BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 25, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-25_at_12.09.29_PM__1764051964.jpeg
The Daily Star
The government has painted a relatively stable picture of the economy in a report to the United Nations, saying early signs of recovery appeared in the middle of this year. Some economists, however, remain critical of key macro indicators and say that the outlook is far from assured.
uploads/trade_daily/digest_photo_ajker__1764051964.jpg

আজকের পত্রিকা
জাতিসংঘে বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট ২০২৫ : এলডিসির পথনকশায় সরকারের মধ্যবর্তী অবস্থানের বার্তা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের উন্নয়শীল দেশে উত্তরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার বিষয়ে ব্যবসায়ী মহলের আবদার জাতিসংঘে প্রদত্ত ‘বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট ২০২৫’-এ গুরুত্ব পায়নি। অর্থাৎ উত্তরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার কোনো সুপারিশ করা হয়নি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে সংস্থাটির কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিকে (ইউএনসিডিপি) পাঠানো প্রতিবেদনে দেখা গেছে, সরকার এই প্রক্রিয়ায় একধরনের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-25_at_12.06.09_PM__1764051964.jpeg

জাগো নিউজ২৪
রপ্তানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা দেশের পণ্য রপ্তানি সহজ করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী রপ্তানিকারকরা এখন বৈশ্বিক অনলাইন প্লাটফর্মে বা মার্কেটপ্লেসের মাধ্যমে বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার কাঠামোয় সরাসরি চূড়ান্ত ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

uploads/trade_daily/digest_photo_n_age__1764051964.jpg

The New Age
Chattogram Port records strong growth in cargo, container, and vessel handling Chattogram Port, the country’s principal seaport, posted strong growth in handling containers, cargoes, and vessels in the current calendar and financial year, said the Chittagong Port Authority. According to official data and press release published by the CPA on Monday, the port handled 2,849,542 TEUs of containers, 11,50,67,200 metric tonnes of cargo, and 3,552 vessels in the first 10 months (January–October) of the 2025 calendar year.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-25_at_11.58.38_AM__1764051964.jpeg

দেশ রুপান্তর
ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়ল ঋণগ্রহীতাদের ব্যবসা পুনর্গঠনের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন করে ছাড় দেওয়া হয়। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সময় বাড়ানো বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখার সুযোগ থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যকার খেলাপি ঋণগ্রহীতারাও নতুন নীতির আওতায় পুনঃতফসিল সুবিধা পাবেন।

uploads/trade_daily/digest_photo_bonik__1764051964.jpg

বণিক বার্তা
ভূমিকম্প বীমার আওতার বাইরে দেশের বেশির ভাগ শিল্প-কারখানা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। বিশেষ করে গত শুক্র ও শনিবার ঘটে যাওয়া চারটি ভূমিকম্প সবার মধ্যেই আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক এক গবেষণার তথ্য বলছে, দেশে বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকা ও চট্টগ্রাম সবচেয়ে বেশি সম্পদ ক্ষতির মুখে পড়বে। দেশের শিল্প-কারখানাগুলোও মূলত এ দুই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে ভূমিকম্পের আঘাতে এসব শিল্পপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতেই রয়েছে। তবে বাস্তবতা হলো, দেশের বেশির ভাগ শিল্প-কারখানাই এখনো ভূমিকম্পজনিত ঝুঁকি বীমার আওতার বাইরে। বড় কোনো ভূমিকম্পে ক্ষতি হলে এসব প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ পাবে না, এমনকি এসব প্রতিষ্ঠানে অর্থায়নকারী ব্যাংকগুলোকেও তখন আর্থিক ধাক্কা সামলাতে হবে।

uploads/trade_daily/digest_photo_s_b__1764051964.jpg

সারা বাংলা
বৈঠকের পরও বন্দর অবরোধ কর্মসূচিতে অনড় স্কপ চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে বৈঠকে ফলপ্রসূ কোনো আলোচনা ও সিদ্ধান্ত না হওয়ার কথা জানিয়ে অবরোধ কর্মসূচিতে অনড় থাকার ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হয়ে ‘আপাতত’ কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রথমে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ এবং এরপর স্কপ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ।

uploads/trade_daily/digest_photo_sun__1764051964.jpg

The Daily Sun
RMG HOLDS A GLOBAL CHAMPION IN LEED CERTIFICATION, OTHERS SECTORS LAG BEHIND Even though Bangladesh’s ready-made garments (RMG) sector has emerged as a global leader, hosting 68 of the world’s top 100 highest-rated LEED-certified factories, other industries continue to lag behind due to a lack of awareness and investment in sustainability. Experts and industry insiders warn that ensuring full compliance across all industries will become crucial as Bangladesh graduates from the Least Developed Countries (LDC) category. Compliance will also be a key requirement in achieving the Sustainable Development Goals (SDGs).

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-11-25_at_10.58.52_AM__1764051964.jpeg

দৈনিক ইত্তেফাক
অ্যামাজন–আলিবাবা ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবেন দেশের রপ্তানিকারকরা অনলাইন মার্কেটপ্লেসের দোরগোড়ায় এবার পৌঁছে গেল দেশের রপ্তানি খাত। অ্যামাজন- আলিবাবা-ইবে হয়ে সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।খাত সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত আন্তঃসীমান্ত ই-কমার্সকে আরও গতিশীল করবে। ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে এবং বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। ডিজিটাল খুচরা বিক্রির আন্তর্জাতিক চ্যানেলে যুক্ত হয়ে বাংলাদেশি পণ্যের বহুমুখী রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কাঠামোটি।