BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 28, 2025

uploads/trade_daily/digest_photo_bonik__1756364314.jpg
বণিক বার্তা
এ পরিস্থিতি ভূ-অর্থনৈতিক হাতিয়ারে পরিণত হলেও তা সচেতনভাবে হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘যদি এটা হয়েও থাকে অবচেতনভাবে হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়। সমস্যা হলো রফতানি পণ্য ডাইভার্সিফাই করতে হলে অন্য যে সেক্টরগুলো আছে সেগুলোকে দাঁড়াতে হবে। কিন্তু পরিস্থিতি এমন ছিল না। আগে পাট ছিল, এরপর লেদার সেক্টর এসে এক পা এগিয়ে আবার দুই পা পিছিয়েছে। এখন কেউ যদি বড় হতে না পারে তার দেখাদেখি অন্যরা ছোট হয়ে বসে থাকার তো কোনো সুযোগ নেই।’ তবে এ পরিস্থিতিকে ভূরাজনৈতিক হাতিয়ার হতে দেয়া যাবে না মন্তব্য করে মাহমুদ হাসান খান আরো বলেন, ‘এটা ঠিক যে যুদ্ধ বা দরকষাকষি অনেক শক্তিশালী হতে পারত যদি আমাদের এক্সপোর্ট বাস্কেট আরো বৈচিত্র্যপূর্ণ হতো। তাহলে আমরা অনেক শক্তভাবে লড়তে পারতাম, যেমনটা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া বা ভারত পেরেছে। আমাদের অবশ্যই ডাইভার্সিফিকেশনে যেতে হবে, নইলে ভবিষ্যৎ আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’
uploads/trade_daily/digest_photo_jdin__1756364417.jpg

যায় যায় দিন
সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরিতে মিলবে প্রণোদনা: ছোট কারখানায় স্বস্তির বার্তা তৈরি পোশাক রপ্তানিতে সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরি ব্যবহারকারী রপ্তানিকারকদেরও নগদ সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন কেবলমাত্র নিজস্ব কারখানায় উৎপাদনকারী রপ্তানিকারকরাই এ সুবিধা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সাব-কন্ট্রাক্ট কারখানার মাধ্যমেও উৎপাদিত পোশাক রপ্তানির ওপর ০.৩০ শতাংশ হারে প্রণোদনা মিলবে। বিজিএমইএ’র তথ্যমতে, বর্তমানে দেশের প্রায় ১০ শতাংশ তৈরি পোশাক রপ্তানি সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরির মাধ্যমে সম্পন্ন হয়। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই অংশ আরও বাড়বে বলে বিশ্লেষকদের ধারণা।

uploads/trade_daily/digest_photo_fe_re__1756364417.jpg

The Financial Express
BGMEA opposes providing REX facility to BGBA The country's apparel makers have urged the government not to provide the existing Registered Exporter (REX) facility to Bangladesh Garment Buying House Association (BGBA) as such buying houses are not directly involved in production and exporting activities, sources said. According to them, if the REX facility is given to the BGBA, it would not only create a conflict of interest, but also cause an unnecessary threat to the country's export sector. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) made the appeal recently in a letter to the Ministry of Commerce (MoC), said an official source.In the letter, the BGMEA, apex trade body of the country's apparel sector, also raised some arguments against providing such REX facility to the apparel buying houses.

uploads/trade_daily/digest_photo_jnews__1756364417.jpg

জাগো নিউজ২৪
চট্টগ্রাম বন্দরে ৪ গুণ ‘স্টোর রেন্ট’ এক মাস স্থগিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে এবং বন্দর ইয়ার্ডে কনটেইনার ও জাহাজের চাপ কম হওয়ায় কনটেইনারের স্টোর রেন্টের চার গুণ মাশুল এক মাসের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ইয়ার্ডে কনটেইনার জট কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এ সুবিধা এফসিএল (ফুল কন্টেনার লোড) কনটেইনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিসহ (বিজিএমইএ) চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন কনটেইনার রেন্টের চারগুণ মাশুল স্থগিত করার অনুরোধ জানায়। অনেকে এ নিয়ে বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎও করেন। এতে বন্দর কর্তৃপক্ষ এফসিএল কনটেইনারের ক্ষেত্রে চারগুণ রেন্ট নেওয়ার আগের আদেশটি এক মাসের জন্য স্থগিত করে।

uploads/trade_daily/digest_photo_s_boz__1756364640.jpg

শেয়ার বিজ
পোশাকশিল্পে নানা ধরনের বিকল্প নীতিসহায়তা দিন নতুন করে আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এতে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩। এর মধ্যে ১১১টি কারখানার প্লাটিনাম ও ১৩৩টির গোল্ড সনদ রয়েছে। সম্প্রতি পরিবেশবান্ধব সনদ পাওয়া নতুন দুই কারখানাই লিড প্লাটিনাম পেয়েছে। পোশাক খাতে যারা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, তাদের জন্য উচ্চ সুদের হার একটি বড় প্রতিবন্ধকতা। বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমানে এলডিসি সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশে শুল্কছাড় পেয়ে থাকে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর এসব সুবিধা বাতিল হয়ে যাবে। ভারত ২০ বছর আগে এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হলেও তাদের টেক্সটাইল খাতে এখনও নগদ সহায়তার পরিবর্তে নানা ধরনের বিকল্প নীতি সহায়তা ও প্রণোদনা পাচ্ছে। নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে আমাদের পোশাকশিল্পে প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-27_at_11.12.29_PM__1756364640.jpeg

সমকাল
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর, অর্ধেক রপ্তানি কমার শঙ্কা ভারতীয় অনেক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক ও শাস্তিমূলক মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। বুধবার সকাল থেকে বাড়তি শুল্ক কার্যকর হওয়ার খবর জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। রাশিয়ার কাছে থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করায় দেশটির ওপর শুল্কের এমন চাপ দিলেন ট্রাম্প। মার্কিন বাজারে ঢুকতে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত এই শুল্ক হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। গুরুত্বপূর্ণ কিছু খাত যেমন- ওষুধ ও কম্পিউটার চিপ বাড়তি শুল্ক থেকে বর্তমানে অব্যাহতি পাচ্ছে। তবে ভবিষ্যতে এগুলোর ওপর আলাদা শুল্ক আরোপ হতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে ভাটা এনেছে। বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধ্য করছে নয়াদিল্লিকে। ভারতের পণ্যের ওপর মোট শুল্কের মধ্যে ২৫ শতাংশ পারস্পরিক, আর বাকি ২৫ শতাংশ রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে আরোপ হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। এখন এই বাড়তি শুল্ক ভারতের রপ্তানি ও প্রবৃদ্ধিতে বড় আঘাত হতে পারে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-28_at_12.04.50_AM__1756364640.jpeg

The Daily Star
Final round of FTA talks with Japan begins Sep 3 Bangladesh is set to begin the final round of negotiations for a free trade agreement (FTA) with Japan next week as part of its push to ensure such deals ahead of its graduation from the least developed country club next year. Besides, the first round of talks regarding a Comprehensive Economic Partnership Agreement (CEPA) with South Korea is set to conclude today, Commerce Secretary Mahbubur Rahman said.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-08-28_at_12.35.41_AM__1756364640.jpeg

দৈনিক ইত্তেফাক
ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্কে কী প্রভাব পড়বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে চালু হয়েছে। ট্রাম্পের কথা না মেনে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এবার আরও ২৫ শতাংশ বসলো। সবমিলিয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র।

uploads/trade_daily/digest_photo_b_tri__1756364640.jpg

বাংলা ট্রিবিউন
ভোলায় গড়ে উঠছে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ভোলা জেলায় “ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন”কে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।