January 09, 2025
বণিক বার্তা
স্থানীয় শিল্পে উৎপাদন সংকোচনে ব্যবসার খরচ বাড়ছে
ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস সংকটে শিল্পপ্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এতে পরিচালন ও মাথাপিছু ব্যয় বাড়ছে ব্যবসার। এর মধ্যেই শিল্প খাতে করভার ও শুল্কচাপ বাড়ছে। শিল্প খাতে শ্রম অসন্তোষ, আমদানির বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, পণ্য পরিবহনে চাঁদাবাজি ইত্যাদিরও প্রভাব পড়ছে শিল্প খাতের ব্যয় ও উৎপাদনে। এসবের সম্মিলিত প্রভাবে সংকুচিত হয়ে পড়েছে শিল্প খাতের উৎপাদন। যদিও ব্যবসা পরিচালনার খরচ এখন ক্রমেই বেড়ে চলেছে।ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সেভাবে কার্যকর না হলেও তা বিনিয়োগের গতিকে কমিয়ে দিচ্ছে। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের বিকাশের পথে অন্তরায় তৈরি হয়েছে। এর মধ্যেই শিল্প খাতকে চাপে ফেলছে জ্বালানি সংকট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতের সার্বিক অস্থিরতা ও ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতি। এ বিষয়ে জানতে চাইলে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বণিক বার্তাকে বলেন, ‘ব্যাংক, পরিবহন ও যোগাযোগ ব্যয়সহ ভিন্ন ভিন্ন চার্জ মিলিয়ে ব্যবসার পরিচালন ব্যয় বেড়েছে। দিন শেষে এর সঙ্গে উৎপাদন হ্রাসের বিষয়টিও যোগ হয়েছে। সব মিলিয়েই উৎপাদন ব্যয় অন্তত ৩০ শতাংশ বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিল্পের জন্য বার্তাটি খুব পরিষ্কার। আর সেটি হলো সরকার এখন শিল্প চাচ্ছে না। তাদের উৎপাদনমুখী শিল্পের প্রয়োজন নেই। আমি নিশ্চিত যে বিষয়গুলো নীতিনির্ধারকরা ভাবছেন না।
প্রথমআলো
সম্পাদকীয় : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নেতিবাচক প্রভাব পড়বে শিল্পকারখানায়
আওয়ামী লীগ সরকারের আমলে নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম ১৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। কিন্তু তারা গ্যাস-সংকটের সমাধান করতে পারেনি; অনেক এলাকায় গ্যাস–বিদ্যুতের ঘাটতির কারণে শিল্পকারখানা চলছে রেশনিং পদ্ধতিতে। অন্তর্বর্তী সরকার গ্যাস–সংকটের সমাধান না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে শিল্পকারখানায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন জ্বালানিবিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। সরকারের নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, গ্যাসের দাম বাড়লে উৎপাদিত পণ্যের দামও বেশি পড়বে। তখন মূল্যস্ফীতির পাগলা ঘোড়া সামাল দেওয়া যাবে না কোনোভাবেই। দাম নির্ধারণের ক্ষেত্রে বিইআরসি নিশ্চয়ই এসব বিবেচনায় রাখবে। দাম উল্টো কমানো যায় কি না; সেটিও খতিয়ে দেখা উচিত বিইআরসির।
The Daily Star
Local businesses to host ‘Made in Bangladesh’ exhibition in Brazil
Bangladeshi businesses will organise the "Made in Bangladesh Exhibition-2025" in Brazil's Sao Paulo from June 15 to 18 with an aim to diversify export markets and boost bilateral trade with the Latin American nations. The Brazil Bangladesh Chamber of Commerce and Industry (BBCCI) made the announcement at a press conference at Hotel Ascott Palace in Dhaka.
The Daily Sun
If industries don't survive, employment won't be generated
Industry owners are disappointed by the sudden decision to increase gas prices without dialogue with the stakeholders. This decision is suicidal for the industry. Without the survival of industries, employment opportunities will not be created. Workers will become unemployed, leading to labour unrest. Instead of achieving sustainable economic growth, the country's economy will transform into a model of extortion. When entrepreneurs were hoping for a reduction in gas prices, the increase will escalate utility costs for industries. Consequently, no factory will remain sustainable in the existing fragile economy.
প্রথমআলো
গ্যাসের দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা
নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, সেটি বিগত সরকারের আমলের মতো করা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। গ্যাসের দাম বাড়ানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে আনুমানিক ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এটির ভার সবাইকে নিতে হবে। না হয় অর্থনীতি আরও খাদে পড়বে। ঢাকায় চার দিনব্যাপী তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্ট এক্সেসরিজ ও মোড়ক বা প্যাকেজিং পণ্যের পাশাপাশি সেগুলো উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী গ্যাপেক্সপো-২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, দেশে ৩৭ শতাংশ শিক্ষিত বেকার। উৎপাদন শিল্প ছাড়া এই বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। আসলে আমরা উৎপাদন শিল্প চাই কি না, তা নিয়ে মাঝেমধ্যে সন্দেহ জাগে। কারণ, ব্যাংকঋণের সুদের হার, জ্বালানির দাম কোনোটাই এখন আর অনুকূলে নয়।
বাংলাদেশ প্রতিদিন
আতঙ্ক ও উদ্বেগে ব্যবসায়ীরা
শিল্পোদ্যোক্তারা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে মাত্রায় শিল্পে এবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তা বেশ বড়। এর ফলে মূল্যস্ফীতির যে চাপ তা আরও বাড়বে। শিল্প খাতে কোনো উদ্যোক্তা নতুন করে গ্যাস সংযোগ নিয়ে কারখানা স্থাপনের কথা চিন্তা করবেন না। এ অবস্থায় শিল্প টিকিয়ে রাখার প্রশ্নই আসে না। নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না। এতে অবশ্যই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় তাহলে এর মাধ্যমে নীতিনির্ধারকরা এই বার্তা দেবেন যে, বাংলাদেশে আগামীতে তাঁরা আর ম্যানুফ্যাকচারিং খাত চাচ্ছেন না।
বণিক বার্তা
ইপিলিয়ন গার্মেন্টসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের উদ্যোগে সম্প্রতি ইপিলিয়ন গার্মেন্টসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্বোধন করেন ইপিলিয়ন গার্মেন্টস ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. হালিমা খানম। এ সময় ৩৩ রোগীকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়।