BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

January 16, 2025

uploads/trade_daily/digest_photo_jugan__1737007271.jpg
যুগান্তর
২২ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে চার দিনব্যাপী শুরু হলো ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫-উইনটার এডিশন। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইনটার এডিশন। একইসাথে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম এবং পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। ১৫ জানুয়ারি, বুধবার, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রশাসক, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
uploads/trade_daily/digest_photo_bonik__1737007271.jpg

বণিক বার্তা
ইআরএফের সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান : বিনিয়োগ বাড়াতে ২১ সমস্যা চিহ্নিত তিন থেকে ছয় মাসের মধ্যে সমাধান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিভিন্ন ব্যবসায়ী মহলের কাছে তাদের সমস্যা জানতে চেয়েছিলাম। সেখান থেকে ২১টি সমস্যা চিহ্নিত করেছি, যা তিন থেকে ছয় মাসের মধ্যে সমাধানের চেষ্টা করছি। আমাদের এনার্জি ও গ্যাসের সমস্যা সমাধানে কাজ করতে হবে। আমরা ১০০টি ইকোনমিক জোন না করে পাঁচটিতে ভালোভাবে ফোকাস করতে চাচ্ছি, যেন সেখানে সব ধরনের ইউটিলিটি দেয়া যায়।’রাজধানীর পল্টনে গতকাল ‘বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বর্তমান প্রশাসক হাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান, লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি।

uploads/trade_daily/digest_photo_p_bd__1737007271.jpg

প্রতিদিনের বাংলাদেশ
টেকসই উন্নয়নে ১৮০ কোটি টাকা দেবে জার্মানি বুধবার (১৫ জানুয়ারি) শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ইউরো ঋণ দেওয়ার চুক্তি হয়। টাকার অঙ্কে এর পরিমাণ ১৮০ কোটি টাকা। চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের এ দেশের প্রধান আন্দ্রেস কুক ।এসব প্রকল্পের মাধ্যমে বস্ত্র খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

uploads/trade_daily/digest_photo_jnews__1737007271.jpg

জাগো নিউজ২৪
আমদানি-রপ্তানি পণ্য খালাসে ফেব্রুয়ারি থেকে নতুন শর্ত আমদানি-রপ্তানি পণ্য খালাসের ক্ষেত্রে নতুন শর্ত দেওয়া হয়েছে। পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭টি সরকারি প্রতিষ্ঠানের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইত্যাদি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো) সিস্টেমের মাধ্যমে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে কোনো ধরনের সনাতনী সার্টিফিকেট (ওইসব সংস্থার অনলাইনে আপলোড করা নয়) গ্রহণ করবে না শুল্ক কর্তৃপক্ষ। সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে এনবিআর।

uploads/trade_daily/digest_photo_n_age__1737007271.jpg

The New Age
Yarn-fabric show begins The 23rd Dhaka International Yarn and Fabric Show 2025 (Winter Edition) organised jointly by CEMS-Global USA and CCPIT-Tex China began on Wednesday at the International Convention City Bashundhara in the capital Dhaka, said a press release. Export Promotion Bureau vice-chairman, also Bangladesh Garment Manufacturers and Exporters Association administrator, Anwar Hossain was present as chief guest at the opening ceremony.Bangladesh Knitwear Manufacturers and Exporters Association president Mohammad Hatem and Chinese embassy in Bangladesh commercial consulate Song Yang were present as guests of honour. Bangladesh Investment Development Authority Executive Member (Investment Ecosystem), and Secretary Dewan Muhammad Humayun Kabir and Chinese embassy in Bangladesh secretary Zhang Jian were special guests.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-01-15_at_11.05.37_PM__1737007271.jpeg

The Daily Star
Businesses express frustration for red tape, VAT hike Businesspeople yesterday expressed frustration over bureaucratic red tape, increasing value added tax (VAT), and a recent proposal to raise gas prices, stating that these are barriers to fresh investment. They alleged that the government did not hold any discussions with stakeholders before raising VAT rates and proposing higher energy prices, nor did it conduct any cost-benefit analysis. Everyone wants to exploit businesspeople, claimed AK Azad, a former president of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry. Some 40 percent of business expenses are behind bribes. "No one comes to move files a little quicker…There is no one to advocate for us. So, who will invest in this country?" he said.Azad was addressing a seminar on the country's investment prospects and challenges at Economic Reporters Forum (ERF) in Dhaka.

uploads/trade_daily/digest_photo_obser__1737007271.jpg

The Daily Observer
BD-Germany sign three 14.45m euro deals to bolster sustainability Bangladesh and Germany have signed three new technical cooperation agreements, valued at 14.45 million euro on Wednesday aimed at transforming the textile sector, enhancing climate adaptation efforts, and advancing sustainable electric mobility, according to a press release. Md Shahriar Kader Siddiky, Secretary of the Economic Relations Division (ERD), and Andreas Kuck, Country Director of GiZ Bangladesh, signed the agreements, highlighting the shared commitment of both nations to sustainable growth. The deal on the 'Programme for Sustainability in the Textile Sector II (STILE-II)' with a fund of 7.3 million Euros under the Ministry of Commerce aims to modernise Bangladesh's textile and RMG industries, aligning them with EU sustainability standards.

uploads/trade_daily/digest_photo_tbs_zaber__1737007271.jpg

The Business Standard
Zaber & Zubair focuses on 100% recyclable and sustainable fabrics Zaber & Zubair Fabrics Ltd., the leading fabric manufacturer in the country, has introduced a wide range of product lines made from recyclable and sustainable fibers. Company officials stated that the move comes due to the growing demand for sustainable and recycled products, aiming to reduce environmental impact and health hazards. To showcase their developments, including 40 innovations and 240 new products, Zaber & Zubair kicked off a Fabric Week at its Gulshan marketing office on Tuesday. The event will continue until 19 January.