BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 28, 2025

uploads/trade_daily/digest_photo_ajker_air__1761630177.jpg
আজকের পত্রিকা
১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবহার অনুপযোগী হওয়ায় পোশাকশিল্পের আমদানি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এটি দেশের রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে নিজেরাই উদ্যোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় টার্মিনাল-৩-এ একটি অস্থায়ী গুদাম তৈরি করছে বিজিএমইএ এবং বিকেএমইএ। জানা যায়, ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এবং বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকেই কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে উঠতে ও শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার জন্য উপরোক্ত যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
uploads/trade_daily/digest_photo_fe__1761630177.jpg

The Financial Express
BGMEA, BKMEA to set up temporary warehouse at HSIA Two trade bodies --BGMEA and BKMEA -will jointly set up a temporary warehouse at the Hazrat Shahjalal International Airport for facilitating their overseas trade as the latest devastating fire at its cargo village disrupted the export-import activities. The decision was taken following a meeting of leaders of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) with the Advisor to the commerce ministry and private aviation and tourism Sheikh Bashiruddin on October 20 last, according to a BGMEA statement. The move aims to help recoup the losses caused due to the massive fire at the cargo village and protect imported goods for the greater interest of the exporting sectors, it added.

uploads/trade_daily/digest_photo_kk_poshak__1761630177.jpg

কালের কন্ঠ
পোশাক খাত পিছিয়ে পড়তে পারে এক মাস তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, কেবল এই স্যাম্পল ক্ষতিতেই সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ লাখ ডলার বা ১০০ কোটি টাকা। তবে সংগঠনের কর্মকর্তাদের মতে, প্রত্যক্ষ ও পরোক্ষ সব মিলে প্রকৃত ক্ষতি এক হাজার কোটি টাকার কম হবে না। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাবলু বলেন, ‘স্যাম্পলের টোকেন মূল্য নেওয়া হয় মাত্র, প্রকৃত বাজারমূল্য নয়। তবু শুধু আমার কারখানা অনন্ত অ্যাপারেলসের প্রায় ৪০ হাজার ডলারের ক্ষতি হয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-10-28_at_10.50.27_AM__1761630177.jpeg

সমকাল
বিমানবন্দরে অস্থায়ী গুদাম করবে বিজিএমইএ ও বিকেএমইএ আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অস্থায়ী গুদাম স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। ইতোমধ্যে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা এ গুদাম প্রস্তুত করবে। গতকাল বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বাণিজ্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজের পরিবর্তে বিকল্প ব্যবহারের মাধ্যমে আমদানি পণ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-10-28_at_11.17.07_AM_(1)__1761630177.jpeg

প্রথম আলো
বিমানবন্দরে অস্থায়ী গুদাম বানাবে বিজিএমইএ ও বিকেএমইএ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পোশাকশিল্পের আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ী গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। এ বিষয়ে ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে দুই সংগঠনের নেতারা বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

uploads/trade_daily/digest_photo_bon__1761630177.jpg

বণিক বার্তা
বিদেশী বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কাঠামোকে নতুন করে সাজাতে হবে বাংলাদেশের অর্থনীতির আকারের তুলনায় বিদেশী বিনিয়োগ কম। দেশের বিনিয়োগ নীতিমালা খুবই আকর্ষণীয় হলেও বাস্তবায়নের বেলায় সফলতা খুবই নগণ্য। সাম্প্রতিক সময়ে দেশের সরকারি ও বেসরকারি—উভয় খাতেই ঋণ প্রবৃদ্ধি কমেছে। সার্বিক দিক থেকে বাংলাদেশ একটা অদক্ষতার বেড়াজালে পড়ে গেছে। এখান থেকে বেরিয়ে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বাড়াতে হলে পুরো অর্থনৈতিক কাঠামোকে নতুন করে সাজাতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫’ শীর্ষক সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন বক্তারা। দুদিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ভয়েস ফর রিফর্ম, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন), ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন। দেশের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অর্থনৈতিক সংস্কারকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।

uploads/trade_daily/digest_photo_ajker_air__1761630433.jpg

আজকের পত্রিকা
শুল্কের ভয়ে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানির হিড়িক, বসন্তের জন্য এখনই গুদাম ভরছে ব্যবসায়ীরা আসন্ন শুল্কের ধাক্কা এড়াতে কিছু মার্কিন ব্যবসায়ী আগেভাগেই চীন থেকে পণ্য আমদানি করছেন। জানা গেছে, এই আমদানিকারকেরা খুচরা বিক্রেতাদের জন্য শিশুদের স্টলারসহ বসন্ত মৌসুমের (আগামী বছরের মার্চ, এপ্রিল ও মে) নানা পণ্য চীন থেকে আগাম দেশে এনে নিজেদের গুদামে জমিয়ে রাখছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে অর্থাৎ নভেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হতে পারে চীনের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ১০০ শতাংশ শুল্ক। তবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের আলোচনায় সেই শুল্ক আরোপের হুমকি আপাতত কেটে গেছে বলে জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_fe_bd__1761630433.jpg

The Financial Express
BD's future growth hinges on export diversification, says expert Bangladesh's next phase of development will depend on how quickly the country can navigate the evolving global trade landscape. Failure to diversify and technology-enable its export sector could push the country into the middle-income trap. Dr Masrur Reaz, Chairman and CEO of Policy Exchange Bangladesh, made the remark in his keynote presentation on 'Leveraging the Power of Global Markets: Why Export Competitiveness and Diversification Matter for Bangladesh' at the second session of the Economic Reform Summit 2025 held at a city hotel on Monday. The conference was jointly organised by Voice for Reform, BRAIN, Innovision Consulting, Fintech Society, and Nagorik Coalition.

uploads/trade_daily/digest_photo_sun__1761630433.jpg

The Daily Sun
BGMEA, BKMEA launch joint initiative to protect imported goods at cargo village The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) have jointly taken swift measures to protect imported goods following the devastating fire that broke out on 18 October at the import cargo village of Hazrat Shahjalal International Airport. The incident severely damaged the import shed, rendering it unusable and temporarily disrupting the garment industry’s import operations.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-10-28_at_11.47.01_AM__1761630433.jpeg

বাংলাদেশ প্রতিদিন
দুর্বল সরবরাহব্যবস্থায় আটকে রপ্তানি কৃষি, তথ্যপ্রযুক্তি, ওষুধ, এপিআই, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিকের মতো খাতে বিপুল রপ্তানির সম্ভাবনা থাকলেও দুর্বল সরবরাহ ব্যবস্থা বা লজিস্টিক অবকাঠামো এবং অদক্ষ বাণিজ্য প্রক্রিয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। লজিস্টিক বলতে বোঝায়, একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে বিদেশি ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো পরিবহন, সংরক্ষণ, খালাস ও কাস্টমস প্রক্রিয়ার শৃঙ্খল। বাংলাদেশে এই শৃঙ্খলের বেশ কিছু ধাপে বড় ধরনের দুর্বলতা রয়েছে।