BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

February 08, 2025

uploads/trade_daily/digest_photo_fe_gmt__1738991965.jpg
The Financial Express
Apparel export to the United States-the single-largest destination of Bangladesh-grew a paltry 0.75 per cent to fetch $7.34 billion in 2024. The earnings were $7.28 billion in 2023, according to the data released on Thursday by OTEXA, an affiliate of the US Department of Commerce. When asked, former BGMEA president Faruque Hassan said they should be happy for sustaining growth, though meagre, despite multiple challenges like gas and electricity crisis, lost production and a massive political transformation. He said Bangladesh could perform better provided with uninterrupted gas supply and no production loss due to labour unrest last year as there were work orders while industry has invested in environment-friendly processes, product diversification and value-added items. 
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-07_at_10.43.10_PM__1738991965.jpeg

প্রথমআলো
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১৮% গত বছরের শেষ চার মাস—সেপ্টেম্বর–ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে রপ্তানি করেছে ৫৮ কোটি ডলারের তৈরি পোশাক। এটি ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ১৮ দশমিক ৩৬ শতাংশ বেশি। যদিও গত নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছিল ৪১ শতাংশ। এভাবেই এক বছরের ব্যবধানে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্রে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। সার্বিকভাবে ২০২৪ সালে অবশ্য তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়নি, তবে ইতিবাচক ধারায় ফিরেছে। সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে ৭৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের ২০২৩ সালের তুলনায় দশমিক ৭৫ শতাংশ বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ওই বছর রপ্তানি ২৫ শতাংশ কমে ৭২৯ কোটি ডলারে নেমেছিল।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-07_at_11.01.36_PM__1738991965.jpeg

The Business Standard
How Ashulia factories are recovering after prolonged unrest Most reputed apparel brands and retailers are cutting back orders from factories in Ashulia, on Dhaka's outskirts, aiming to minimise supply chain risks following last year's labour unrest in the area. Industry insiders said major brands from Spain, Switzerland and the USA are particularly cautious, preferring to shift production elsewhere in the country to avoid potential disruptions. This shift has created uncertainty for Ashulia's suppliers, affecting their long-term production strategies.

uploads/trade_daily/digest_photo_N_Age_apparel__1738991965.jpg

The New Age
Apparel exports to US reach $7.34 billion in 2024 Bangladesh’s apparel exports to the United States in 2024 saw a marginal 0.75 per cent growth to reach $7.34 billion compared with those of $7.29 billion in 2023 amid fluctuations in shipments throughout the year. In terms of volume, the country’s readymade garment exports to the US in 2024 increased by 4.89 per cent to 2.37 billion square metres from 2.26 billion square metres in 2023, according to the US Department of Commerce’s Office of Textiles and Apparel data released on Thursday.Amid the slow growth rate, the share of Bangladesh’s apparel to the US market fell to 9.26 per cent in 2024 from that of 9.37 per cent in 2023.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-02-07_at_10.47.05_PM__1738992227.jpeg

সমকাল
ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে ডলারের দামে অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ভ্যাট প্রদানে হয়রানি, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় জটিলতা ও উচ্চ ফি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অসহনীয় যানজটের কারণে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় রাজধানীর গুলশান এলাকার তৃণমূল ব্যবসায়ীরা এমন তথ্য দিয়েছেন। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত সভায় যেখানে গুলশান, মহাখালী, বনানী এবং বাড্ডা অঞ্চলের ১৪টি অ্যাসোসিয়েশনের নেতা এবং বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে অংশ নেয়। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক সাইয়েদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) তারেক মাহমুদ বিশেষ অতিথি ছিলেন।

uploads/trade_daily/digest_photo_jnews__1738992227.jpg

জাগো নিউজ২৪
সুদিন ফেরেনি ব্যবসা-বাণিজ্যে সরকারের ছয় মাস পূর্তির সময়ে ব্যবসায়ীরা বলছেন, দেশের ব্যবসা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, বরং কিছু ক্ষেত্রে আগের চেয়ে খারাপ হয়েছে। দেশে কয়েক বছর ধরেই বিনিয়োগ পরিস্থিতি ভালো নেই। জিডিপির তুলনায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। পাশাপাশি ডলারের দাম চড়া হওয়ার কারণে পণ্য আমদানি কমেছে। এসব ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার কমানো নিয়েও কোনো পদক্ষেপ নেই। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিনিয়োগ পরিবেশকে আরও নষ্ট করে দিচ্ছে বলেও অভিযোগ অনেকের।

uploads/trade_daily/digest_photo_kk__1738992227.jpg

কালের কন্ঠ
শিল্পাঞ্চলে তীব্র গ্যাসসংকট বছরের পর বছর গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী শিল্পসহ অন্যান্য কারখানার উৎপাদন তীব্র সংকটের মুখে পড়েছে। টেক্সটাইল, সিরামিক, তৈরি পোশাকসহ দেশের প্রধান শিল্পের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের গ্যাসের চাপ যেখানে ১৫ পিএসআই (পার স্কয়ার ইঞ্চি) থাকার কথা, সেখানে সাধারণত ২ বা ৩ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। আবার মাঝেমধ্যে গ্যাসের চাপ শূন্যও হয়ে যাচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহের মতো প্রধান শিল্পাঞ্চলে অবস্থিত কারখানাগুলোতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_fe__1738992227.jpg

The Financial Express
VIEWS & OPINION: Bangladesh RMG's commitment to sustainability: are we ready yet? The Ready-made Garment (RMG) industry has become the bedrock of Bangladesh's economy, contributing about 10.35 per cent to the country's GDP in 2023. With exponential growth over the decades, Bangladesh is the second largest RMG exporter in the world. Approximately 30 million Bangladeshi people are directly or indirectly dependent on the RMG sector as it helps create employment, especially for women, and reduces poverty. Bangladesh's garment industry's global success is attributed to its abundant, cost-effective labour force, low wage, and participation in international trade agreements, which attracted international companies and manufacturers, giving rise to a supply of sustained demand and affordable clothing worldwide. However, this industry faces challenges such as labour rights, workplace safety, and environmental sustainability.

uploads/trade_daily/digest_photo_n_age_in__1738992227.jpg

The New Age
Industries reeling from persistent gas crisis Industry insiders have said that due to years of interruption in gas supply, export-oriented industries and other manufacturing units were facing an acute crisis. They also said that the country’s major industries, such as textiles, ceramics and the captive power plants of the readymade garment industry, require a gas pressure of 15 per square inch, but they usually get 2 or 3 PSI, even sometimes zero.Factory units located at industrial hubs like Dhaka, Narayanganj, Gazipur, Narsingdi, Manikganj and Mymensingh are facing acute interruptions in the gas supply. Moreover, the country cannot import sufficient LNG due to a reserve crunch, said the industry people.

uploads/trade_daily/digest_photo_t_focus__1738992227.jpg

Textile Focus
Urmi Group Honored with Sustainability Award by GCNB Urmi Group has been awarded a prestigious certificate by the Global Compact Network Bangladesh (GCNB) in recognition of its outstanding commitment to sustainability and responsible business practices. This honor highlights Urmi Group’s exemplary engagement in driving positive change, ethical leadership, and fostering a greener future. As one of Bangladesh’s leading readymade garment manufacturers, Urmi Group has consistently set industry standards for production performance, innovation, and sustainable growth.