM__1730874573.jpeg
ভোরের কাগজ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনের ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এ প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘দ্য ব্লæ নিউ ওয়ার্ল্ড’। ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭তম আসরে অংশ নেয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, পশ্চিমের দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিমের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। তুরস্ক, পাকিস্তান ও ভিয়েতনামসহ প্রায় সব প্রতিযোগী দেশ সব সময়ই ডেনিম বাজারে শক্তিশালী অবস্থানে থাকায় প্রতিযোগিতা আরো তীব্র হবে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোয় উচ্চ মূল্যস্ফীতির কারণে গত তিন বছরে ডেনিম পণ্যের বিক্রি কমেছে।
uploads/trade_daily/digest_photo_D_Tri__1730874573.jpg

The Dhaka Tribune
Bangladesh, EU begin talks for comprehensive partnership agreement Bangladesh and the European Union on Tuesday kicked off a two-day first introductory meeting in Dhaka in the run-up to negotiations on a "Comprehensive Partnership and Cooperation Agreement" to take their relations to a new height. Dr Md Nazrul Islam, additional foreign secretary (bilateral), Ministry of Foreign Affairs, led the Bangladesh side while the EU delegation was led by chief negotiator Paola Pampaloni, deputy managing director, Asia and Pacific Division, European External Action Services. Ambassador of Bangladesh to Belgium and Permanent Representative to the EU Mahbuub Hasan Saleh, as well as officials from the EU, also joined the discussion virtually from Brussels.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-05_at_11.04.20_PM__1730874573.jpeg

UNB
Bangladesh Denim Expo: Brands, buyers will have to “help entrepreneurs” Bangladesh Apparel Exchange hosted the expo where over 45 exhibitors from seven countries showcased their latest denim products, fabrics, accessories, chemicals and technologies. The organizers said Bangladesh Denim Expo is a pivotal international platform dedicated to showcasing the vibrant Bangladesh denim industry and driving it towards a sustainable future, embracing the vision of “A Blue New World”. On the second day of the event, panel discussion “Shaping RMG Sector in Future: GSP+ and LDC Transition” addressed the critical issues surrounding Bangladesh's transition from LDC status by 2029 and the need to secure GSP+ eligibility to maintain market access.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-05_at_11.33.57_PM__1730874573.jpeg

বাংলাদেশ প্রতিদিন
মিডিয়া ট্রায়ালের শিকার ব্যবসায়ীরা সমস্যার শেষ নেই ব্যবসায়ীদের। তারপরও কিছু গণমাধ্যম বিভিন্ন ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য পরিবেশন করে চলেছে। অংশীজনরা বলছেন- অপতথ্য ও মনগড়া বক্তব্যে গুজব ছড়ানো সংবাদের ফলে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।দেশের শীর্ষ ব্যবসায়ী-শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হওয়া মিডিয়া ট্রায়ালে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে নিচ্ছেন। শুধু ব্যাংক নয়, মিডিয়া ট্রায়ালের ফলে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতেও অস্থিরতা দেখা দিয়েছে।বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন- পোশাকশিল্পের বাজার আন্তর্জাতিক ক্রেতাদের ওপর নির্ভর করে। পোশাকশিল্প প্রায়ই এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হয়। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_A_shomoy_govt__1730874573.jfif

দৈনিক আমাদের সময়
ক্ষতির পরিমাণ ও করণীয় ঠিক করছে সরকার তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা করে আর্থিক বিষয় পর্যালোচনাপূর্বক করণীয় নির্ধারণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটি আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানসমূহের তথ্য সংগ্রহ করে তালিকা প্রণয়ন এবং প্রোফাইল তৈরি করবে। প্রোফাইল অনুসারে সংকটে থাকা প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা, বকেয়া অর্থের পরিমাণ নির্ধারণসহ বকেয়া পাওনা, সার্ভিস বেনিফিট ইত্যাদি পরিশোধে অন্তরায় চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। খবর সংশ্লিষ্ট সূত্রের।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-05_at_10.22.15_PM__1730874573.jpeg

প্রথম আলো
টেকসই ডেনিম কাপড় ও পোশাকের চাহিদা বাড়ছে দেড় দশক আগে দেশে বাণিজ্যিকভাবে ডেনিম কাপড়ের উৎপাদন শুরু করে আরগন ডেনিম। তাদের কারখানার এখন মাসে ১৮ লাখ গজ ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই বিপুল পরিমাণ কাপড়ের ৪০ থেকে ৪৫ শতাংশই টেকসই উপকরণে তৈরি হচ্ছে। এর মধ্যে ২০ শতাংশ হচ্ছে পুরোনো বা ব্যবহৃত ডেনিম প্যান্টের উপকরণ। এমন তথ্য দিয়ে আরগন ডেনিমের জ্যেষ্ঠ নির্বাহী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকার ব্র্যান্ডগুলো টেকসই উপকরণে তৈরি জিনসের পোশাক কেনায় বেশি আগ্রহ দেখাচ্ছে। কয়েক বছর আগেও মোট রপ্তানির মাত্র ৫ শতাংশ কাপড় ছিল টেকসই উপকরণের, যা এখন অর্ধেকের কাছাকাছি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2024-11-05_at_11.57.37_PM__1730874573.jpeg

দৈনিক আমাদের সময়
উচ্চসুদে বিপাকে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন, ডলারের উচ্চমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে এমনিতেই ব্যবসার খরচ বেড়েছে। এ ছাড়া গত কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গত আগস্ট-সেপ্টেম্বর টানা দুই মাস সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের পুরো শিল্পাঞ্চলে চরম অস্থিরতা ছিল। এর মধ্যেই দফায় দফায় সুদের হার বৃদ্ধি সংকট আরও বাড়িয়ে তুলছে। এভাবে সুদহার বাড়তে থাকলে অনেকের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। অন্যদিকে বিনিয়োগ কমে শিল্পায়নও বাধাগ্রস্ত হবে। ফলে জিডিপি প্রবৃদ্ধি কমে কর্মসংস্থানে প্রভাব পড়বে।

uploads/trade_daily/digest_photo_Bonik_Denim__1730874573.jpg

বণিক বার্তা
জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম অধিকার ও স্বচ্ছতায় গুরুত্ব দিতে হবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী সময়ে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম অধিকার ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক খাতসংশ্লিষ্টরা। সেজন্য এখনই সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে বলে মত দিয়েছেন তারা।বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭তম আসরের সমাপনী উপলক্ষে গতকাল আয়োজিত সেমিনারে এ কথা বলেন বক্তারা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুদিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশের ডেনিম শিল্পকে এগিয়ে নিতে ‘‌দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ।