March 27, 2025
বিডিনিউজ২৪
ঝক্কি ছাড়াই ৯০% কারখানার বেতন পরিশোধ
ঈদুল ফিতরের আগে ঢাকা ও গাজীপুরের ৯০ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করেছেন উদ্যোক্তারা। ফলে বকেয়া বেতন ও ভাতা পরিশোধে অনিশ্চয়তার কারণে নিকট অতীতেও পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনে নামা ও সহিংসতার যে ঘটনা দেখা গেছে, তা এবার হয়নি। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের বড় সংগঠন বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯০ শতাংশের বেশি কারখানার সব রকমের পাওনা পরিশোধ করা হয়ে গেছে। চলতি মার্চের বেতনের একাংশও কারখানা মালিকরা পরিশোধ করে ছুটি ঘোষণা করবেন। এখনো কোথাও বেতন-ভাতা নিয়ে সেরকম দাবি-দাওয়া শুরু হয়নি। তা হলে (আন্দোলন) তো গাজীপুরেই হত।”নির্বিঘ্নে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ কীভাবে সম্ভব হল, তা তুলে ধরে তিনি বলেন, “এবার বড় কয়েকটি কারখানা ছাড়া বেশিরভাগেরই আর্থিক কোনো সমস্যা নেই। যাদের আর্থিক সমস্যা ছিল, সেগুলো আমরা খোঁজ-খবর নিয়ে দ্রুত গতিতে ব্যাংকের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করে দিয়েছি। প্রকৃত সমস্যাগ্রস্তদের বেলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দ্রুততার সঙ্গে।”
The Daily Star
LDC graduation: Challenges and progress: Md Mohiuddin Rubel, Former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association
For years, Bangladesh has been approaching a crossroads in its development journey. Having met the criteria for graduation from Least Developed Country (LDC) status in 2018, the government found itself in a conundrum. While graduation symbolises progress and economic maturity, it also threatens to remove trade preferences amid declining foreign reserves, stagnating exports, reduced incentives, and supply chain weaknesses. External shocks, including the Russia-Ukraine war, Middle East tensions, and global inflation, have further complicated this decision.
The Business Standard
RMG exporters struggle as rise in 'open costing' by buyers cuts profits
Under open costing, buyers determine product prices based on a transparent breakdown of production costs, including raw materials, labour, overhead, and profit margins. Bangladesh's RMG exporters are seeing profits shrink as buyers increasingly control pricing through open costing, which has grown from 10% to 60% of total exports over the last decade. This pricing method is making it harder for factory owners to stay profitable, with some even facing financial losses.
আমার দেশ
সীমিত পরিসরে ২৮ ও ২৯ মার্চ খোলা : ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের সঙ্গে মিল রেখে একই দিন বাণিজ্যিক ব্যাংকের সকল শাখা/উপশাখা বন্ধ রাখা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। তবে ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।
কালের কন্ঠ
ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ, যেসব এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা
আসন্ন ঈদুল ফিতরের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। তবে এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্ট এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য বিশেষ ব্যবস্থায় ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।
প্রথমআলো
এলডিসি উত্তরণের কর্মকৌশল বাস্তবায়নে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন
স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে রূপান্তর প্রক্রিয়াকে মসৃণ করার পরিকল্পনা বা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়নে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। এদিকে এলডিসি উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষ্যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এসটিএস কর্মকৌশল অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। এই কর্মকৌশল বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে সহায়তার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
সমকাল
ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে
পোশাক ক্রেতাদের সঙ্গে সরকার নিবিড় যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতি মাসে বৈঠক হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘এলডিসি উত্তরণ: কৃষি খাতে প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইআরএফ ও বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান।