BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 18, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-09-17_at_10.46.16_PM__1758178618.jpeg
The Daily Star
Bangladesh is seeking to sign free trade agreements with the European Union and other major trading partners to retain preferential access after graduating from the least-developed country category in November next year. The commerce ministry sent a letter to the EU last month expressing interest in an FTA and has convened an internal meeting for September 29 to discuss the issue, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star over the phone. Securing this trade deal is important as two competing countries -- India and Vietnam -- have already signed FTAs with the EU," he said. Without a similar arrangement with the EU, Bangladeshi exporters will face a 12 percent duty from 2029 as the bloc has granted the country a three-year extension of zero-duty facilities.
uploads/trade_daily/digest_photo_tbs_ind__1758178618.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ভারতের ‘অদৃশ্য বাধা’র মুখে ব্যাহত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারকরা সম্প্রতি ভারতের অদৃশ্য এক অশুল্ক বাধার মুখে পড়েছেন, যা বৈশ্বিক বাজারে নতুন সুযোগ কাজে লাগানোর পথে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত বছর প্রায় ৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে স্প্যারো গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, "এটা নন-ট্যারিফ ব্যারিয়ার (অশুল্ক বাধা) ছাড়া কিছু না। বাধ্য হয়ে আমাদের ফ্লাইটে হ্যান্ড ক্যারি করতে হচ্ছে। "বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু টিবিএসকে বলেন, "বায়ার ও রপ্তানিকারক উভয়ের কাছ থেকেই আমরা অভিযোগ পেয়েছি যে, এয়ার কুরিয়ারের মাধ্যমে পাঠানো স্যাম্পল ভারতের কাস্টমসে আটকে দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানোর পরিকল্পনা করছি।" তিনি অভিযোগ করেন, অনেক আগে থেকেই ভারত বাংলাদেশের স্যাম্পল পাঠানোর ক্ষেত্রে ছাড়পত্রে জটিলতা তৈরি করছে। "তবে যুক্তরাষ্ট্রের ট্যারিফ রেট নির্ধারণের পর এই সমস্যা ব্যাপকভাবে বেড়েছে, ১৫ থেকে ২০ দিন দেরি করা হচ্ছে – যা অপ্রয়োজনীয়।"

uploads/trade_daily/digest_photo_sun__1758178618.jpg

The Daily Sun
Business leaders applaud BB support for distressed borrowers The business community welcomed Bangladesh Bank’s special policy support for distressed borrowers, saying it will revive struggling industries, strengthen SMEs, and stimulate the economy. They also praised the central bank for taking a pragmatic decision amid the current challenges facing the country’s trade and economy. BGMEA Director Faisal Samad said, “The interim government has made a positive decision by providing this support. It will assist struggling industrialists and help revive particularly sick industries.” Faisal Samad, also managing director of Surma Garments Ltd, said the initiative opens a new export door in the US, helping many garment industries revive and allowing SMEs to benefit.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-09-17_at_11.19.42_PM__1758178618.jpeg

দেশ রুপান্তর
ঝুঁকি বীমার ক্ষতিপূরণ পাচ্ছে না শিল্প কারখানা ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দীর্ঘ এই সময়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। একই সময় এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কারখানা, গুদাম এবং অন্যান্য স্থাপনায় ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে শিল্পোদ্যোক্তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে অপ্রত্যাশিত ক্ষতি মোকাবিলার জন্য প্রায় প্রতিটি প্রতিষ্ঠান অগ্নি এবং সংশ্লিষ্ট ঝুঁকির বীমার প্রিমিয়াম পরিশোধ করলেও ঘটনার এক বছরেও বীমা দাবি পাচ্ছেন না কারখানা মালিকরা। এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সমাধানে খাত সংশ্লিষ্ট অন্যতম বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) চিঠি দিয়েছে। বীমা দাবি বা ক্ষতিপূরণ পেতে তারা বীমা আইন ও আন্তর্জাতিক বিভিন্ন নজির তুলে ধরেছেন।

uploads/trade_daily/digest_photo_FE_Ai__1758178618.jpg

The Financial Express
AI may boost global trade by 40pc in 15 years Adoption of Artificial Intelligence (Al) could help reducing trade costs, boost productivity and expand participation in global markets at a time of increasingly complex trading environment. The net result will be a boost in the value of cross-border flows of goods and services by nearly 40 per cent in one and a half decades or by 2040 as AI-driven reductions in trade costs and productivity gains will translate into increases in global trade coupled with real income. The development and deployment of AI are also projected to generate a substantial increase global GDP, ranging from 12 to 13 per cent across scenarios.

uploads/trade_daily/digest_photo_ajker__1758178618.jpg

আজকের পত্রিকা
মাশুল বাড়াল চবক: আমদানি-রপ্তানিতে বাড়তি খরচের বোঝা চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের ব্যবসায়ী মহলে আবারও উত্তাপ। দীর্ঘদিনের দাবি-আপত্তি সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষ সেবা খাতের মাশুল বা ট্যারিফ হঠাৎ করে বড় অঙ্কে বাড়িয়ে দিয়েছে। গড়ে এই বাড়তি চাপ দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪১ শতাংশ। গত রোববার রাতে এ ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

uploads/trade_daily/digest_photo_jjdin__1758178618.jpg

যায় যায় দিন
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প-ব্যবসা স্থবির, তীব্র বৈষম্যের অভিযোগ সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে গ্যাসের চাহিদাও কম দেখানো হচ্ছে। আগে কেজিডিসিএল (কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.) এর পক্ষ থেকে গ্যাসের দৈনিক চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট দেখানো হতো। তার বিপরীতে ৩২০ থেকে ৩৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ পাওয়া যেত। সম্প্রতি চট্টগ্রামে কোম্পানি কর্তৃপক্ষ দৈনিক চাহিদা কমিয়ে ৩৫০ মিলিয়ন ঘনফুট দেখাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে এই খাতে গ্যাসের চাহিদা কমে গেছে। অনেক শিল্পকারখানা অনুমোদিত লোডের চেয়ে কম গ্যাস নিচ্ছে আবার অনেক কারখানা উৎপাদন বন্ধ রেখেছে। জানা যায়, বর্তমানে শতাধিক শিল্পে নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন জমা রয়েছে। এদের মধ্যে অনেকেই ডিমান্ড নোটের টাকাও পরিশোধ করেছে।